নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

‘Windstruck’ :একটি শুদ্ধ ভালোবাসার গল্প

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১২



এক নজরেঃ ‘Windstruck’
*****************************************************************
প্রকৃত শিরনাম: "Nae yeojachingureul sogae habnida"
ইংরেজি শিরনাম: ‘Windstruck’
পরিচালক: Kwak Jae-yong
অভিনয়েঃ Jun Ji-hyun(Kyung-jin Yeo),Jang Hyuk(Myung-woo Ko), Choi Seung-hyun
ধরন: নাটক,কমেডি,ক্রাইম
সময়: ১২৩ মিনিট
ভাষা: কোরিয়া
দেশ: দক্ষিণ কোরিয়া
IMDB Rating: ৭.৩
My Rating: ৮.৩
*************************************************************************************************
ভালোবাসা শব্দটি শুনলেই মনের মাঝে স্বর্গীয় এক অজানা অনুভূতি এসে মনকে নাড়া দিতে থাকে।আর এ ভালোবাসা স্থান-কাল-পাত্র অনুযায়ী এক এক রকম হয়। কেউ ভালোবাসা পায় আর কেউ ভালোবাসা পেয়ে সেটাকে মনের অগোচরে হারিয়ে ফেলে।যে কারো জীবনেই ভালোবাসা আসতে পারে।একজন ফিজিক্স টিচার কিংবা একজন পুলিশ অফিসার বলে কোন কথা নেই ।শহরের যানজট, ব্যস্ততা, স্বার্থপরতার মাঝেও ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া যেতে পারে।কেউ হয়তো মন খারাপ করে থাকবে , কেউ হয়তো গাল ফুলিয়ে থাকবে দুজনের মধ্যে একজন তবুও রাতের নিঃস্তব্দতা ভেদ করে ভালোবাসার মানুষের একটা ফোনকলের অপেক্ষায় থাকতে চাইবে । শহরের ইট-কংক্রিটের এ জীবনে এর থেকে ভালো মধুর অপেক্ষা মনে হয় আর কিছু না । কেউ একজন অপেক্ষায় আছে কিংবা কেউ একজন কথা বলবে ভাবতেই হয়ত ভালো লাগে। ‘Windstruck’ সিনেমাটিতে এমনটিই রূপ পেয়েছে ভালোবাসার মধ্য দিয়ে।
পুলিশ চোর ধরতে গিয়ে চোরের পিছনে যে লোক দৌঁড়াচ্ছিল তাকে ধরে নিয়ে আসে থানায়। বেচারা ফিজিক্স এর টিচার Myung-woo Ko যতই বুঝায় নারী পুলিশ অফিসার Kyung-jin Yeo কে ততই যেন ভাবান্তর নেই পুলিশ অফিসার Kyung-jin Yeo। Jun Ji hyun কে দেখা পাওয়া যায় এই নারী পুলিশ অফিসারের ভূমিকায়।My Sassy Girl চলচ্চিত্রে যেই অগোছালো কিছুটা পাগলাটে Jun Ji hyun এর দেখা মেলে Windstruck চলচ্চিত্রে এসেও ঠিক সেই তাকে নতুনভাবে একইরকম দেখা পাওয়া যায়।একসময় ফিজিক্স টিচার Myung-woo Ko এবং Kyung-jin Yeo এর প্রেমটা শুরুই হয়ে যায়।

তবে প্রিয় মানুষটিকে হারানোর বেদনা সেই বুঝে যার হারায়। Myung-woo Ko কে হারানোর বেদনা শুধুমাত্র Kyung-jin Yeo বুঝেছে,আমরা বুঝবো না কারণ এতো অল্প দিনে তার চলে যাওয়া এবং কাছের মানুষকে কাছ থেকে চিরদিনের জন্য বিদায় দেওয়াটা খুভ কষ্টের।সিনেমাটির শিরনাম(Windstruck)এর সাথে সিনেমার একটি অন্তমিল রয়েছে আর তা হচ্ছে চলে যাওয়া Myung-woo Ko বাতাসের বেশে Kyung-jin Yeo এর সাথে কথোপকথন।এই মিলটি আমার কাছে খুভ ভালো লেগেছে তবে সিনেমাটি দেখতে গিয়ে এক পর্যায়ে আবেগাপ্লুত না হয়ে পারি নি।

বর্তমান সময়ে কোরিয়ান চলচ্চিত্রে Kwak Jae-yong রোমান্টিকতার জনক বললে ভুল হবে না।‘My Sassy Girl’ থেকে শুরু করে ‘The Romantic President’ , ‘The Classic’, My Girl and I, Deiji , Cyborg Girl , My Mighty Princess,All About Women এর মতন রোমান্টিক কোরিয়ান চলচ্চিত্রগুলো তার হাত ছুঁয়ে এসেছে । Windstruck চলচ্চিত্রের কিছু দৃশ্যায়নে My Sassy Girl এর কিছু দৃশ্যের রোমান্টিক অবতারণা তিনি নিয়ে এসেছেন একই মেজাজে।আর Windstruck এর মিউজিক এর কথা যদি বলতে হয় তবে বলতে হবে, বুকের মধ্যে হালকা একটা ধাক্কা দিয়ে অনেকক্ষণ ধরে নিউরনের একটা বায়বীয় হাহাকারের ঘূর্ণন এর আবির্ভাব ঘটাবে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১৯

রক্তিম দিগন্ত বলেছেন: রিভিউটা ভালই লাগলো। দেখতে হবে।

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫

মোঃসুমন মজুমদার বলেছেন: দেখে ফেলেন ,আশা করি ভালো লাগবে

২| ২০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমার রিভিউ থেকেই অনেক লেখা মিল আছে :)

পড়তে পারেন :)

http://www.somewhereinblog.net/blog/nazmulhasanmajumder/30086191

৩| ২০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:০১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমার রিভিউ থেকেই অনেক লেখা মিল আছে :)

পড়তে পারেন :)


কোরিয়ান মুভি windstruck :)

৪| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪

মোঃসুমন মজুমদার বলেছেন: মিল হতেই পারে কারণ অনেক কিছু একই । আর আপনার লেখার সাথে আমার লেখার কিছু মিল দেখলাম কিন্তু এটা কিভাবে সম্ভব।আমি কখনও ভাবি নি এমনটি একই হবে আর আমি এই ব্লগে নতুন কিভাবে কিছু কথার মিল আছে বুজলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.