নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেকিঘর

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

মিলটন

আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।

মিলটন › বিস্তারিত পোস্টঃ

কে বলবেন? ভারত আমাদের বন্ধু প্রতীম দেশ?

১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৮

কে বলবেন? ভারত আমাদের বন্ধু প্রতীম দেশ?



কে বলবেন?



মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:২২

মো আব্দুল করিম বলেছেন:
আর কেউ না বললেও ভারতের বস্তা ভর্তি টাকা আর ট্রাক ভর্তি পরামর্শ ও ভারতের প্রত্যক্ষ ,মদদে ক্ষমতায় আসা হাসিনা ও তার 'পা চাটা' কিছু বুদ্ধিজীবি, কিছু উপদেষ্টা ও এদেশে জন্মগ্রহণকারী ভারতীয় পেতাত্মারা বলবে যে, 'ভারত আমাদের বন্ধু প্রতীম দেশ।'

১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩০

মিলটন বলেছেন: যে মানুষের ভিতরে নুন্যতম দেশপ্রেম আছে সে অন্ততঃ স্বাধীনতার ৪০ বছর পরে এসে বাংলাদেশ প্রশ্নে ভারতের কর্মকান্ড দেখে, স্বীকার করবেনা যে ভারত আমাদের বন্ধু প্রতীম রাষ্ট্র।

২| ১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৮

ডেভিড বলেছেন: রাষ্ট্র ভারত বন্ধুপ্রতীম না হলেও ভারতীয় জনগণ আমাদেরও চেয়েও বেশি মানবিক। এবং এ কারণেই তারা নিজ দেশের সৈন্যদের দ্বারা বর্বরতা মেনে নিতে পারেনি বিধায় টিভিতে প্রকাশ করেছে। এই ভিডিও বাংলাদেশের মিডিয়ার হাতে আগে আসলেও কোনদিন কি তা প্রকাশ করতো?

১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৪

মিলটন বলেছেন: এতটুকু মানতে আমি মোটেই রাজি নই যে ভারতীয়রা বাংলাদেশের জন্য কিছুটা হলেও মানবিক। কারণ আজ যে ভিডিও প্রকাশ হয়েছে, সে বিষয়ে নিশ্চিত থাকুন যে, আমাদের প্রতি তাদের কৃত অপরাধের পরিমানে এই ভিডিওটা প্রকাশ "পর্বতের মুসিক প্রসব" মাত্র।

আর কেন এই ভিডিও প্রকাশ পেয়েছে সেটার কারণ বের করতে গেলে হয়ত আরো কিছু বের হয়ে আসবে।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫১

এম আই টু বলেছেন: এই ভিডিও বাংলাদেশের কোন মিডিয়াতে আগে প্রচার করলে ঐদিনই ঐ চ্যানেল বন্ধ ঘোষনা করতো দেশে গন্ডগোল লাগানোর অভিযোগে /:) /:) /:) ভাড়ত বিরোধী কোন কথা শুনতে নারাজ হাসিনা সরকার X( X( X(

১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:১১

মিলটন বলেছেন: জ্বি

৪| ১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৭

কাঙ্গাল মুরশিদ বলেছেন: আমাদের সরকারের বহু রথী-মহারথী প্রতিনিয়তই বলছেন ভারত আমাদের অকৃত্রিম বন্ধু - তার পরও আপনি এই প্রশ্ন করছেন? তাহলে কি সরকারের এত এত প্রচার প্রচারণা সব ব্যার্থ??

১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৬

মিলটন বলেছেন: না না আসলে আমরাই ব্যর্থ।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৫

পরিযায়ী বলেছেন: ইন্ডিয়া শুধু মাত্র শেখ হাসিনার বন্ধু।

১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৭

মিলটন বলেছেন: কিছুই কওয়ার নাই। দুসকিত।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫৩

মুখ ও মুখোশ বলেছেন:


ভারত আমাদের বন্ধু প্রতীম রাষ্ট্র!!! যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য নিশ্চয় বিএসএফ এই ঘটনা ঘটাইছে.............. =p~ =p~ =p~ =p~




ভারতপ্রেমের আসক্তি
খুন হচ্ছে ফেলানী

ভারতের প্রতিদান
তিতাসের বলিধান

পরকীয়ার আধিক্যতা
বিপন্ন আমার স্বাধীনতা

ভাদা ভাকু সাবধান
হবে এবার তিরোধান


১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৭

মিলটন বলেছেন: পাদা ভাদা ভাকুর সব নিপাত যাক

৭| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০১

বহুভুজ বলেছেন: ওয়াক থু: ঐ বন্ধুরাষ্ট্রের মুখে পেচ্চাব করি। সেই মুতের ভাগ এদেশীয় ভাদাদেরও দিলাম।

১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৯

মিলটন বলেছেন: ঠিক

৮| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৩

গুপ্তঘাতক007 বলেছেন: আপ্নারাও না! ভারত বলেতো ভিডিওটা প্রকাশ কর্সে,এমুন মহানুবতা কয়জন দেখায় তার্পরেও বন্ধু বৈলা স্বীকার কর্বেন না! বন্ধুত্বের আর কত পরীক্ষা দিতে হৈব ভারতকে বলেন? #:-S

১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:১৯

মিলটন বলেছেন: আসলেই....

৯| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৪

জুল ভার্ন বলেছেন:
শেখ হাসিনা দেশের বন্ধু-সেই দেশ/সেই দেশের কোনো কিছুই বাংলাদেশ বান্ধব হবে তেমন প্রত্যাশা করারটাই নিরেট বোকামী। ওরা বাংলাদেশীদের উপ্র অমন নির্দয় হতে সাহস পায় আমাদের নতজানূ পরাস্ট্র নীতির কারনে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে দৃষ্টি দিলে অবাক হতে হয় এই ভেবে যে, এই মহিলাকে পর রাস্ট্র মন্ত্রী বানালেন কোন গুণে। খবরে প্রকাশ, দীপু মনি ১০২ বার বিদেশে গেছেন। তিনি ১৭ মাস বিদেশে কাটিয়েছেন। বাস্তবতা হচ্ছে, এসব ভ্রমণ পররাষ্ট্রনীতি ও স্বদেশের স্বার্থ রক্ষায় কোনো ভূমিকা নিতে পারেনি। বরং তার untutored diplomatic skill দেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি কনফারেন্সে, সেমিনারে যোগ দেন; যার সঙ্গে দেশের পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নেই। তাই প্রশ্ন উঠেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কে চালায়? সবচেয়ে আশ্বর্যজনক ঘটনা ঘটল টিপাইমুখ বাঁধ নিয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয় যা বলে, পানিসম্পদ মন্ত্রণালয় তার বিপরীত কথা উচ্চারণ করে। একজন বলেন, এটা ভারতের ঘরোয়া ব্যাপার। অন্যজন বলেন, এ সমস্যা নিয়ে জাতিসংঘে যাওয়া উচিত। আরেকজন বলেন, ভারত আমাদের বন্ধু, আমাদের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। তিস্তা চুক্তি না হওয়ায় ভারতের প্রকৃত চরিত্র বোঝা গেছে। টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রমাণ করে দিল ভারতের কাছে কত অসহায় বাংলাদেশ।

একতরফা প্রেম হয় না। এ বোধও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেই। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাঁর দুজন উপদেষ্টাকে ভারতে পাঠিয়েছেন। তারা অশ্বডিম্ব নিয়ে ফিরে এসেছেন। তারপরেও বাগড়ম্বরতা কমেনি-"ভাতর আমাদের বন্ধু রাস্ট্র"!

কিচ্ছু করার নেই! কিচ্ছু বলার নেই। মনে মনে শুধু আউড়াবো জন মিল্টনের কবিতার এই লাইনটি-"Death is the golden key that opens the palace of Eternity.” :(

১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২০

মিলটন বলেছেন: কিন্তু এভাবে আর কত দিন? দেশের মানুষের কি বোধদয় হবে না?

১০| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৫

জুল ভার্ন বলেছেন: শেখ হাসিনা যেদেশের বন্ধু-সেই দেশ/সেই দেশের কোনো কিছুই বাংলাদেশ বান্ধব হবে তেমন প্রত্যাশা করারটাই নিরেট বোকামী। ওরা বাংলাদেশীদের উপ্র অমন নির্দয় হতে সাহস পায় আমাদের নতজানূ পরাস্ট্র নীতির কারনে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে দৃষ্টি দিলে অবাক হতে হয় এই ভেবে যে, এই মহিলাকে পর রাস্ট্র মন্ত্রী বানালেন কোন গুণে। খবরে প্রকাশ, দীপু মনি ১০২ বার বিদেশে গেছেন। তিনি ১৭ মাস বিদেশে কাটিয়েছেন। বাস্তবতা হচ্ছে, এসব ভ্রমণ পররাষ্ট্রনীতি ও স্বদেশের স্বার্থ রক্ষায় কোনো ভূমিকা নিতে পারেনি। বরং তার untutored diplomatic skill দেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি কনফারেন্সে, সেমিনারে যোগ দেন; যার সঙ্গে দেশের পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নেই। তাই প্রশ্ন উঠেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কে চালায়? সবচেয়ে আশ্বর্যজনক ঘটনা ঘটল টিপাইমুখ বাঁধ নিয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয় যা বলে, পানিসম্পদ মন্ত্রণালয় তার বিপরীত কথা উচ্চারণ করে। একজন বলেন, এটা ভারতের ঘরোয়া ব্যাপার। অন্যজন বলেন, এ সমস্যা নিয়ে জাতিসংঘে যাওয়া উচিত। আরেকজন বলেন, ভারত আমাদের বন্ধু, আমাদের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। তিস্তা চুক্তি না হওয়ায় ভারতের প্রকৃত চরিত্র বোঝা গেছে। টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রমাণ করে দিল ভারতের কাছে কত অসহায় বাংলাদেশ।

একতরফা প্রেম হয় না। এ বোধও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেই। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাঁর দুজন উপদেষ্টাকে ভারতে পাঠিয়েছেন। তারা অশ্বডিম্ব নিয়ে ফিরে এসেছেন। তারপরেও বাগড়ম্বরতা কমেনি-"ভাতর আমাদের বন্ধু রাস্ট্র"!

কিচ্ছু করার নেই! কিচ্ছু বলার নেই। মনে মনে শুধু আউড়াবো জন মিল্টনের কবিতার এই লাইনটি-"Death is the golden key that opens the palace of Eternity.” :(

১১| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৩

একলা বগ বলেছেন: মো আব্দুল করিম বলেছেন:
আর কেউ না বললেও ভারতের বস্তা ভর্তি টাকা আর ট্রাক ভর্তি পরামর্শ ও ভারতের প্রত্যক্ষ ,মদদে ক্ষমতায় আসা হাসিনা ও তার 'পা চাটা' কিছু বুদ্ধিজীবি, কিছু উপদেষ্টা ও এদেশে জন্মগ্রহণকারী ভারতীয় পেতাত্মারা বলবে যে, 'ভারত আমাদের বন্ধু প্রতীম দেশ।'

১২| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৪

সারথী মন বলেছেন: মো আব্দুল করিম বলেছেন:
আর কেউ না বললেও ভারতের বস্তা ভর্তি টাকা আর ট্রাক ভর্তি পরামর্শ ও ভারতের প্রত্যক্ষ ,মদদে ক্ষমতায় আসা হাসিনা ও তার 'পা চাটা' কিছু বুদ্ধিজীবি, কিছু উপদেষ্টা ও এদেশে জন্মগ্রহণকারী ভারতীয় পেতাত্মারা বলবে যে, 'ভারত আমাদের বন্ধু প্রতীম দেশ।' -আমি কিন্তু কিছু বলিনাই।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৩

নিঃসংগ যোদ্ধা বলেছেন: ওয়াক থু: ঐ বন্ধুরাষ্ট্রের মুখে পেচ্চাব করি। সেই মুতের ভাগ এদেশীয় ভাদাদেরও দিলাম। ভাদা সর্দারের মুখে এক খাব্লা গুও দিলাম।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৯

তাসবীর আহমাদ বলেছেন: শুয়োরের বাচ্চারা হইল আমাদের রাক্ষুইশ্যা বন্ধু।

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৫

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: এই ব্লগেই অনেকে আছে,
খুঁজলেই পাবেন,তারা এখনও বলবে,ভারতমাতাকি জয়!!!! X(

১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৯

মিলটন বলেছেন: কই তারা কই?

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৯

মিলটন বলেছেন: পুরো ভিডিও এর লিংক

http://www.youtube.com/watch?v=CPDXmhZHP_8

১৭| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:৪৪

কাউন্সেলর বলেছেন: পাদা ভাদা ভাকুর সব নিপাত যাক।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২৬

আবু সালেহ বলেছেন: এখনও অনেকে আছে যারা ভারতপ্রীতিতে নিজেদের সন্তুষ্ট রাখতে পছন্দ করে........

ভাইজান......ফেইসবুক এ এ্যাড করেন.......Abu Shaleh এই নামে....

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩০

মিলটন বলেছেন: রিকোয়েষ্ট রিসিভ করেন।

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৩

আবু সালেহ বলেছেন: জ্বি কাজ হয়ে গেছে..... :D ;)

২০| ৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৯

অদম্য১২৩৪ বলেছেন: ভাদা ছাড়া কেউ বলার কথা না

৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৪

মিলটন বলেছেন: ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.