নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার

আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।

মোঃসুমন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

( মুভি রিভিউ) ‘অমানুষ’: মানুষ হবার সফল কাহিনী

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১

ধরন: ড্রামা,পরিবার
ভাষা: হিন্দি,বাংলা
আই ডি এম রেটিং:৬.৮
আমার রেটিং: ৮.৮

‘অমানুষ’ সিনেমাটি আমার দেখা প্রথম ক্ল্যাসিক সিনেমা যেখানে অভিনয় করেছেন উত্তম কুমার,শারমিলা ঠাকুর,উৎপল দত্ত,অনিল চট্টোপাধ্যায়।উত্তম কুমারের নাম আমরা কম বেশি সবাই শুনেছি।যিনি মন কেড়েছেন হাজার হাজার দর্শকের।অমানুষ শিরোনামটি কিন্তু উত্তম কুমারের চরিত্রের উপর ভিত্তি করেই প্রদত্ত হয়েছে।পরিচালক শক্তি সামন্ত কেনও এমন শিরোনাম বেঁছে নিলেন এটা আমার কাছে স্পষ্ট না আর স্পষ্ট হবেই বা কিভাবে মদ্যপান করে বলেই যে তাঁকে অমানুষ বলবেন এটা তো কোনও কথা না। কেনও একজন মানুষ মদ পান করে, নেশা করে,মারামারি করে।এমনি নয় কারণ থাকে,এক হাতে কখনো তালি বাজে না।সকল অধপতনের পিছনে একটি মিথ্যা অপবাদই যথেষ্ট।একজন মানুষকে ধ্বংস করার পিছনে মিথ্যা অপবাদ বড় ভূমিকা পালন করে থাকে।

মধুসূদন রায় চৌধুরী(উত্তম কুমার)যিনি এক ছোট গ্রামের সচ্ছল এবং সমৃদ্ধশালী ছিলেন।গ্রামের রক্ষক হিসেবে তাঁর নামিই সকলে নিত।তবে তিনি মাহেম ঘোষালের (উৎপল দত্ত) ষড়যন্ত্রের শিকার হন,মাহেম ঘোষাল তাঁর পেয়াদা বললে ভুল হবে না।মাহেম ঘোষালের চক্রন্তে তাঁর জীবনে নেমে আসে অমানুষের এক ছায়া।মানুষ হয়ে বেঁচে থাকার মাঝে সার্থকতা মধুসূদন রায় হারিয়ে ফেলেছিলেন। ফেলবেন না কেনও ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা সেই বুঝে যার হারায়।তবে পুলিশ ইন্সপেক্টর ভুবন রায় যিনি নিভে যাওয়া প্রদীপকে পুনরায় প্রজ্বলিত করিয়ে প্রমাণ করান যে অমানুষ লোকও মানুষ হিসেবে পরিনত হতে পারে।মানুষের চেষ্টার ফলে সবই সম্ভব।

তবে সুন্দর চিত্রানুগ দৃশ্য ও সিনেমায় ব্যবহারকৃত কণ্ঠসঙ্গীত আমার মন কেড়েছে যেমন: শ্যামল মিত্রের গান,কিশোর কুমার এর জনপ্রিয় গান ("দিল কিসে কিসি নে মেরা তোদা")।মন কেড়েছে নায়কের কর্মশীল অভিনয়।সিনেমাটি ১৯৭৬ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এ ৯ টি মনোনয়ন থেকে ২ টিতে জিতে নেয়।

অমানুষ বলতে কি শুধু জন্তু প্রকৃতির অথবা খারাপ প্রকৃতির মানুষকে বুঝায়?অমানুষের কি মন মানুসিকতা কিছুই নেই?নাকি সে নিষ্ঠুর,পাষণ্ড যাই কিছু বলেন না কেন এসকল প্রশ্নের জবাব পেতে হলে অবশ্যই ১৯৭৫ সালের এই কালজয়ী সিনেমাটি দেখতে হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৬

শার্লক_ বলেছেন: ভাল মুভি। অনেক আগে দেখেছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.