![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগো
মিলন হোসেন মিটু
মাগো আমি তোমায় ছেড়ে
আছি অনেক দূরে.
প্রতিখনে মাগো শুধূ
তোমায় মনে পড়ে.
কতদিন দেখি না মাগো,
তোমার হাসি মাখা মুখ.
হ্রদয়তে নাইকো আমার
একটু খানি সুখ.
পাইনা মাগো স্নেহ মাখা,
তোমার হাতের আদর.
তাইতো আমি বুঝেছি মাগো,
তোমার কত কদর.
ঋনি আমি সারা জীবন,
মাগো তোমার কাছে.
বলবো আমি সবার কাছে,
মাগো সবার সেরা.
তুমিই আমার এই জীবনে
আকাশ ভরা তারা.
©somewhere in net ltd.