নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিফতাহ আরিফ.......

নিজেকে সবসময় সর্বজ্ঞানী মনে হয় বলেই বুঝতে পারি যে আমি মস্ত বোকা অথবা মহামূর্খ।।

মহাবিরক্ত

নিজের সম্পর্কে খুব বেশি কিছু জানিনা আসলে... জানতে ইচ্ছে করে, আবার ভয়ও করে।। কি না কি অনভিপ্রেত সত্য বেরিয়ে পড়বে।। তাই চেষ্টা করিনা।।

মহাবিরক্ত › বিস্তারিত পোস্টঃ

“মেয়েদের বুদ্ধি কম” এই কথা থেকে সরে আসতে বাধ্য হলাম। (একটি বিব্রতকর মজার অভিজ্ঞতা)

২৩ শে মে, ২০১৩ রাত ১০:১৮



গুলশান-১ এর সিলভার টাওয়ার এর সামনে সার্জেন্ট এর সিগন্যালের তোপে মটর চাইকেল থামাতে বাধ্য হলাম। ভয়ে আমার পায়জামা নস্ট হয় হয় অবস্থা। ভয় পাওয়ার কারন ছিল। মটর চাইকেল নিজেরনা, তার উপর আবার কাগজপত্র নাই, আমার পকেটে আছে মাত্র ২০০ টাকা, আজকালকার পুলিশ ২০০ টাকায় বুঝ মানার পাত্র না, সুতারাং পায়জামা যে নষ্ট হয়নাই এইটাই আশ্চর্য।

আমার পেছনে ছিল আফরিন,সুন্দরী রমণী দেখলে পুলিশের বীরত্বের জাহির বাড়বে এটাই স্বাভাবিক, আমার সার্জেন্টেরও maybe বাড়ার পথে ছিল, কিন্তু বাধা পড়ল আফরিনের কথায়। আমি আফরিন আর সার্জেন্ট এর কথোপকথন নিচে তুলে ধরলামঃ



আফরিনঃ আরে ইকবাল ভাই, কেমন আছেন?

সার্জেন্টঃ থতমত খেয়ে, জজী... ভাল, আপনে কেমন আছেন?? আমিতো ঠিক ... (থতমত আমিও খাইছি, এই মাইয়া সার্জেন্টরে চিনে ক্যামনে?)

আফরিনঃ আপনার বউতো এখন আর খবরি নেয়না, বিয়ের পরে সব বান্ধবিগোরে ভুলে গেছে, নাম্বার কি পাল্টাইছে?? আমি ট্রাই করছিলাম, বন্ধ পাই।

সার্জেন্টঃ ও, আপনে পারুর (বেচারা বউরে আদর কইরা পারু ডাকে সম্ভবত) ক্লাসমেট? লালমাটিয়া মহিলা কলেজ? (আমারতো অজ্ঞান হওনের দশা, এই মাইয়াত ঢাবিতে পড়ে)

আফরিনঃ আপনেও ভুলে গেলেন (কিঞ্চিৎ মুখ ফুলায়া), অবশ্য সেইযে নিউ মার্কেটে দেখা হইছিল তারপরেতো আপনাদের আর কোন খবরই নাই, বাসা কি পাল্টাইছেন নাকি এখনো আগের বাসায় আছেন?

সার্জেন্টঃ নিউ মার্কেটে দেখা হইছিল? ও ও মনে পড়ছে, না না বাসাতো পাল্টাইনাই, এখনো নিকেতনেই আছি, আপ্নারাত কেউ আসেনিনা, পারুতো প্রায় আপনাদের কথা বলে, আজকে না হয় চলেন, ভাইয়াও সাথে আছে(আমার দিকে তাকিয়ে মধুর হাসি)

আফরিনঃ আজকে না ভাই, আরেকদিন যাব, আজকে একটু তাড়া আছে। আপনে আমাকে পারুর নাম্বারটা দেন।(পার্টস থেকে মোবাইল বের হইল)

সারজেন্টঃ পারু শুনলে রাগ করবে, এত কাছে এসে চলে গেছেন, বাসায় জান নাই, ০১৭২৪******, ভাইয়া কোথায় আছেন? (আমার দিকে তাকিয়ে, হে মনে হয় আমারে আফরিনের জামাই টামাই ভাবছে, আমিতো লজ্জায় বেগুনি)

আমিঃ আমিতো আছি এই মানে...(আফ্রিনের গুতা)

আফরিনঃ ও আছে একটা চ্যানেলে...

সার্জেন্টঃ সাংবাদিক? হা হা, আপ্নারাতো আমাদের লোকই (আমিতো দোয়া কালাম পড়া শুরু করছি, কার্ড চাইলেত আমি শেষ, আফরিন বাচাইল)

আফরিনঃ আজকে তাইলে যাই হ্যাঁ, একটু তাড়া আছে...

সার্জেন্টঃ বাসায় আসবেন কিন্তু।

আফরিনঃ হাত নাড়ানাড়ি।



মহাখালি এসে থামলাম, আফরিনকে বললাম, আল্লায় বাচাইছে সার্জেন্ট তোমার বান্ধবির জামাই, নাইলে আইজকা মটর চাইকেল থানায় যাইত, btw তুমি লালমাটিয়া কলেজে কবে পড়তা??? উত্তরে সে বলল “তোরে কে কইছে হে আমার বান্ধবির হাসবেন্ড? আমিতো হের বুকে লেখা নাম দেইখা কইছি ইকবাল ভাই, তারপরেতো সব হেই কইছে, আমি খালি তাল মিলাইছি”

আমি আমতা আমতা করে বললাম “কইলাজে নিউ মার্কেটে দেখা হইছে? হে অস্বীকার করলেত ধরা খাইতাম”

আফরিনের উত্তর “পোলারা বিয়ার পরে বউরে লইয়া নিউ মার্কেট, চন্দ্রিমা, গাউচিয়া এগুলাতেই বেশি যায়, সস্তার খোঁজে, সো অস্বীকার করার প্রশ্নই আসেনা”



এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিলাম, মেয়েদের বুদ্ধি কম এই কথা কেউ বললে তাকে ডাইরেক্ট সার্জেন্ট ইকবালের নাম্বার দিয়ে দিব।

মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:২৩

একাকী বালক বলেছেন: হা হা হা। মাইয়াগো বুদ্ধি চরম ডেন্জারাস। আপনারে এক হাট থেকে কিনা আর এক হাটে বেইচা দিব। আপনি টেরও পাইবেন না। ভাববেন কই বেইচা তো দেয় নাই। =p~

২৩ শে মে, ২০১৩ রাত ১০:২৫

মহাবিরক্ত বলেছেন: কিছুটাতো টের পাইছিরে ভাই। B-)
ধন্যবাদ মন্তব্বের জন্যে।

২| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:২৪

বিবর্ণ সময় বলেছেন: =)) =)) =))

২৩ শে মে, ২০১৩ রাত ১০:২৬

মহাবিরক্ত বলেছেন: :P

৩| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:২৭

জহীরুল ইসলাম বলেছেন: ভাই আপনি কোন বাবার দোয়ায় যে আফরিন ভাবিরে পাইচেন...........?

২৩ শে মে, ২০১৩ রাত ১০:৩১

মহাবিরক্ত বলেছেন: আপ্নেতো আমারে আবার বেগুনি বানায়া দিলেন। :#>

ভাবি কই পাইলেন। হেতো আমার ফ্রেন্ড

৪| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:২৯

সিরাজুলইসলাম বলেছেন: কলা চিনেন ? কত রকমের কলা চিনেন ?

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৪৭

মহাবিরক্ত বলেছেন: কলাতে আমার এলারজি আছে। :P

৫| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:৩১

অনির্বান বলেছেন: আল্লায় আপনারে দিছে ভাই, সবাই পায় না!




আপুরে সালাম।

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৪৮

মহাবিরক্ত বলেছেন: হুম...। সালাম পাঠায়া দিছি... ধন্যবাদ।

৬| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:৪১

আরিফুর রহমান বাবুল বলেছেন: এই জন্যইতো ঘরে, বাইরে, দেশের ১২টা বাজতাছে.........

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৪৯

মহাবিরক্ত বলেছেন: :(

৭| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:৪৬

পিনিকবাজ বলেছেন: মইজ্যা গেলুম। =p~

''সুন্দরী রমণী দেখলে পুলিশের বীরত্বের জাহির বাড়বে এটাই স্বাভাবিক।'' B-))

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৪৯

মহাবিরক্ত বলেছেন: !:#P

৮| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:৪৯

ল্যাটিচুড বলেছেন: লন কইলাম মেয়েদের বুদ্ধি কম, অহন আপনার বান্ধবীর নাম্বার দেন দেখি =p~ =p~ :P

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫০

মহাবিরক্ত বলেছেন: ;)
দিলেন্ত বিপদে ফালায়া

৯| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:৫৫

কালোপরী বলেছেন: :D :D :D

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫১

মহাবিরক্ত বলেছেন: B-))

১০| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:০৮

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: বুদ্বিটা আরেকটু জালাই করে নেওয়া দরকার, কি বলেন?

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫২

মহাবিরক্ত বলেছেন: হুম.। সাজেসান এক্সেপ্টেড :)

১১| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:০৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অনির্বান বলেছেন: আল্লায় আপনারে দিছে ভাই, সবাই পায় না!


B-)) B-)) B-)) B-)) B-))

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫২

মহাবিরক্ত বলেছেন: :) :) :) :) :)

১২| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:১৪

আরিফুর রহমান বাবুল বলেছেন: ভাই গঠনাটা কিছু ভাবার বিষয়। করন, আপনার মটরসাইকেলের কাগজ পত্রনাই, আর এটা আপনারও না, এটাতো ঐ মেয়ের জানেনা।তাহলে, যখন সর্জেন্ট আপনাকে ডাকলো, তখন আগ বারিয়ে এই মেয়ে কেন ইকবাল ভাই বলে কথা বলা শুরু করলো? আসলন গঠনা কি??

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫৪

মহাবিরক্ত বলেছেন: আমার পিছনে বইয়া গুলশান যাইব, আর আমার গাড়ির কাহিনী জানবনা এইটা কেম্নে হয়????

১৩| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:২৩

খেয়া ঘাট বলেছেন: আফরিনঃ আপনার বউতো এখন আর খবরি নেয়না,

ইকবাল ভাই যদি অবিবাহিতো হতো?????

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫৫

মহাবিরক্ত বলেছেন: িন্তার বিষয়। এটাত ভাবি নাই।

১৪| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:৫৩

আন্ধার রাত বলেছেন:
আমিই সার্জেন্ট ইকবাল, দাঁড়া, অবৈধ বাইকের পিছনে বান্ধবী নিয়া ঘুরনের মজা দেখাইতাছি। X( আগে দেখুম বান্ধবীর লাইসেন্স আছে কিনা? :P নাকি সেটাও অবৈধ? ;)

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫৬

মহাবিরক্ত বলেছেন: :) :) :) :) :) :) =p~

ভাই মাপ কইরা দেন।

১৫| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:২৭

লিংকন১১৫ বলেছেন: আসলেই বুদ্ধি মতি মেয়ে

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫৬

মহাবিরক্ত বলেছেন: ধন্যবাদ। :)

১৬| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫৫

এন এফ এস বলেছেন: এটা তো নাটকের কাহিনি B:-) । আফরিন আপু মনে হয় অনেক নাটক দেখে :-B

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫৭

মহাবিরক্ত বলেছেন: নাটক করেও। মঞ্চ। :)

১৭| ২৪ শে মে, ২০১৩ রাত ১:১৬

ধানের চাষী বলেছেন: আপনের বান্ধবী কেমনে জানলো যে ঐ সার্জেন্ট বিবাহিত ? X(

২৪ শে মে, ২০১৩ রাত ২:৩৩

মহাবিরক্ত বলেছেন: আমি তারে জিগায়া আপনারে কমুনে। ধৈর্য ধরেন। তবে মাইয়ারা ক্যামনে জানি বুইঝা ফালায়। :( :(

১৮| ২৪ শে মে, ২০১৩ রাত ২:৪২

খেয়া ঘাট বলেছেন: লেখক বলেছেন: আমি তারে জিগায়া আপনারে কমুনে। ধৈর্য ধরেন। তবে মাইয়ারা ক্যামনে জানি বুইঝা ফালায়। --------------- আপনি বেশ রসিক পাবলিক। আমি হাসতেই আছি -এটা পড়ে।

২৫ শে মে, ২০১৩ রাত ২:০২

মহাবিরক্ত বলেছেন: রসিক না হইয়া উপায় নাইরে ভাই .। :!>

১৯| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:০৭

দাদুচাচা বলেছেন:
আপনার ফ্রেন্ডটাকে আমার বহুত দরকার।
কওন তো যায় না,
কহন, কোনহানে কামে লাগে।

২৫ শে মে, ২০১৩ রাত ২:০৩

মহাবিরক্ত বলেছেন: আগে দাদুচাচা থেকা ভাইনাতি হন, তারপরে চিন্তা করুম্নে। B:-/

২০| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবি কই পাইলেন। হেতো আমার ফ্রেন্ড!!!

আর দেরী কইরেন না। ভাবী বানায় ফালান :P জীবনের বহুত ঝড় ঝাপটা সামলাইতে পারব! :D

অ:ট: বাট সে নিজে যে ঝামেলা করব, তার জন্য কর্তপক্ষ দায়ী থাকিবে না। নিজ দায়িত্বে সামলাইতে হইবে =p~ =p~ =p~ =p~

২৫ শে মে, ২০১৩ রাত ২:০৬

মহাবিরক্ত বলেছেন: আপনার উত্তর

বুইঝা লন।

২১| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৭

বটের ফল বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫ শে মে, ২০১৩ রাত ২:০৬

মহাবিরক্ত বলেছেন: B-) B-) B-) B-) B-) B-)

২২| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৫৯

পরিযায়ী বলেছেন: ভাই ঘন ঘন ব্রেক চাইপেন্না আবার। B:-) B:-)

২৫ শে মে, ২০১৩ রাত ২:০৭

মহাবিরক্ত বলেছেন: নাউজুবিল্লাহ। :|| :#> :!>

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

জাহিদ ২০১০ বলেছেন: পরিযায়ী বলেছেন: ভাই ঘন ঘন ব্রেক চাইপেন্না আবার। B:-) B:-)

দিলেন তো ইজ্জতের ফালুদা বানাইয়া।

থাক আপনে বেশি বেশি কইরা ব্রেক চাইপেন আমরা দেখুম না। প্রমিজ।

সবাই চোখ বন্ধ করেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

মহাবিরক্ত বলেছেন: :> :P :|

২৪| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৫

মহাবিরক্ত বলেছেন: :P :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.