![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে খুব বেশি কিছু জানিনা আসলে... জানতে ইচ্ছে করে, আবার ভয়ও করে।। কি না কি অনভিপ্রেত সত্য বেরিয়ে পড়বে।। তাই চেষ্টা করিনা।।
গত বছরের শেষের দিকের কথা, প্রজেক্টের কাজে গ্রামের এক প্রাথমিক বিদ্যালয় ভিজিটে গিয়েছিলাম। টপিক ছিল শিশু মনোবিজ্ঞান বিষয়ক কিছু তথ্য সংগ্রহ। প্রথম দিন কাজ না হলেও দ্বিতীয় দিন অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম।
জাতীয় সংগীত গাইবার সময় দেখলাম পিচ্চি একটা মেয়ের চোখে পানি, কান্নার চোটে বেচারির গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছেনা। আমি অবাক, বাচ্চা একটা মেয়ের ভিতর এত দেশপ্রেম!!! আমার সঙ্গিনীর ভাষ্য ছিল “সম্ভবত বাড়িতে কোন ঝামেলার কারনে কাঁদছে” আমি খবর নিয়ে সরাসরি তাঁর বাড়িতে চলে গেলাম। বাবা-মার কথা থেকে বুঝলাম মেয়ে ছোট বেলা থেকেই দেশপ্রেমিক টাইপের, দেশের গান শুনলেই চোখে পানি চলে আসে, এইবার আমার চোখে পানি আশার পালা। আমি শক্ত মানুষ, সহজে চোখে পানি আসেনা। বাচ্চার দেশপ্রেমের কথা শুনে নয়, অসম্ভব সুন্দর একটা ভবিষ্যৎ বাঙ্গালী জাতির কল্পনা করে।
আমার কাছে হটাত মনে হল বাহ! যেই দেশের বাচ্চা একটা মেয়ের মধ্যে এত দেশপ্রেম সেই দেশের কোন চিন্তা নেই।
আমি হলফ করে বলতে পারি এই দেশের প্রত্যেকটা মানুষের দেশপ্রেমই ওই বাচ্চামেয়ের চেয়ে বেশি না হলেও কম নয়। শুধু প্রকাশ করার ক্ষমতাটা কোথায় জানি আটকে আছে। কোন ভাবে জটটা খুলে দিলেই হবে। এই দেশ হবে পৃথিবীর অন্যতম সুখি সমৃদ্ধ একটা দেশ। জাস্ট একটু চেস্টা করুন, আসুন সবাই মিলে একটু চেস্টা করি। আমরা চেস্টা করলে হবেনা আমি এটা বিশ্বাস করিনা। আমরা মাঠে নামলে বিশ্ববিদ্যালয়ে, রাস্তায়, রাজনীতিতে, দুই নেত্রীর সম্পর্কে কোথাও জট থাকবেনা।
আসুন নেমে পড়ি। আমরাইতো বাংলাদেশ
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫২
মহাবিরক্ত বলেছেন: হুম ভাই, টানটা ছড়িয়ে দেওয়া দরকার
২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা ব্যাপার!!
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫২
মহাবিরক্ত বলেছেন: হুম
৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০
আমিনুর রহমান বলেছেন:
আমার নিজের চোখে পানি চলে আসলো মেয়েটার দেশ প্রেমের কথা শুনে।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭
মহাবিরক্ত বলেছেন: এরাই আমাদেরকে ভবিষ্যৎ বাংলাদেশের পথ দেখাবে ভাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩
বিশ্বাস করি 1971-এ বলেছেন: প্রাণের টান.. দেশের টান....