নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিফতাহ আরিফ.......

নিজেকে সবসময় সর্বজ্ঞানী মনে হয় বলেই বুঝতে পারি যে আমি মস্ত বোকা অথবা মহামূর্খ।।

মহাবিরক্ত

নিজের সম্পর্কে খুব বেশি কিছু জানিনা আসলে... জানতে ইচ্ছে করে, আবার ভয়ও করে।। কি না কি অনভিপ্রেত সত্য বেরিয়ে পড়বে।। তাই চেষ্টা করিনা।।

মহাবিরক্ত › বিস্তারিত পোস্টঃ

সাভার দুর্ঘটনা পুরো জাতিকে মোটামুটি এক কাতারে নিয়ে এসেছে।শুধু এক কাতারে আসতে পারেনি 'আওয়ামীলীগ আর বিএনপি'

২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

সাভার দুর্ঘটনা পুরো জাতিকে মোটামুটি এক কাতারে নিয়ে এসেছে।

উদ্ধারকর্মে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে গণজাগরণ আর হেফাজত, শাহিনার মৃত্যুতে গলা জড়াজড়ি করে কাঁদতে দেখেছি ঘোর নাস্তিক আর মাথায় দাগ পড়া নামাজীকে, অসুস্থ মাদ্রাসার ছাত্রকে দেখেছি গণজাগরণের নারী ডাক্তারের শ্বশ্রূরা নিতে, গণজাগরণের অসুস্থ হয়ে পড়া উদ্ধারকরমির মাথায় যে ছেলেটা পানি ঢালছিল সে ছাত্র শিবিরের সক্রিও কর্মী, আঁটকে পড়া জীবিত কেউ উদ্ধার হওয়ার পর শাহবাগের সক্রিয় কর্মীকেও "আল্লাহু আকবার" বলতে দেখেছি আমি, দুদিন আগেও যে ছেলেটা শাহবাগ শুনলে ঘৃণা দৃষ্টিতে তাকাত তাকে Iresh ভাইয়ের দেওয়া "চেতনায় ৭১" লেখা গেঞ্জি পরতে দেখেছি, দেখেছি অসুস্থ শাহবাগিকে পাঁজাকোলা করে ফিল্ড হসপিটালে নিয়ে যাচ্ছে হেফাজতের হুজুর।



কেউ বলে নাই 'তুই নাস্তিক', কেউ বলে নাই 'তুই হেফাজত', কেউ বলে নাই 'তুই শিবির', কেউ বলে নাই 'তুই শাহবাগি'

সবাই একটা কথাই বলেছে "শেষ মানুষটা জীবিত থাকা পর্যন্ত আমরা ঘরে ফিরবনা"



শুধু এক কাতারে আসতে পারেনি 'আওয়ামীলীগ আর বিএনপি'

তারা নিজেদের স্বকীয়তাবোধ(!) বজায় রেখেছে।

নোংরা রাজনীতি করতেও ভোলেনি।



খোদার কসম!

এই দেশের মানুষ প্রতিটা ইস্যুতে যদি সাভারের মত ঐক্যবদ্ধ হতে পারে, দুনিয়ার কোন শক্তি নেই আমাদেরকে শোষণ করে, তুচ্ছ রাজনীতিবিদরাতো কোন ছার

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: খোদার কসম!
এই দেশের মানুষ প্রতিটা ইস্যুতে যদি সাভারের মত ঐক্যবদ্ধ হতে পারে, দুনিয়ার কোন শক্তি নেই আমাদেরকে শোষণ করে, তুচ্ছ রাজনীতিবিদরাতো কোন ছার....

++++

২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

মহাবিরক্ত বলেছেন: সহমত, ধন্যবাদ

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

সৌমেন্দ্র বলেছেন: BAL ও BNP এরা মানুষের রাজনিতি করে না করে দেশ কে নিয়ে ব্যবসা।

২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

মহাবিরক্ত বলেছেন: সহমত

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০১

ঢাকাবাসী বলেছেন: এত নীচু মানের রাজনৈতিক দল আম্লীগ বিম্পি জামাজাপা সব, যে সারা দুনিয়ায় এর উদাহরণ নেই। মাছের পঁচন শুরু হয় কোত্থেকে?

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪

মহাবিরক্ত বলেছেন: পচন শুরু হবার সময় এসে গেছে।
মন্তব্বের জন্যে ধন্যবাদ।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০২

নাওেয়দ বলেছেন: "প্রমিস্ড ল্যান্ড" ছবিটা দেখেন।

হেফাযত-শাহবাগ
আওয়ামী-বিএনপি

সব ফকফকা হয়ে যাবে।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫

মহাবিরক্ত বলেছেন: অবশ্যই দেখব, ডাউনলোড লিংকটা দিলে ভাল হয়।
ধন্যবাদ।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

ফারজানা শিরিন বলেছেন: উনারা এক কাতারে দাঁড়িয়ে ভাড়ামি করতাছে ।

০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মহাবিরক্ত বলেছেন: সহমত।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

কালবৈশাখীর ঝড় বলেছেন:
বাঙ্গালাদেশী হেফাজতিরা সৌদি, পাকি, আফগান তালেবানদের মত বর্বর না।

কারন বাংলাদেশ একটি মুক্ত সমাজ, মুক্ত অর্থনীতি, মুক্ত গনমাধ্যম, সংস্কৃতিমনা, উদার গনতান্ত্রীক দেশ। বিশ্বের কোন মুসলিমদেশের নাগরিকরা এত ব্যাপক ব্যক্তিস্বাধীনতা ভোগ করে না।
তালেবানরা শুধু মানুষ মারতে জানে কিন্তু আমাদের মুক্ত সমাজের তরুণ তালেবানরা মানুষকে বাঁচাতে জানে।

জয় তারুণ্য! জয় মানবতা! জয় বাংলা!

০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

মহাবিরক্ত বলেছেন: জয় তারুণ্য! জয় মানবতা! জয় বাংলা

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.