নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিলন রায়

আমি মিলন রায় আমি রংপুরের ছেলে আমি কিছু এই সংবাদ মধ্যমে তুলে ধরতে চাই যেমন পথ শিশুর, নারীনির্যাতন, খেলাধুলা, সমাজিক কর্মকান্ড ইত্যাদি ধন্যবাদ

মিলন রায় › বিস্তারিত পোস্টঃ

গণধর্ষিতা কিশোরীকে জীবন্ত পুড়িয়ে মারল ধর্ষক কাকা

১১ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৪

মাসের পর মাস চলেছে গণধর্ষণ। মোবাইলে ধর্ষণের সেই MMS তুলে, তা প্রকাশ করে দেওয়ার হুমকি দিত ধর্ষকরা। আর সেই ভয়ে প্রতিবার ধর্ষকদের নৃশংস অত্যাচার মুখ বুজে সহ্য করত বছর ১৫-র মেয়েটি। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল। ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিল মেয়েটি। পারেনি। ছোট্ট মেয়েটির প্রতিরোধ মেনে নেয়নি তার ধর্ষক কাকা। নিজের স্ত্রীর সামনেই আবার ধর্ষণ করে, মেয়েটিকে জ্যান্ত পুড়িয়ে মারল সে।
নৃশংস এই ঘটনার সাক্ষী গ্রেটার নয়ডা। NCR শহরের বনওয়ারিপুর গ্রাম থেকে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ১৫ বছর বয়সি ওই মেয়েটিকে গত আট মাস ধরে ধর্ষণ করে আসছে তার কাকা ও তার দুই প্রতিবেশী। ধর্ষণের সময় সেই ছবি ভিডিও করে রেখেছিল তারা। প্রতিবার ধর্ষণের সময় ধর্ষকরা মেয়েটিকে হুমকি দিত, কাউকে কিছু বললেই সেই MMS সবাইকে দেখিয়ে দেবে। কলঙ্কিত হওয়ার ভয়ে, চুপচাপ বারবার অত্যাচারের বলি হয়েছে মেয়েটি।
শনিবার ফের মেয়েটিকে নিজের বাড়িতে ডাকে তার কাকা লোকেশ। আবারও ধর্ষণ করতে গেলে বাধা দেয় মেয়েটি। তাতে আরও রেগে গিয়ে, নিজের স্ত্রীর সামনেই মেয়েটিকে আবার ধর্ষণ করে লোকেশ। এরপর মেয়েটির গায়ে কেরোসিন ঢেলে তাকে জীবন্ত জ্বালিয়ে দেয় তার কাকা ও কাকিমা। এলাকার মানুষ চিৎকার শুনে ছুটে এলেও, শেষরক্ষা হয়নি। হাসপাতালে মৃত্যু হয় মেয়েটির। মৃত্যুর আগে শেষ বয়ানে সে পুলিশকে সব বলে গেছে। তারই ভিত্তিতে মেয়েটির কাকা, কাকিমা ও তাদের দুই প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্র: এই সময়

- See more at: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.