নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

রাখে আল্লাহ মারে কে(রাতেই সাকা-মুজাহিদের ফাঁসি)

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১১

মৃত্যু কার কখন এবং কিভাবে হবে তা কেউ জানে না। যুদ্ধ অপরাধীরা জানতেন না যে ২০১৫ সাল তাদের জন্য ভয়াবহ এবং শেষ সাল ।যদি জানতেন এতো কষ্ট দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদের জীবনের অবসান ঘটাবে তবে মনে হই না উনারা ১৯৭১ সালে এমন কাজটি করতেন না।
আমি মনে করি ভাগ্যে যা আছে সেটাই ঘটবে তবে প্রত্যেক কর্মের ফল তো ভোগ করতেই হবে। আর কিছুক্ষন পর একই মঞ্চে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হবে এবং বিশেষ অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার সন্ধ্যায় কারাগারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেকোনো সময় অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে।

সূত্র জানায়, নির্দেশ পেলেই অ্যাম্বুলেন্স কারাগারে প্রবেশ করবে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আসবে অ্যাম্বুলেন্স।

তবে অ্যাম্বুলেন্স আজ বা কাল যেকোনো দিন লাগতে পারে বলেও কারা সূত্র জানায়।

উল্লেখ্য, এর আগে যুদ্ধাপরাধের দায়ে কাদের মোল্লা এবং কামারুজ্জামানের ফাঁসির সময়ও একই ভাবে প্রস্তুত ছিলো অ্যাম্বুলেন্স।
এতো বড় বড় বিশেষ ব্যাক্তিতগণ ফাঁসির মঞ্চে ঝুলবে ব্যাপারটাই কেমন জানি আহ! রাখে আল্লাহ মারে কে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

অন্ধ বিচারক বলেছেন: কার কখন মৃত্যু হবে কেউ জানে নারে ও মনরে ।

২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০

রাশেদ মহাচিন্তিত বলেছেন: ইয়া নাফসি ইয়া নাফসি করেন।

৩| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪

জনতার রায় বলেছেন: কিন্তু আল্লাহ কারে রাখে এটা জানাই তো মুশকিল!

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১২

মোঃসুমন মজুমদার বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন।তবে যে বেশি পরিমাণ পাপ কাজ করে এবং পাপ করতে করতে একেবারে সীমা অতিক্রম করে তখনই আল্লাহ তাঁকে রাখেন না। আমার মতে তবে আসলে আল্লাহ্‌ই ভালো জানেন এটা সত্য

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

জনতার রায় বলেছেন: আমি ঠিক বলেছি কিনা শিওর না, কিন্তু আপনি পুরোই ভুল বলেছেন। বসুন্ধরার শাহ আলম কিংবা যমুনার বাবুল - এদের পাপকাজের কোন সীমা পরিসীমা নেই, যতদিন বেঁচে থাকবে - এরা পাপ কাজ করতেই থাকবে - আল্লাহ তাদেরকে কিন্তু ঠিকই বাঁচিয়ে রেখেছেন। সাকা বা মুজাহিদেরা একাত্তরে (হয়তোবা) পাপ কাজ করেছেন, কিন্তু মন্ত্রী থাকাকালে বা রাজনীতি করার সময় উল্লেখযোগ্য কোন পাপ কাজ করেছেন বলে তো খবরে আসেনি, তবে তাদেরকে আল্লাহ রাখছেন না কেন?

জাতির জনক বঙ্গবন্ধু বা জিয়াউর রহমানকেই বা আল্লাহ মরে যেতে দিলেন কেন?

রাখে আল্লাহ মারে কে - এটা পুরোপুরি একটা ফাও কথা।

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

মোঃসুমন মজুমদার বলেছেন: (হয়তোবা)? এতো কিছুর পর ও হয়তোবা বাহ ভালোই তো। কার কখন কি হয় কেউ জানে না শাহ আলম কিংবা যমুনার বাবুল তাদের কখন কি হবে সেটাও আপনি শিওর করে বলতে পারবেন না যে আল্লাহ তাদেরকে কি করবেন ভবিষ্যতে।জাতির জনক বঙ্গবন্ধু বা জিয়াউর রহমানের জীবনের সময় শেষ বলেই দুনিয়া থেকে চলে গেছেন।রাখে আল্লাহ মারে কে -এটা প্রসঙ্গক্রমে বলা কারণ আল্লাহ্‌ ই তো সবাইকে নিয়ন্ত্রন করছেন।তিনি বাঁচিয়ে রাখেন এবার তিনি নিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.