নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

( মুভি রিভিউ) The Stoning of Soraya M.(২০০৮) :আইনের দ্বারা মৃত্যুর শিকার

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১

এক নজরে, “The Stoning of Soraya M. ”(2008)
পরিচালক: Cyrus Nowrasteh
অভিনয়ে: Shohreh Aghdashloo(Zahra), Mozhan Marno(Soraya), Navid(Ali).
ধরন: নাটক
সময়: ১১৬ মিনিট
ভাষা:ফার্সি
দেশ:আমেরিকা
IMDB Rating: 8.0
My Rating:9.0
*************************************************************************************************************************
মূলত এটি বিয়োগান্তক সিনেমা ।সিনেমাটির শিরোনাম আমাদেরকে বলে দিচ্ছে Soraya এর বিয়োগান্তক উপাখ্যান।

নারীরা ধর্মীয় ও পারিবারিক আইনের মাধ্যমে পার্থক্যর শিকার হচ্ছে এবং মৃত্যুর দ্বারা জীবনের যবনিকা টানছে।জাতিসংঘের নারী-বিষয়ক সংস্থা ইউএন উইমেন প্রকাশিত ‘প্রোগ্রেস অব দ্য ওয়ার্ল্ডস উইমেন ২০১৫-২০১৬: ট্রান্সফর্মিং ইকোনমিস, রিয়েলাইজিং রাইটস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে,আলজেরিয়া, বাংলাদেশ,মিসর,ইরান,জর্ডান,মালয়েশিয়া,পাকিস্তান ও সৌদি আরবে বৈষম্যমূলক আইন প্রচলিত,যার ফলে নারীরা বিয়ে, তালাক, সম্পত্তি বণ্টনসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে।

সিনেমাটি ইরানের এক পরিবারকে কেন্দ্র করে।মূল চরিত্রে আছে Soraya তার স্বামী Ali। Zahra অন্যতম চরিত্র,নাটকটির সকল স্তরে তাঁর প্রভাব লক্ষণীয়।Soraya এর পরিবারে কলহের তৈরি হয় সমাজের মাতবররের প্রভাবে যারা সমাজ পরিচালনা করে।Mullah যিনি সমাজের বিজ্ঞ ব্যক্তি তবে নিঃসন্দেহে দুষ্ট,খারাপ মনের অধিকারী।Soraya কে মিথ্যা অপবাদ এবং মৃত্যুর পিছনে তাঁর প্রভাব ছিল।ইসলামি আইন দ্বারা Soraya কে পাথর নিক্ষেপ করার অনুমতি দেওয়া হয়।এখন প্রশ্ন হল সত্যবাদী,সৎ হলেই কি এমন শাস্তি পেতে হবে? ভঙ্গুর সমাজ কি পরিবর্তন হবে না?
দেখার পরের অনুভূতি যতি জানতে চান তবে বলতে হয় অসাধারণ লেগেছে। চোখের পানি ধরে রাখতে পারি নি।সিনেমাটিতে রয়েছে বাস্তবধর্মী কষ্টের চিত্র।সুতরাং,দেখে ফেলতে পারেন ২০০৮ সালের এই মুভিটি।


The.Stoning.of.Soraya.M.2008

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

ডাবলার বলেছেন: অসম্ভব সুন্দর একটি মুভি।

২| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬

রিকি বলেছেন: ধরন: নাটক কি ভাই??? ড্রামা লিখতেন !!!! B:-/ অসম্ভব সুন্দর মন ছুঁয়ে যাওয়া একটা মুভি।

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

মোঃসুমন মজুমদার বলেছেন: নাটক এবং ড্রামা কি আলাদা বিষয়? নাটক দিলে সমস্যা কোথায়

৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১০

রিকি বলেছেন: জ্বি বিস্তর আলাদা---নাটককে লিটেরাল টার্মে প্লে বলা হয়, ড্রামা নয়!!! আপনি যে বিয়োগান্তক আর মিলনাত্মক বিষয়গুলো বলছেন সেগুলো ড্রামার দুইটা প্রাচীন genre এ পড়ে--tragedy and comedy!!!! আজও এগুলো চলছে---to be continued... ড্রামা একটা পার্টিকুলার সেকশন (যেমন satire, prose)---সেটাকে অভিনয়ে রূপ দেয়াটা প্লে বা নাটক (firstly the drama is being transformed into a scripted form with dialog and speeches then it becomes play. A pure drama is a narrative thing)। এই কারণে আপনার 'নাটক' শব্দটা আমার দৃষ্টি কেড়েছে, বলতে গেলাম তো প্রশ্নবোধক চিহ্ন!!!! The stoning of Soraiya M. is a Drama (in genre) not a Play (it's duration is quite short).....ব্যাপারটি সম্পর্কে এখনও সন্দেহ থাকলে গুগলে দেখতে পারেন। Novel আর Novella যেমন এক জিনিস না, তেমন Drama আর Play এর পার্থক্যটা আশা করি বুঝতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.