![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে খুব বেশি কিছু জানিনা আসলে... জানতে ইচ্ছে করে, আবার ভয়ও করে।। কি না কি অনভিপ্রেত সত্য বেরিয়ে পড়বে।। তাই চেষ্টা করিনা।।
এই দেশে সবাই ধর্ম ব্যবসায়ী।
রাস্তার ধারের ফকির থেকে শুরু করে রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে দিন মজুর, অনলাইন আক্টিভেস্ট থেকে শুরু করে গ্রাম্য হকার, কর্পোরেট এক্সিকিউটিভ থেকে ঝাড়ুদার সবাই ধর্ম ব্যবসাটা ভাল বোঝে।
শুধু ধরন একটু আলাদা এই,
রাজনীতিবিদরা হজ্জে যায়, মাঝে মাঝে মাথায় টুপি ওড়না পরে, ক্ষেত্র বিশেষ তসবিও দেখা যায়। আর ফকির বেচারা সরাসরি মানুষের কাছে আল্লার নাম করে হাত পাতে।
আজকে যখন রিকশাওয়ালা বলল 'মামা, পোলাডারে মান্দাসায় দিছি, খরচের টেকা যে ফাডামু হেইটাও নাই" মনে মনে বললাম বাহ! তুমিও ধর্ম ব্যবসার জন্য sister concern খুলে ফেলেছ?
কিন্তু কিছু বলিনি, যেই দেশে মানুষের নির্বাচিত নেতারা জনগনের আবেগ কেনার জন্য নগ্নভাবে ধর্মকে পুজি বানিয়ে বসে থাকে সেই দেশের সাধারন মানুষ একই পথে হাঁটবে এটাই সাভাবিক।
পরিবরতনটা মূল থেকে হওয়া উচিৎ।
অনেক কিছু দেখার বাকি আছে এখনও...।
হেফাজতও হেফাজত নয় জামাতও জামাত নয়।/ বাণিজ্যিক সুবিধারথে যে কেউ যে কোন সময় যে কাউকে বুকে টেনে নেবে।
শুধু দেখে যান। একটি স্বাধীন গনতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে বলার অধিকার না থাকতে পারে at list দেখার অধিকারতো আমাদের আছে।
অপেক্ষায় আছি, কোনদিন হয়ত নিউজ দেখব "অমুক দুর্নীতির চাক্ষুষ সাক্ষী হবার অপরাধে অমুককে গ্রেফতার করেছে পুলিশ" (সবই সম্ভব)
পুনশ্চ ১ : আমি নিজেও মাদ্রসায় পড়েছি। সুতারাং এখানে মাদ্রাশাকে হেও করার জন্যে আমার পোষ্ট নয়। আমি মাদ্রাসাকে মানুষ কিভাবে ব্যাবহার করে তা বোঝানোর জন্যই মাদ্রাসার উল্লেখ করেছি।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯
মহাবিরক্ত বলেছেন: সহমত। ধন্যবাদ
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২
দিশার বলেছেন: ধর্ম একটা বেবসা এখন পৃথিবী জোড়া। সুধু বাংলাদেশ য়ে না।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০০
মহাবিরক্ত বলেছেন: সহমত। ধন্যবাদ
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: sad but true!
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০০
মহাবিরক্ত বলেছেন: হুম.।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ভালো লিখেছেন।
এ বিষয়টি নিয়ে আমি পর্ব আকারে লিখছি। আপনাকে পড়ার আহবান জানাই
ভণ্ড ভণ্ড ভণ্ড (পর্ব-১)
Click This Link
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩
মহাবিরক্ত বলেছেন: আপনার লিখাটি পরলাম। আশা করি মন্তব্যও পেয়েছেন।
মন্তব্বের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১
এস বাসার বলেছেন: হ্যা,একদম সত্যি কথা বলেছেন।
যদিও একেকজনের লেবাশ একেক রকম।
সময় এবং সুযোগে প্রত্যেকের স্বরুপ প্রকাশিত হয়ে পড়ে।