![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে খুব বেশি কিছু জানিনা আসলে... জানতে ইচ্ছে করে, আবার ভয়ও করে।। কি না কি অনভিপ্রেত সত্য বেরিয়ে পড়বে।। তাই চেষ্টা করিনা।।
আমি ভাই বিশাল বিপদে আছি, আমার বাপের ধারনা আমি আওয়ামীলীগ সাপোর্ট করি; আবার আমার আওামিপন্থী শিক্ষকের ধারনা আমি বিএনপি করি; আবার যেহেতু আমার মুখে দাড়ি আছে so সাধারন মানুষের ধারনা আমি জামাত-শিবির।
গতকাল মতামত দিয়েছিলাম "North South University কে রাজিব হত্যার খুনিদের দ্বারা নয় বরং বিশ্ববিদ্যালয় হিসেবে তাদের সাফল্য দিয়ে বিবেচনায় আনার" আহ্বানে।
আর তাতেই মহাভারত অশুদ্ধ হয়ে গেল; instant বাকি থাকা হিজবুতি টাইটেলও কপালে জুটল।
আমরা এখনো কোন মানুষকে নিরপেক্ষ অবস্থান থেকে কেন বিচার করতে পারিনা???
আমার কথা যখন আপানার দলীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে তখন আপনি বাহবায়ের বন্যায় আমাকে ভাসিয়ে নিয়ে যান, আর স্বার্থ বিরোধী হলেই ট্যাগ লাগিয়ে গালাগালি?????
আমার মনে হয় রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে আমাদের এই একচোখা নীতির কারনেই আমাদের রাজনীতি এখনো "inhuman politics"।
আমরা অন্যায়কে অন্ধের মত সমর্থন করি বলেই আমাদের মাথার উপর বসে থাকা নেতারা অন্যায় করতে উৎসাহ পায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে নাট্যকর্মী, কর্পোরেট এক্সিকিউটিভ থেকে রিক্সা চালক প্রত্যেকটি স্তরে এই একচোখা মানুষের সংখ্যাই বেশি।
যতদিন সত্যকে শিকার করার আর মিথ্যাকে রুখে দেবার সৎ সাহস আমাদের না হবে ততদিনে আরও কয়েকটি প্রজন্ম চত্বর আমাদের রাজনীতি কিংবা আরও কয়েকটি হেফাজতে ইসলাম আমাদের ধর্মকে কলঙ্কমুক্ত করতে পারবেনা।
বরং ধুলোমাখা মুখ ভালভাবে না ধুলে যেভাবে সারা মুখ কাদায় লেপটে যায়; কলঙ্ক আরও লেপটে যাবে।
উদয় হোক শুভ বুদ্ধির; জয় হোক মানবতার।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩
মহাবিরক্ত বলেছেন: সহমত। ধন্যবাদ
২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩
আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: উদয় হোক শুভ বুদ্ধির; জয় হোক মানবতার।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯
মহাবিরক্ত বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯
তামিম ইবনে আমান বলেছেন: শুভ বুদ্ধির জয় হোক