নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিফতাহ আরিফ.......

নিজেকে সবসময় সর্বজ্ঞানী মনে হয় বলেই বুঝতে পারি যে আমি মস্ত বোকা অথবা মহামূর্খ।।

মহাবিরক্ত

নিজের সম্পর্কে খুব বেশি কিছু জানিনা আসলে... জানতে ইচ্ছে করে, আবার ভয়ও করে।। কি না কি অনভিপ্রেত সত্য বেরিয়ে পড়বে।। তাই চেষ্টা করিনা।।

মহাবিরক্ত › বিস্তারিত পোস্টঃ

"প্রথম আলো" বিশাল একটা গেম খেলার চেষ্টা করেছে। সাবধান হোন।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

"প্রথম আলো" বিশাল একটা গেম খেলার চেষ্টা করেছে। যতই দুঃখ প্রকাশ করুক আমার মনে হচ্ছে এটা বিশাল পরিকল্পনার ক্ষুদ্র বহিরপ্রকাশ মাত্র।

"প্রথম আলো" just মানুষের পতিক্রিয়াটা দেখল, শাহবাগ বিরোধী অবস্থানে গেলে কাটতি বাড়ে না কমে সেটা পর্যবেক্ষণের একটা বিষয়ও থাকতে পারে।

আমার মনে হয়, যেহেতু "আমার দেশের" প্রকাশনা সাময়িকভাবে বন্ধ আছে তাই "প্রথম আলো" চেষ্টা করছে "আমার দেশের" যে বিশাল গ্রাহকগোষ্ঠী আছে তাদেরকে capture করতে।

its all about business. এখানে ideology-র কোন ব্যাপার নেই।



ideology-র কারনে বিরোধিতা করাই যায়, "আমার দেশ" শুরু থেকেই বিরোধিতা করে আসছিল, কিন্তু নগ্নভাবে একজন আন্দোলনকর্মীর চরিত্রকে কলঙ্কিত করে "প্রথম আলো" সাংবাদিকতার সমস্ত নীতি ভঙ্গ করেছে।

কাটতি বাড়ানোর জন্যে দরকার হলে তারা "আমার দেশকেও" ছাড়িয়ে যাবে।



প্রচলিত প্রবাদ আছে "তিন জিনিস বেরিয়ে গেলে আর ফেরানো যায়না, গুলি,মুখের কথা আর তালাক। "



ব্যাপারটা মাথায় থাকা উচিত ছিল প্রথম আলোর। যতই দুঃখ প্রকাশ করুকনা কেন পত্রিকার circulated ১০০০০০০ কপি (তাদের ভাষ্য মতে) কিন্তু মানুষের হাতে হাতে আছে এখনও।



আজকে পরোক্ষভাবে একজনের চরিত্রের দিকে আঙ্গুল তুলেছে, কাল আপনার দিকেও তুলতে পারে।

so এখনই সাবধান হওয়া উচিত।



আমি শাহবাগ আন্দোলনের পক্ষে বা বিপক্ষে সেটা অন্য কথা। তবে আমার দেশের মা বোনের চরিত্র নিয়ে সংবাদমাধ্যম যা তা বলবে এটা আমি মানবোনা।

দরকার হলে প্রথম আলো বন্ধের দাবীতে মানব-বন্ধন করব। আর অবশ্যই চাইব সহব্লগাররা পাশে থাকবেন।

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কমিউনিষ্ট মতি যখন পূজিবাদী মইত্যা - এসবতো সামান্য খেলা!!!!

উলফার কে জানি তার কিরম আত্মীয় হয় না কি একটা যোগাযোগের লেখা পড়েছিলাম.....

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২

মহাবিরক্ত বলেছেন: সহমত। পাশে থাকুন। ধন্যবাদ।

২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

ইউরো-বাংলা বলেছেন: যেহেতু "আমার দেশের" প্রকাশনা সাময়িকভাবে বন্ধ আছে তাই "প্রথম আলো" চেষ্টা করছে "আমার দেশের" যে বিশাল গ্রাহকগোষ্ঠী আছে তাদেরকে capture করতে।

১০০% সত্যি।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

মহাবিরক্ত বলেছেন: ধন্যবাদ।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬

ShusthoChinta বলেছেন: এইসব সমালোচনা টোনা বাদ দিয়া বেবসা শেখেন,মতি মিয়ার মতো এতো চৌকস বেবসায়ী খুব কম ই পাবেন! যেখানে বেবসা আছে সেখানে মতি আছে!

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭

মহাবিরক্ত বলেছেন: হুম.। উনি ব্যবসা আসলেই খুব ভাল বুঝেন।
তার ব্যবসায় আমাদের আপত্তিও নাই, বাট আমরা আমাদেরকে নিরাপদ রাখার জন্যে অবশ্যই স্বেচ্ছার হব। ধন্যবাদ।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Sathe aci.

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭

মহাবিরক্ত বলেছেন: ধন্যবাদ।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Sathe aci.

৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০

আনোয়ার,চট্টলা বলেছেন: এ-ও মইত্যা রাজাকার।
যতই মুক্তিযোদ্ধার ভান ধরুক। রাজাকার রাজাকারই।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮

মহাবিরক্ত বলেছেন: আসলের টান কেউ ছাড়তে পারেনারে ভাই।
ধন্যবাদ।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯

বোকা ডাকু বলেছেন: সোজা সাপটা কথা। যেটা অনেকেরই চোখ এড়িয়ে যায়। লেখককে অসংখ্য ধন্যবাদ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

মহাবিরক্ত বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

প্রিতী ইসলাম বলেছেন: ShusthoChinta বলেছেন: এইসব সমালোচনা টোনা বাদ দিয়া বেবসা শেখেন,মতি মিয়ার মতো এতো চৌকস বেবসায়ী খুব কম ই পাবেন! যেখানে বেবসা আছে সেখানে মতি আছে!

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

মহাবিরক্ত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

জাহাজ ব্যাপারী বলেছেন: ব্লগারস অ্যান্ড অনলাইন একটিভিস্ট নেটওয়ার্ক তুম কাহা হো?

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

মহাবিরক্ত বলেছেন: ব্যাপারটা সবার দৃষ্টিগোচর হওয়া প্রয়োজন।
ধন্যবাদ।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

টিনের বাড়ী বলেছেন: এখন মানুষ বুঝুক যে বাক স্বাধীনতার নামে যা তা খুশি বলা যায়না ।

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩

মহাবিরক্ত বলেছেন: সহমত

১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯

সক্রিয় বলেছেন: ব্লগারস অ্যান্ড অনলাইন
একটিভিস্ট নেটওয়ার্ক তুম কাহা হো?

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪

মহাবিরক্ত বলেছেন: ব্যাপারটা সবার দৃষ্টিগোচর হওয়া প্রয়োজন।
ধন্যবাদ।

১২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৩

মিনহাজুল হক শাওন বলেছেন: সহমত, আরেকটা ব্যপার দেখেন। তারা যা লিখলো ধরেন এক লাখ মানুষ পড়লো। কিন্তু তাদের ছোট্ট দুলাইনের ক্ষমা প্রার্থনা কিন্তু ওই লাখ মানুষের কাছে পৌছাবেনা। মাঝখান দিয়া তাদের উদ্দেশ্য পূরণ হইল। মানুষ যারা শাহবাগ সম্পর্কে জানেনা বা কনফিউজড তারা আরো কনফিউজড হবে, ঘৃণা করবে।

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

মহাবিরক্ত বলেছেন: এটা ভাল একটা পয়েন্ট বলেছেন।
ধন্যবাদ।

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

আদম_ বলেছেন: "দৈনিক আলো-মতি" জিন্দাবাদ !!

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

মহাবিরক্ত বলেছেন: !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.