![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।
এক নজরেঃ ‘The Impossible(2012)’
***********************************************************************************
প্রকৃত শিরনাম: ‘Lo Impossible’
ইংরেজি শিরনাম:‘The Imposible’
পরিচালক: J.A. Bayona
অভিনয়ে: Naomi Watts(Maria),Ewan McGregor(Henry),Tom Holland(Lucas)
ধরন: নাটক, থ্রিলার
সময়: ১১৪ মিনিট
ভাষা: ইংলিশ
দেশ: স্পেন ,আমেরিকা
IMDB Rating: ৭.৬
My Rating: ৯
********************************************************************************************************
বাস্তব পথ ধারন করে J.A. Bayona যে একটি সিনেমা তৈরি করেছেন তা একটি বিরল ঘটনা। ঘটনাটি ২০০৪ সালের সুনামিকে কেন্দ্র করেই। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মনোনীত Naomi Watts এবং Ewan McGregor মুল চরিত্রে অভিনয় করেছেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে একটি পরিবারের দুঃখজনক ঘ্টনা প্রকাশ পেয়েছে।
২০০৪ সালে Ewan McGregor,তাঁর জীবনসঙ্গিনী Naomi Watts এবং তিন সন্তান Lucas,Tomas এবং Simon কে নিয়ে বড় দিনের ছুটিতে থাইল্যান্ডে অবকাশ কাটাতে যান। কিন্তু মহাপ্রলয়কারি সুনামি সব সর্বনাশ করে দেয়। স্বামী,স্ত্রী,সন্তান সব আলাদা হয়ে যায়। শুধুমাত্র মা এবং সন্তানের মিলন ঘটে, মা’র প্রতি সন্তানের ভালবাসা আমরা দেখতে পাই। Lucas মাতার পাশেই ছিল, শুধু তাই না Lucas হাসপাতালের পীড়নগ্রস্ত অন্যান্য মানুষকে ও সাহায্যকরেছিল।তাকে মানবদরদীরুপে দেখা যায়।অন্যদিকে থাইল্যান্ডের হাসপাতালের কর্মকর্তা,কর্মচারীগণ এমন অসহনীয় পরিস্থিতিতে এতো মানুষের সেবা শুশ্রূষা করে মানবতার পরিচয় দিয়েছে।শুধুমাত্র ডাক্তার বা সেবিকা নন স্থানীয় বাসিন্দারাও Lucas এর পাশে এসেছিল।
পরিচালক ‘অসম্ভব’ সিনেমাটিতে অসম্ভব চিত্রগুলিকে সুন্দরভাবে সাজিয়ে সম্ভবে পরিণত করে নিজেও মানবতার নায়ক হিসাবে খ্যাতি লাভ করেছেন।‘অসম্ভব’ সিনেমাটির জন্য J.A. Bayona ‘সিনেমা রাইটার্স বৃত্ত পুরস্কার’ এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে মনোনয়ন হন তাছাড়া বেস্ট ইয়াং অ্যাক্টর হিসেবে ‘ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস’ এ Tom Hollan মনোনয়ন হন ।
সুনামিতে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আশা করি আপনারা সিনেমাটি অবশ্যই দেখে ফেলবেন।
https://www.yify-torrent.org/movie/31515/download-the-impossible-2012-yify-torrent.html
২| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
সুমন কর বলেছেন: চমৎকার একটি মুভি...
৩| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১০
রক্তিম দিগন্ত বলেছেন: রিভিউটা ভালই কিন্তু মুভিটা আমার খুব একটা ভাল লাগেনি। থ্রিলার হিসাবে যেমন চেয়েছিলাম তেমন হয় নি।
৪| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫
হাসান মাহবুব বলেছেন: দেখেছি। বেশ ভালোই লেগেছে।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮
চলন বিল বলেছেন: সিনেমাটা দেখার তো ইচ্ছা আছে কিন্তু নেট স্লো