![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতিসাধারণ, সাধারণই থাকতে চাই।ঝামেলা অসহ্য লাগে।ঝামেলা জিনিসটা হলো আধোয়া থালা-বাসনের মত বিরক্তিকর।
‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’—এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিনটি উদ্যাপন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ।জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসকে প্রতিবছর সরকারিভাবে উদযাপনের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ৯ ডিসেম্বর বুধবার দিবসটি উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী মানববন্ধনে এ আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।ড. ইফতেখারুজ্জামান বক্তব্যে বলেন,'' আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল দুর্নীতিমুক্ত ও সুশাসিত বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের অর্জন অনেক তা আরো অনেক বেশি হতে পারতো যদি দুর্নীতি না থাকতো। আমাদের সকল অর্জনের দাবিদার এদেশের জনগণ আর সকল অর্জনে নেতৃত্ব দিয়েছে তরুণরা। আমরা বিশ্বাস করি দুর্নীতিবিরোধী আন্দোলনকেও সফল করতে পারে তরুণরাই। দুর্নীতি ও অনিয়ম থেকে প্রত্যেকে নিজেকে বিরত রাখলেই এদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব।''
সব ঠিক আছে তবে কেনও এই দুর্নীতি কমছে না? এইসব আন্দোলন করে আমরা কতোখানি সফল হয়েছি? এই সকল প্রশ্নের জবাব জানাটা সকলেরই আবশ্যক।তবে কার কাছে প্রশ্ন রাখব,কে শুনবে আমার কথা। ছোটো হোক বড় হোক সবই তো দুর্নীতি।এটা কয়জনইবা বুঝে আর বুঝলেও কয়জনইবা আছেন যাহারা দুর্নীতি থেকে মুক্ত।আমারা কেউই এই ব্যাধি থেকে বাহির হতে পারব না যতক্ষণ পর্যন্ত আমাদের নীতিবোধ জাগ্রত হচ্ছে। প্রত্যেক বছর দুর্নীতিবিরোধী দিবস পালন করা হচ্ছে তবে ফায়দা কেমন আসতেছে এটাই দেখার বিষয়।
দুর্নীতিবিরোধী দিবসের বিপক্ষে আমি নই আমি এটির পক্ষে তবে আমার মনে এ সকল কথা ভেসে আসল তাই কথা গুলি শেয়ার না করে পারলাম না।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২
প্রামানিক বলেছেন: যারা দুর্নীতি দমন করবে তারাই যদি দুর্নীতি করে তবে সারা জীবনেও দুর্নীতি দূর হবে না।