![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।
গত ৩রা মার্চ আমার বাবার সৌদি আরব থেকে ছুটিতে বাংলাদেশের আসার কথা ছিল। কত কিছু প্রস্তুতি নিয়েছিলাম আমরা পরিবারের সবাই। কত পরিকল্পনা আরও কত কিছু। সৌদি আবর টাইম ভোর ৩টায় বিমান ছাড়ার কথা ছিল। উনি উনার সব পাসপোর্ট ভিসা আর লাগেজ নিয়ে উপস্থিত হয়েছিলেন রিয়াদ এয়ারপোর্টে। সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল বিমানে উঠার প্রস্তুতি। উনার মনে কত আনন্দ। দীর্ঘ প্রায় ১৪ মাস পরে দেশে আসছিলেন। লাগেজ আগেই নিয়ম অনুসারে ট্যাগিং হয়ে যায়। ইমিগ্রেশন পার হওয়ার সময় ধরা পড়ে একটা মারাত্বক ভুল উনার ভিসাতে। সম্প্রতি উনি ডিজিটাল পাসপোর্ট করেছিলেন। সেই পাসপোর্টের সাথেই ছিল উনার পুরাতন পাসপোর্ট। উনার ভিসাতে নতুন পাসপোর্টের জায়গায় পুরাতন পাসপোর্টের নাম্বার প্রিন্ট হয়েছিল ভুলবশতঃ। (ভুলটা ছিল উনার হাসপাতালের। উনি একজন চিকিৎসক ছিলেন দীর্ঘ ১৬ বছর যাবত সৌদিতে কাজ করছেন)।
উনাকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেয়া হয়। বলা হয় ওমুক অফিস থেকে ঠিক করে নিয়ে আসেন তবে পরবতী ফ্লাইটে আবার ঢাকা যেতে পারবেন। উনি খুবই নরম হৃদয়ের মানুষ ছিলেন। এয়ারপোর্টের এমাথা থেকে ওমাথা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন যদি কোনভাবে ঠিক করা যায় যদি কাউকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক করা যায়। কিন্তু পারলেন না। কারণ সৌদিআরবের নিয়ম কানুন কেমন তা যারা সৌদিআরবে যান বা থাকেন তারাই জানেন।
এয়ারপোর্ট থেকে বাংলাদেশ সময় সকাল সাতটায় আমাকে ফোন করে বললেন সব আর বললেন খুব কষ্ট নিয়ে, “বাবা আমার বোধহয় আর দেশে যাওয়া হলো না।” (কথাটা শুনেই আমার মনটা মোচড় দিয়ে উঠেছিলে যদিও তাকে বুঝতে দেইনি) কিন্তু ততক্ষণে উনার সব লাগেজ নিয়ে বিমান উড়াল দিয়েছে বাংলাদেশের পথে। উনি এটাও জানতেন না। বসে ছিলেন লাগেজ ফেরত পাওয়ার জন্য। পরে অবশ্য জানতে পারেন। তারপর অফিসের গাড়িতে করে রওনা দিয়ে পৌঁছালেন উনার কর্মস্থলে। ভীষন মানসিক ভাবে ভেঙ্গে পড়েন উনি। যদিও কোম্পানী দুঃখ প্রকাশ করে ২/১ দিনের মধ্যেই সব ঠিক করে দিবেন বলেন আশ্বস্ত করেছিলেন। সেই মত কাজও শুরু হয়ে গিয়েছিল ভুলটা সংশোধন করার কিন্তু উনার মন মানেনি। উনি উনার রুমে চলে যান এবং বিশ্রাম নেন। সারাদিন কয়েকবার আমাদের সাথে ফোনেও যোগাযোগ হয়। রাতে স্কাইপেতে ভিডিও ফোন হয় প্রতিদিনের মত। বলেন, “আমার মনটা খুব খারাপ আর শরীরটাও ভালো লাগছে না।” আমরা তাকে সাহস দেই। ধৈর্য্য ধরতে বলি।
পরেরদিন অর্থাৎ ৪ঠা মার্চ সকাল থেকে ফোনে কোন কথা হয়নি আর উনিও করেননি। উনার শরীর খারাপ লাগায় উনি ওনার চেম্বারে যান এবং অন্য ডাক্তার কলিগদের সাথে অসুস্থতা নিয়ে আলাপ করেন। তখন তারা তাকে ঐ ক্লিনিকেই ভর্তি করে নেন। পরে অবস্থা একটু খারাপ হলে পাশের আরেকটা ক্লিনিকে স্থানান্তরিত করেন উনার কলিগেরা। সেখানে ধরা পড়ে হার্টে মাইল্ড ষ্টোক করেছেন ডিপ্রেশন থেকে। আইসিইউতে নেয়া হয়। খবর দেয়া হয় আমার খালুকে যিনিও ঐ রিয়াদে আরেকটি হাসপাতালের ডাক্তার। ছুটে যান তিনি সেখানে। তারপর একটু সুস্থ্যবোধ করলে বাসায় আম্মাকে ফোন করে বললেন যে, “একটু এসিডিটির পেইন হচ্ছে”। কিন্তু এরপর আমি কয়েকবার অফিস থেকে ফোন দিয়ে উনাকে পাইনি। মোবাইলে রিং হয় কিন্তু রিসিভ করে না। দুঃচিন্তায় পড়ে যাই। তারপর হঠাৎ বিকাল ৩.১৫ মিনিটে অর্থাৎ সৌদি টাইম ১২.১৫ মিনিটে আমার মোবাইলে উনি ফোন করে বলেলেন, “বাবা আমি এখন ভালো আমার খুব ভালো লাগছে। আমি আইসিইউ থেকে কথা বলছি আস্তে আস্তে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছে। সিষ্টার আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়েছে। আমি খুব রিকোয়েষ্ট করে ফোনটা নিয়েছি। তুমি অফিসে খেয়েছো বাবা? আমার খুব ক্ষুধা লেগেছে। ওরা আমাকে ভাত, তরকারি আর ডাল দিয়েছে আমি এখন খাবো বাবা।” এছাড়াও উনি বললেন উনার রুমের কোথায় কি কি মূল্যবান জিনিসপত্র রেখেছেন। আর বললেন এটা তোমার খালুকে বলে দিও। বাবা ভালো থাকো। অফিস করো। (মাঝখানে আমি বললাম তুমি আমাকে ফোন না দিয়ে চুপ করে এসএমএস দিও। আমিও এসএমএস দিবো। তাহলে কেউ জানতে পারবেনা।) উনি বললেন, “ঠিকআছে বাবা তুমি ভালো থাকো আমি বাসায় একটু ফোন করে সবার সাথে কথা বলি।” ফোন রেখে দিলো আমার সাথে কথা হলো চার মিনিট পনের সেকেন্ড। তারপর বাসায় ফোন করে সবার সাথে কথা বলেছেন। আহা......., ওটাই আমার বাবার সাথে আমার শেষ কথা। আমি কত দুর্ভাগা আমি বুঝতে পারলাম না। কিন্তু উনি ঠিকই বুঝলেন যে উনি চলে যাবেন।
এরপর অফিস থেকে বাসায় ফিরি। কেন যেন বাসায় ফেরার পথে রাস্তায় বার বার মনে হচ্ছিল আল্লাহ আমাকে তুলে নিয়ে আমার বাবাকে সুস্থ্য করে দিক। যথারীতি বাসায় আসি কিছুক্ষণ পরে দেখি সব আত্মীয় স্বজন বাসায় ভীড় করছে। অনেক ঘটনা আর তাদের আমতা আমতা কথাবার্তায় জানতে পারলাম সৌদি টাইম বেলা ২.৩০ মিনিটে বাংলাদেশে টাইম বিকাল ৫.৩০ মিনিটে বাবা আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
পরদিন ৫ই মার্চ শুধুই চিন্তাভাবনা উনাকে বাংলাদেশে আনা হবে নাকি ওখানেই দাফন করা হবে। আম্মা বললেন, “বাবা বলে গিয়েছিলেন যদি কর্মরত অবস্থায় সৌদী আরবেই উনার মৃত্যু হয় তবে যেন ওখানেই উনাকে দাফন করা হয়।” আমাদের ভাইবোনদের মন মানেনা আমরা বাবাকে কাছে পেতে চাই। যেকোন একটি জন্যই অনেক কাগজের লেনদেন করতে হবে বাংলাদেশ থেকে সেটাও সময় সাপেক্ষের ব্যাপার। ওদিকে আমার বাবা ঘুমিয়ে আছেন হিমঘরের ড্রয়ারে।
তারপর সিদ্ধান্ত নেই আমার বাবার ইচ্ছা অনুয়াযীই উনাকে সৌদি আরবেই দাফন করা হবে। ওখানে দাফন করতে হলেও তার হাসপাতাল এবং এম্বাসীতে কাগজ পাঠাতে হবে ফ্যাক্স করে কাউকে অথারাইজেশন দিয়ে। সময় পার হয় আমরা এদিক ওদিক ছুটাছুটি করি কাগজ পত্র তৈরী করার জন্য। এখান থেকে ওখানে ঘুরি। কাজ হয় না। শেষে নোটারী পাবলিক করে এফিডেফিট করে কাগজ ফ্যাক্স করা হলো। কাগজও পাঠালাম কিন্তু তার আগেই আল্লাহর রহমতে সব ভাবে জট খুলে গেলো।
হাসপাতাল কর্তৃপক্ষ, সৌদী সরকার এবং রিয়াদ থানা মৃতদেহর ক্লিয়ারেন্স দিয়ে দিলো আমার খালুকে মৃতদেহ হ্যান্ডওভার করে দিলেন। সৌদিতে দাফনের পারমিশনও সেইদিনই হয়ে গেলো। এগুলো এতই জটিল কাজ যে দেখা গেছে অনেকের বেলায় দুইমাসও পার হয়ে যায়। তারপর হয়ত লাশ দাফন হয় বা দেশে ফেরত আসে। দাফন হলো রিয়াদের মুনসুরিয়া গোরস্থানে। অনেক বড় গোরস্থান।
খালুর কাছে শুনলাম আমার বাবার জানাজাতে এত লোক হয়েছিল যে কল্পনা করা যায় না। উনি আমাদের চোখের অগোচরে এত প্রিয় একটা মানুষ হয়ে গিয়েছিলেন হয়ত সেটা তিনিও জীবনদশায় বুঝতে পারেননি। কয়েকশত কিলোমিটার দুর থেকে লোকজন এসেছে তার জানাজায় আর দাফন কার্যক্রমে। দাফনের পরেও অনেক মানুষ দল বেঁধে এসেছে জিয়ারত করতে। ৪ঠা মার্চ তার মৃত্যুর খবর বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেলের খবরেও নাকি প্রচার করা হয়েছে এবং সারারাত টিভির হটনিউজ স্ক্রল হয়েছে। সেই চ্যানেল পরিবার থেকে শোক জানিয়েছে।
আমার এবং আম্মার ফোনে অনেক সৌদি প্রবাসী বাংলাদেশী, সৌদিয়ান, ইন্ডিয়ান, পাকিস্থানী, সুদানী, মিশরী, ইন্দোনেশিয়ান আরো অনেকে ফোন করে শোক প্রকাশ করেছেন, কেঁদেছেন এবং তার জন্য দোয়া করেছেন। আমরা তাদের কাউকেই চিনিনা। আমাদের নাম্বার তারা কিভাবে জোগাড় করেছে তাও জানিনা। সৌদিতে বাংলাদেশ এম্বাসীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এবং সেই সাথে একটা অনুমতি পত্র তারা দিয়েছেন যার দ্বারা আমি, আমার মা, আমার পরিবার এবং আমার বোন এবং আমাদের ছেলে-মেয়ে যেকোন সময় সৌদী যেতে পারবো এবং তার কবরে গিয়ে জিয়ারত করতে পারবো যতবার খুশি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। কারণ আমার জানামতে সৌদি আরবে বিদেশীদের জন্য আইন খুব কড়া। হজ্জ বা ওমরা করতে গেলে অন্য কোন কাজের জন্য ঐ দেশের অন্যকোথাও যাওয়া যায় না। এটা খুবই কঠিন একটা ব্যাপার।
সবচেয়ে কষ্ট একটাই। সেটা হলো। উনার সবকিছুই ঠিকঠাক হলো। একটা ভুলের জন্য উনি দেশে আসতে পারলেন না। উনার লাগেজও দেশের চলে আসলো উনাকে ছাড়া কিন্তু উনি মানুষটা ওখানে আটকে গেলেন মাত্র কয়েকটি ঘন্টার জন্য। তারপরও তো মারাই গেলেন। আল্লাহ উনাকে ওখানে রেখে দিলেন হয়ত উনার ইচ্ছা পূরণ করানোর জন্যই! যাতে রাসুলের দেশে কবর হয়!! কি আশ্চর্য্য!!!
এখন সবকিছু শেষ। সব চুপচাপ। আর কেউ ফোন করে বলবেনা যে, “বাবা তুমি খেয়েছো, বাবা তোমার শরীরটা কি ভালো? শরীরের যত্ন নিও। আজকে অফিস থেকে আসতে দেরী হলো কেন? রাস্তায় কষ্ট হলো নাকি?”
আমার বাবার মত সৎ এবং পরহেজগার লোক আমি আর দেখিনি। উনি জীবনে সৎ থাকার জন্য অনেক লোভনীয় অফারের সাথে আপোষ করেননি। উনি যেখানেই কাজ বা চাকুরী করেছেন সেখান থেকে বিদায় নেবার সময় সবাইকে ভালোবাসায় কাঁদিয়ে বিদায় হয়েছেন। আমি জানি আমার বাবা নিঃস্পাপ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন।
কোনভাবেই বাবাকে অন্যকারো সাথে তুলনা করতে পারিনা। আমি এ অভাব পূরণ করবো কিভাবে? মহাশূন্যের মত একটা টানেলের মধ্যে আমার এখন অবস্থান। চারিদিকে শুধুই অন্ধকার আর অন্ধকার!!!
২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯
নীল ফিউজিটিভ বলেছেন: আল্লাহ যেন আপনার বাবাকে জান্নাতবাসী করেন...
৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪
কিছুক্ষণ বলেছেন: আল্লাহ তাকে বেহেশতবাসী করুক...
৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: পড়তে পড়তে প্যারায় প্যারায় চোখ ঘোলা হয়ে আসছিল!!!!!
এই বিধির বিধান কেউ যে এড়াতে পারিনা ভাই....
আমার বাবাকে হারিয়েছি সেই ১৯৯১ সালে!
এ হারানোর বেদনা না হারালে বোঝা যায় না।
ভাল থাকুন। মনকে শক্ত করুন। বাবার জন্য দোয়া করুন।
"এই মাটি থেকে জন্মরে তোর
এই মাটিতেই হইল বড়
হেসে খেলে চলে গেলে
এই মাটিতেই হবে কবর--
ফিহা খালাকনা কুম
ওয়া ফিহা নুয়িদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা!!!!!!!!!!!!
আল্লাহ উনার আত্মাকে মুক্তি দান করুন।
৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১
মরণের আগে বলেছেন: আপনার বাবা বরই ভাগ্যবান (অনার শেষ ইচ্ছাও আল্লাহ তালা পুরন করেছেন) আল্লাহ তালা আপনার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করত আপনার ফ্যামিলিকে শোক বইবার তৌফিক দান করুক,আমিন।
৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭
*কুনোব্যাঙ* বলেছেন: সান্তনা দেবার ভাষা নেই। আপনার বাবার রুহের মাগফেরাত কামনা করছি।
৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৮
আদৃতা হাসান বলেছেন: ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আপনার বাবাকে জান্নাতবাসী করেন, আমিন।
আপনার লিখা পড়তে পড়তে চোখের পানি ধরে রাখতে পারলামনা। আপনার পক্ষে ওনাকে হারানোর কষ্ট কাটিয়ে ওঠা সম্ভব না কোনভাবেই। তবু মনকে শক্ত করে আন্টির দিকে খেয়াল রাখুন।
একটা জিনিষ দেখুন, উনি একদিক থেকে কত ভাগ্যবান। আল্লাহর রাসূলের দেশেই ওনার শেষ ঠিকানা হল।
আপনার পরিবারের সবাই যেন এই শোক সামলে নিতে পারেন সেই দোয়া রইলো।
৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
সৃজনশীলপ্রয়াস বলেছেন: আল্লহপাক উনাকে জন্নাতুল ফেরদাউসের বাসিন্দা করুন - আমিন।
৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
নিলআকাশেরদুঃখ বলেছেন: আপনার প্রতি আমার গভীর সমবেদনা। আপনার বাবার রুহের মাগফেরাত কামনা করছি।
১০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
বিপ্লব৯৮৪২ বলেছেন: গভীর সমবেদনা।
১১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০
আরাফআহনাফ বলেছেন: সান্তনা দেবার ভাষা নেই। আপনার বাবার রুহের মাগফেরাত কামনা করছি। আপনার প্রতি আমার গভীর সমবেদনা।
১২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫
রাজীব বলেছেন: পড়তে পড়তে অনেক বার চোখ ভিজে উঠেছিল। পড়ার শেষে লেখকের নাম দেখে একটি ধাক্কা খেলাম। মিল্টন ভাই, আপনার সাথে কখনো দেখা হয়নি কথা হয়নি। তারপরও নিয়োমিত আপনার পোস্ট পড়ে আপনাকে অনেক আপন মনে হতো।
আপনার আব্বার জন্য দোয়া রইলো। ওনার রূহের মাগফেরাত কামনা করছি।
মনুষের যতই বয়স হোক পিতার মৃত্যুতে নিজেকে বড় এতিম অসহায় মনে হয়।
আল্লাহ আপনাকে দুঃখ সইবার ক্ষমতা দান করুক এই দোয় রইলো।
১৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮
মুহসিন বলেছেন: আমরা আল্লাহরই জন্য, এবং তাঁর দিকেই প্রত্যাবর্তন করবো। মহান রব্বুল আলামীন উনাকে জান্নাতুল ফেরদাউস দিন এবং আপনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন।
১৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০
অদ্বিতীয়া আমি বলেছেন: আল্লাহ তাকে বেহেশতবাসী করুক , পিতার শূন্য স্থান কোন কিছুতেই পূরণ হবার নয় , আল্লাহ আপনাদের কে ধৈর্য ধরার তৌফিক দিন।
১৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮
শফিকুল বলেছেন: ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আপনার বাবাকে জান্নাতবাসী করেন, আমিন।
১৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০
মাহিরাহি বলেছেন: ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আপনার বাবাকে জান্নাতবাসী করেন।
১৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১
রেজোওয়ানা বলেছেন: ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তাকে বেহেশতবাসী করুক...
১৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
তানিয়া হাসান খান বলেছেন: আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন।
সন্তানের এই দোয়া তার সব থেকে বড় প্রাপ্তি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমীন।
কি মধুর ডাক! তাইনা! বাবা!
যার হারিয়েছে সে জোনে কি হারিয়েছে।
আল্লাহ আপনোদেরও ভাল রাখুন।
১৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০
আরজু পনি বলেছেন:
আমি কি বলবো বুঝতে পাচ্ছি না
কিছু বিষয় মিলে যা্ওয়ায় কষ্টটা বেশি হচ্ছে
২০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৭
বাংলার হাসান বলেছেন: আল্লাহ যেন আপনার বাবাকে জান্নাতবাসী করেন...
২১| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৭
সত্যজিগীষা বলেছেন: আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুন , আপনাদের ধৈর্য্য ধরার তৌফিক দিন - আমিন
২২| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৬
শের শায়রী বলেছেন: বিদেশে কাজ করি তাই বুজি দেশে আসার আকুলতা। আপনার বাবার দেশে আসার আকুলতা আমাকে কাদিয়ে গেল। আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুন , আপনাদের ধৈর্য্য ধরার তৌফিক দিন - আমিন
২৩| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫২
বিষাদ সজল বলেছেন: কেমন জানি চোখটা ভিজে গেল ভাই।
আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুন ।
২৪| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তাকে বেহেশতবাসী করুক...
২৫| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২২
লেখোয়াড় বলেছেন:
মিলটন ভাই,
কোন শোক, কোন ব্যথাই কোন কিছু দিয়ে পূরণ হবার নয়।
তবুও বুকে সবকিছু ধারন করে আমাদের বেঁচে থাকা, পথ চলা।
আপনাকে, আপনাদের আরো ধৈর্য ধরতে বলি।
ভাল থাকুন সবসময়।
২৬| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩
ইউসুফ আলী রিংকূ বলেছেন: আল্লাহ যেন আপনার বাবাকে জান্নাতবাসী করেন...
বাবা তুমি ভালো থেকো, আল্লাহ তুমি পৃথিবীর সকল বাবা কে হেফাজতে রেখো ।
তোমার আদরের সন্তান এখন অনেক ভালো আছে বাবা ।
- আমিন
২৭| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬
প্রিন্স অব ঠাকুরগাও বলেছেন: আপনার বাবা বরই ভাগ্যবান!
আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুন ।
২৮| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭
অনেকের মধ্যে একজন বলেছেন: আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করুক... আমিন।
২৯| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪
আমিনুর রহমান বলেছেন: বলার মত কিছু পাচ্ছি না মিলটন ভাই।
আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করুন।
৩০| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
স্পাইসিস্পাই001 বলেছেন: আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করুক... আমিন।
আল্লাহ উনাকে ওখানে রেখে দিলেন হয়ত উনার ইচ্ছা পূরণ করানোর জন্যই! যাতে রাসুলের দেশে কবর হয়!! কি আশ্চর্য্য!!!.......এটাই আপনার প্রেরণা....
ধন্যবাদ ...ভাল থাকবেন...
৩১| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭
জুল ভার্ন বলেছেন:
ইন্না লিল্লাহে অইন্না ইলাইহে রাজীউন।
কিছু কিছু কষ্ট আছে-যা একেবারেই অব্যক্ত! মা-বাবা'র জন্য হাহাকার তেমনই এক কষ্ট-যা আমার উপলব্ধিতে প্রতি মূহুর্ত শুধু অব্যক্ত কষ্ট।মায়ের কোনো স্মৃতি আমার নেই। আমার জীবনে সন্তানের জন্য আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। বাবার তুলনা বাবা নিজেই। শুধু ভালোবাসা বা আদর-শাসন নয়, একজন বাবা দায়িত্ব ও কর্তব্য নিয়ে তাঁর সন্তানকে বড় করে তোলেন। বাবা শাশ্বত, চির আপন, চিরন্তন। বাবার দায়িত্ব অপরিসীম। সন্তানের মাথার ওপর যাঁর স্নেহচ্ছায়া বটবৃক্ষের মতো- সেই বাবার চিরপ্রস্থান সত্যিই মর্মান্তিক।
হতাশ হয়োনা ভাইয়া, আল্লাহর দরবারে বাবার রুহের মাগফেরাত কামনা করে মুনাযাত জানানোই হবে বাবার জন্য বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা। আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করবেন। তোমরা পরিবারের সবাই শোককে শক্তিতে পরিনত করে সামনের দিকে এগিয়ে যাবে-সেই কামনা করছি।
৩২| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩
টিটোপণডিত বলেছেন: সান্তনা দেবার ভাষা নেই। আপনার বাবার রুহের মাগফেরাত কামনা করছি।
৩৩| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
তারিক আজিম বলেছেন: ইন্নানিল্লাহে অইন্নাইলাহের রাজেউন, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে বেহেস্ত নসীব করুন । মহান রব আপনাদেরকে শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুক । পাসপোর্ট সমস্যায় উনি যে কষ্ট পেয়েছেন , বাংলাদেশে আসলে দেশের এই ক্রান্তিকাল, রাজনৈতিক অস্থিরতা, খুনোখুনি দেখলে হয়তো আরো বেশী কষ্ট পেতেন । আল্লাহ ভাল জানেন, হয়তো এজন্যই ভাল মানুষটাকে নিয়ে গেলেন । ভাল থাকবেন, বাসার সকলকে ভাল রাখার চেষ্টা করবেন।
৩৪| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২
মৃন্ময় বলেছেন: আপনার প্রতি আমার গভীর সমবেদনা। আপনার বাবার রুহের মাগফেরাত কামনা করছি।
৩৫| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
হীরারক্স বলেছেন: আল্লাহ তাকে বেহেশতবাসী করুক...
৩৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬
শিনজন বলেছেন: দোয়া করি আল্লাহ যেন তাকে বেহশত নসিব করেন।
৩৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৪
শাকিল ১৭০৫ বলেছেন: আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আমীন
৩৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৮
jotejoy বলেছেন: আপনার প্রতি আমার গভীর সমবেদনা।দোয়া করি আল্লাহ যেন তাকে বেহশত নসিব করেন।
৩৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
হাসি .. বলেছেন: ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক
৪০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮
একজনা বলেছেন: ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। পড়ে খুব কষ্ট লাগল ভাইয়া। আপনার প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাই এবং দোয়া করি আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করুন। আমিন।
৪১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯
মোঃমোজাম হক বলেছেন: ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আপনার বাবাকে জান্নাতবাসী করেন, আমিন।
৪২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০
মোঃমোজাম হক বলেছেন: একটা কথা মিল্টন ভাই ,এখানে কবর চেনার কোন উপায় থাকেনা। হয়তো আপনি কবর যেয়ারত করতে এসে নির্দিষ্ট কবর খানা চিনতেই পারবেননা।
আল্লাহ পাক আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন,আমিন
৪৩| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৭
গোলাপ বলেছেন: আল্লাহ উনাকে জান্নাত বাসী করুন
৪৪| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০০
মাহবু১৫৪ বলেছেন: ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
জানি অনেক কষ্ট হচ্ছে আপনার এবং আপনার পরিবারের। শান্তনা দেয়ার ভাষা জানা নেই।
আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন সেই কামনাই করছি
৪৫| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০১
মিলটন বলেছেন: সহানুভুতি জানিয়ে অসহায় সময়ে আমার পাশে দাঁড়িয়েছেন এই জন্য আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে পারছি না। আমি মানসিক ভাবে এখনও প্রচন্ড বিপর্যস্থ। আমার মরহুম বাবা এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
৪৬| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০২
নিভৃত সরল ভাবনা বলেছেন: ইন্নানিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজেউন, আল্লাহ ওনাকে জান্নাত দান করুন।
৪৭| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
মদন বলেছেন: ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এ পোষ্ট কিভাবে আমার চোখ এড়িয়ে গেলো? কোন ভাষাতে আমি আপনাকে স্বান্তনা দিবো?
৪৮| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১১
আবিদ ফয়সাল বলেছেন: ইন্না লিল্লাহে অইন্না ইলাইহে রাজীউন।
সান্ত্বনা দেবার ভাষা নেই । তবু বলছি ভেঙ্গে পড়বেন না ভাই ।
আল্লাহ-তায়ালা আপনার বাবাকে জান্নাতবাসী করুক এই দোয়া করছি ...
৪৯| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ইন্নানিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজেউন, আল্লাহ ওনাকে জান্নাত দান করুন।
৫০| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২
আজনবী বলেছেন: ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে বেহেশতবাসী করুক।
পোষ্টটা অনেক দেরিতে দেখলাম। মনটা অনেক খারাপ হয়ে গেল। ভাল থাকবেন, সব সময় উনার জন্য দোয়া করবেন।
৫১| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮
মিলটন বলেছেন: সহানুভুতি জানিয়ে অসহায় সময়ে আমার পাশে দাঁড়িয়েছেন এই জন্য আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে পারছি না। আমি মানসিক ভাবে এখনও প্রচন্ড বিপর্যস্থ। আমার মরহুম বাবা এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
৫২| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯
িশক্ষানবীশ বলেছেন: ইন্না লিল্লাহে অইন্না ইলাইহে রাজীউন। পোষ্টটা অনেক দেরিতে দেখলাম। চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করুক। সব সময় উনার জন্য দোয়া করবেন। "রব্বির হামহূমা কামা রব্বাইয়ানী ছগিরা" মা-বাবার জন্য সন্তানের দোয়ার চাইতে উত্তম আর কোন কিছু হতে পারে না।
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৫
মিলটন বলেছেন: হ্যা এই দোয়াটি আমি পড়ছি। ধন্যবাদ আপনাকে
৫৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮
সোহাগ সকাল বলেছেন: শুভ কামনা।
৫৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩২
এম হুসাইন বলেছেন: সান্তনা দেবার ভাষা নেই ভাই, আল্লাহ্ পাক উনাকে জান্নাতবাসি করুন।
আপনার জন্যে সমবেদনা ও শুভকামনা করছি।
ভালো থাকুন।
৫৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২
রুপ।ই বলেছেন: আপনার লিখা পড়তে পড়তে চোখের পানি ধরে রাখতে পারলামনা।কর্মরত
অবস্হায় আমার বাবা ও হারিয়ে যান সেই কবেকার কথা । এত বছর পড়েও মনে পড়ে আমার বাবার মুখ, আদরের ডাক, আপনাকে সান্তনা দিবার ভাষা আমার জানা নেই। নিজের মা, বাবা কে অল্প বয়সে হারানোর পর আমি কাউকেই সমবেদনা জানাতে পারি না । দোয়া করি আপনার বাবার জন্য আর সব বাবাদের জন্য ।
বাবাকে নিয়ে আমার একটি লেখা
Click This Link
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫
পলাতক আসামী বলেছেন: আপনার প্রতি আমার গভীর সমবেদনা।