![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজারহাটে ব্র্যাকের সহায়তায় অর্থ ফেরতরাজারহাট (কুড়িগ্রাম), ১৫ মে, এবিনিউজ : কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রের যৌথ উদ্যোগে বিদেশ গমনে প্রতারিত হয়ে অর্থ ফেরত পেলেন উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন মৌজার মৃত আছির উদ্দিনের পুত্র মোঃ আশরাফ আলী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোঃ আশরাফ আলী কাতার যাওয়ার জন্য উপজেলার সদর ইউনিয়নের তালতলা গ্রামের সুনীল চন্দ্র অধিকারীকে ৩ লাখ দেন, কিন্তুু সুনীল চন্দ্র অধিকারী সঠিক কাগজ পত্র না দিয়েই আশরাফ আলীকে কাতারে পাঠান। আশরাফ আলীর কাছে সঠিক কাগজপত্র না থাকায় কাতার বিমান বন্দর গিয়ে সেখান থেকে দেশে ফেরত আসে। পরে আশরাফ আলী সুনীল চন্দ্র অধিকারীর কাছে টাকা ফেরত চাইলে সুনীল চন্দ্র অধিকারী তা দিতে অস্বীকার করে। প্রতারিত আশরাফ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পরামর্শে ও সহযোগীতায় গত ০৫/০৫/১৫ ইং ব্র্যাক রাজারহাট আইন সহায়তা কেন্দ্রে একটি অভিযোগ দাখিল করেন। যার অভিযোগ নংÑ২২/১৫ এবং নিবন্ধন নংÑ৫৩২। আশরাফ আলীর অভিযোগের প্রেক্ষিতে সুনিল চন্দ্র অধিকারীকে প্রথম দফায় নোটিশ পাঠানো হয়। নোটিশ পেয়ে সুনিল চন্দ্র অধিকারী ব্র্যাকের অতীতের মামলার কার্যকারিতার সুনাম ও নতুন মাইগ্রেশন আইনে দ্রুত বিচার ও শাস্তির ভয়ে স¤প্রতি এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিযে ২ লাখ ৪৫ হাজার টাকা ফেরত দেন। ভুক্তভোগী আশরাফ আলী টাকা পেয়ে ব্র্যাকের কাছে চোখের পানি ফেলে বলেন, এ রকম বিচারের ব্যবস্থা থাকলে আমার মতো আর কাউকে কেউ প্রতারিত করতে পারবে না।
২| ১৭ ই মে, ২০১৫ সকাল ১১:৩৫
মিলন রায় বলেছেন: নতুন মানুষ আমাকে রেপট করা একটু শেখান
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৫ সকাল ১১:০৯
টি-ভাইরাস বলেছেন: কপি পেস্ট করে পোস্ট করলে কি ব্লগ হয়ে যায় নাকি