![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।
এক নজরেঃ ‘ Amores Perros’
******************************************************************************************************************
প্রকৃত শিরনাম: এমোরেস পেরস
ইংরেজি শিরনাম: Amores Perros
পরিচালক: আলেহান্দ্রো গঞ্জালেস
অভিনয়ে: Octavio(Gael García Bernal), Susana(Vanessa Bauche) Ramiro (Marco Pérez),El Chivo(Emilio Echevarría)
ধরন: নাটক, থ্রিলার
সময়: ১৫৪ মিনিট
ভাষা: স্পেন
দেশ: মেক্সিকো
IMDB Rating: ৮.১
My Rating: ৯
**********************************************************************
সিনেমাটির শিরনাম ‘এমোরেস পেরস’ যার অর্থ "প্রেমের দুশ্চরিত্রা’’। শিরনাম থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সিনেমাটি কোন পথে অগ্রসর হতে পারে।হ্যাঁ,মেক্সিকান শহরের গুটি কয়েক দুশ্চরিত্রবান ব্যাক্তির দৃশ্যে পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ‘এমোরেস পেরস’ সিনেমাটিতে তুলে ধরেছেন। মেক্সিকান সিনেমার মধ্যে এটাই আমার দেখা প্রথম সিনেমা।তবে প্রথমবারেই ছবিটি আমার মন কেড়ে নিয়েছে সিনেমাটি।
সিনেমাটির বিষয়বস্তুসমূহ খুবই বাস্তবধর্মী যেমন- ভাগ্য,পরিস্থিতির হিংস্রতা,জুলুম,জবরদস্তি, অর্থের প্রতি লোভ পরিশেষে, নিষিদ্ধ প্রেম যা সিনেমাটির সকল চরিত্রকে গ্রাস করেছে। ব্যাতিক্রমধর্মী বিষয়বস্তু হিসেবে পরিচালক শহরের হিংস্র কুকুরগুলিকে তুলে ধরেছেন। আমার মতে শেষমেষ ‘কফি’ নামক কুকুরটিই বিজয়ের বেশে নিজের অবস্থান অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট হয়।
একটি ভয়ঙ্কর গাড়ী দুর্ঘটনা তিনটি গল্পকে সংযোগ করেছে ।ক্ষয় , অনুতাপ এবং জীবনের কঠোর বাস্তবতার সাথে প্রত্যেকটি চরিত্র একে অপরেরে সাথে মিলে মিশে হয়েছে একাকার শুধুমাত্র ভালোবাসার নামে।
সিনেমাটির প্রথম গল্প আবর্তিত হয়েছে একটি কালো কুকুরকে নিয়ে যার নাম কফি। যেকিনা ক্রিয়াহীন পরিবারে বসবাস করে। কিশোর Octavio এবং বিবাহিতা Susana, দুজনই নিষিদ্ধ প্রেমে জড়িয়ে পড়ে। Susana তাঁর ভাইয়ের জীবনসঙ্গিনী। Susana কে বিভিন্ন উপায়ে নির্যাতন করে Ramiro । অন্যদিকে Octavio লোভে পড়ে কুকুর যুদ্ধে ‘কফিকে’ লিপ্ত করে দেয়।
দ্বিতীয় গল্পটি একটু ঠাণ্ডা আমেজেই অগ্রসর হচ্ছিল তবে এ অংশেও নিষিদ্ধ প্রেমের মিলন এবং ‘রিচি’ নামক কুকুরকে কেন্দ্র করে ঠাণ্ডা আমেজকে একটু উষ্ণতর রূপ দিয়েছন পরিচালক।
শেষ গল্প যেখানে আমার মতে El Chivo, উনি উন্মাদ প্রকৃতির হলেও সিনেমাটিতে নায়কের আসন দখল করে আছেন। অসাধারণ তাঁর অঙ্গি-ভঙ্গী,নজর কারার মতন। El Chivo অনেক গুলি কুকুর সাথে রাখতেন,কুকুরের সাথে তাঁর বসবাস ছিল। El Chivo এর চরিত্রের মধ্যে দিয়ে পরিচালকের আসল গুণাবলী ফুটে উঠেছে। প্রথম দুই গল্পের সংযোগ এই অংশেই ঘটে ভয়ঙ্কর গাড়ী দুর্ঘটনার মধ্যে দিয়ে। El Chivo কে দিয়েই সিনেমাটির ইতি টানা হয়।
সিনেমাটি মেক্সিকান মুভি পুরস্কার এবং বেস্ট বিদেশী ভাষার মুভি হিসেবে পুরস্কার জিতে নেয়।সাথে নিজ দেশ, আমেরিকা এবং কানাডার মাটিতে বিশাল পরিমাণে ব্যবসা করে।মুক্তি পাবার পরে মেক্সিকান বক্স অফিসে এটি এক নম্বর অবস্থানে ছিল।সুতরাং, যারা থ্রিলার নির্ভর সিনেমা পছন্দ করেন তাদের জন্য একটি ভালো মানের সিনেমা এটি ।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩১
হাসান মাহবুব বলেছেন: ডেথ ট্রিলোজির প্রথম মুভি। বাকিগুলা হলো, বাবেল আর টুয়েন্টি ওয়ান গ্রামস। তিনটাই অসাধারণ সিনেমা। তবে এই মুভিটাকেই এগিয়ে রাখবো আমি।
ব্লগে স্বাগতম।