নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

“পিয়েতা” (২০১২) চরম নিষ্ঠুরতার মাঝে ভালোবাসার জয়

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১১

আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো এটা একটা কোরিয়ান মুভি “পিয়েতা”(২০১২) মুভিটি রচনা ও পরিচালনা করেছেন কিম কি দুক এবং এটা তার রচনা ও পরিচালনায় ১৮ তম মুভি । তার রচনা ও পরিচালনায় অসধারন কিছু সিনেমা আছে যেগুলো দেখার পর হয়তো সিনেমা দেখার এক নতুন অভিজ্ঞতা হবে ।তার সিনেমা গুলো হচ্ছে -স্যামারিয়ান গার্ল, কোস্ট গার্ড, দি ইজল, থ্রি আয়রন, দি বো, স্প্রীং সামার ফল উইন্টার,রাফ কার্ড,বিউটিফুল,ব্রেথ । “পিয়েতা” অর্থ করুণা বা দয়া করা এবং মুভির নামের সাথে মুভির গল্পের অদ্ভুদ এক মিল রয়েছে ।৬৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছিল “পিয়েতা”।মুভিতে নায়ক কিংবা তার বস চরিত্রদের ধনতান্ত্রিক রাষ্ট্রসমূহের পুঁজিপতিদেরই ইঙ্গিত করছেন, যারা সাধারণের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে অমানবিক আচরণের মাধ্যমে সে ঋণের সুদ আদায় করতে সামান্য পিছ পা হন না তাদেরকে একটা ইঙ্গিত দিয়েছেন পরিচালক ।সব চাইতে মজার ব্যপার হচ্ছে পরিচিলক “কিম কি দুক” একজন ইকোনোমিকস এর ছাত্র ছিলেন ।তার “ওাইল্ড এনিমেল”এবং “পিয়েতা”মুভিতে সেটাই সে প্রমান করেছেন ।

মূল গল্পঃমুভিতে আমরা প্রোটাগনিস্ট বা নায়ক চরিত্রে দেখবো ‘ক্যাং ডো’ নামের একজন ঋণ সংগ্রাহক,যিনি ঋণ আদায় করতে গিয়ে অনেক ভয়ানক রকমের নিষ্ঠুর আঁচরন করে থাকে ।ক্যাং কে শহুরে আর দশটা যুবকের মতো দেখালেও সে পশুর মতোই ভয়ানক। ক্যাং যে কতটুকু ভয়ঙ্কর তার ঘরের অবস্থা দেখলেই বোঝা যাবে । ঘরজুড়ে থাকে মুরগির রক্ত, পালক, নাড়ি-ভুঁড়ি এবং মাঝেই সে ঘুমায়, স্বপ্ন দেখে ।হঠাৎ করেই মুভির গল্প সম্পূর্ন ভাবে বদলে যায় যখন তাঁর সামনে এক রহস্যময় নারী এসে দাবি করে বসেন যে, তিনিই তাঁর মা। সৃষ্টি হয় নানা টানাপোড়েন আর বদলে যেতে থাকে তার জীবনে ।কিন্তু ক্যাং কিছুতেই বিশ্বাস করতে পারে না। সে তাকে গালাগালি করে, মারে,এতকিছুর পরও এই নারীর স্নেহ থেকে ক্যাং বঞ্চিত হয় না। ক্যাংও একসময় বিশ্বাস করতে শুরু করে ইনি সত্যিই তার মা ।জীবন যখন তার এই কথিত মাকে ঘিরে আবর্তিত হয়ে চলতে থাকে, তখনি জানা যায়, এই নারী আসলে ক্যাংএর অত্যাচারের ভয়ে আত্মহত্যা করা এক গরিব পাওনাদারের মা, যিনি সন্তান হারানোর প্রতিশোধ নিতেই এই গল্প সাজিয়েছেন ।তার সীমিত ভালবাসা পরক্ষণেই ট্র্যাজিক পরিণতি হয় ।
খুব সাধারন এবং সাদামাটা একটা গল্পকে কিম কি দুক অসাধারন এক ট্র্যাজিক ড্রামাতে পরিনত করেছেন এবং আমার মতে তিনি সফলও হয়েছেন ।ভেনিস চলচ্চিত্র উৎসবের ১৮টি ছবির মধ্যে সেরা হিসেবে পুরস্কার প্রাপ্ত ‘পিয়েতা’ । সমালোচকদের মতে মুভিটা মানসিক দ্বন্দ্ব আর সংঘাতকে কেন্দ্রবিন্দু হিসেবে দেখানো হয়েছে । তবে পরিচালকের ভাষা অনুযায়ি তিনি দেখিয়েছেন ভালোবাসার জয়। এই মুভিটা দেখার পর কোরিয়ান মুভির প্রতি আগ্রহ আরো বেড়ে যাবে। তাই মুভিটা দেখে নিতে পারেন,আমার মতে খুবই চমৎকার একটা সিনেমা,মনকে প্রানবন্ত করে তুলবে মুভির শেষের দৃশ্যটা । [link||https://kickass.unblocked.la/pieta-2012-1080p-bluray-x264-anoxmous-t8251613.html]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.