![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।
আপিল বিভাগ ও ট্রাইব্যুনালে ২৯ জনের বিচার চলছে।বাংলাদেশ সরকার শক্ত অবস্থানেই রয়েছেন মানবতাবিরোধী অপরাধের বিচারে।স্বাগতম জানাই তাঁদের বিচারে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল ২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে শুরু হয় মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম।২০১৫ অবধি কাজ খুভ ধীর গতিতে হলেও ফলাফল মন্দ না,মানবতাবিরোধী অপরাধে প্রধান ৫ টি মামলার রায় কার্যকর হয়ে গেছে।প্রধান ৪ জনের ফাঁসি হয়েছে এবং ১ জনের আজীবন কারাদণ্ড।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ১১ জনের মামলা এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন আছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে চারটি মামলার বিচার, যেখানে আসামি ১৮ জন। এই নিয়ে ১৫ মামলায় ২৯ জনের বিচার চলছে।
এর বাইরে ট্রাইব্যুনালে প্রাক-বিচার পর্যায়ে আছে আরও ১০টি মামলা। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২৩টি অভিযোগের তদন্ত করছে, যেখানে আসামির সংখ্যা ৬৪ জন।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের ৬০৯টি অভিযোগ এখনো তদন্তের অপেক্ষায় রয়েছে। তদন্ত সংস্থার সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংস্থার গত ৩০ অক্টোবর তৈরি করা সর্বশেষ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/michal/michal-1448345188-d873ed7_xlarge.jpg
তথ্য সংগ্রহঃ Click This Link
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০০
মোঃসুমন মজুমদার বলেছেন: বুঝলেন কিভাবে?
২| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
অগ্নিবীণা! বলেছেন: চেতনায় আঘাত দিছেন বলে?
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
মোঃসুমন মজুমদার বলেছেন: কার চেতনায় আঘাত দিলাম।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
অগ্নিবীণা! বলেছেন: আপ্নে স্বাধীনতা বিরোধী
: P