নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেকিঘর

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

মিলটন

আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।

মিলটন › বিস্তারিত পোস্টঃ

আমার একটি পর্যবেক্ষণ: স্কুল আঙ্গিনা সমাচার

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮

আমার অফিসিয়াল অফ ডে’তে ছেলেকে নিয়ে স্কুলে যাই এবং আবার ফেরত নিয়ে আসি। আমি ইচ্ছা করেই এই দায়িত্বটা আমার ছুটির দিনে পালন করি কারণ আমার স্ত্রীকে একটু স্বস্তি দেবার জন্য (বেচারী প্রতিদিন অনেক কষ্ট করেন!!!)। ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে কখনও কখনও আশেপাশের দোকান বা রাস্তায় বা মাঠে অপেক্ষা করি।



বাচ্চাদের মা-বাবা, দাদা-দাদী, নানা-নানী, বা অন্য এটেডেন্টরা অপেক্ষা করে স্কুলের বাহিরে। অভিভাবকরা বিভিন্ন গ্রুপে গ্রুপে গোল হয় গল্প গুজব করে।



তবে মায়েদের গ্রুপের প্রধান আলোচনার বিষয় হলো তাদের বাচ্চাদের লেখাপড়া। যেন, বাচ্চা স্কুলে পড়ে না, তারাই স্কুলে পড়ে। কে কিভাবে নোট কালেক্ট করবে? কেউ কেউ আবার নিজেদের মধ্যে সগেুলো শেয়ারও করছেন। কোন টিচার কি সাজেশন দিলো? একেকজনের বাচ্চা একেক কোচিং এ পড়ে। তাই একজনের কশ্চিন বা সাজেশন আরেকজনকে দিচ্ছে। ইত্যাদি ইত্যাদি....



আর অন্যদিকে বাবাদের জটলার মধ্যে কি ঘটে দেখেন? তাদের আলোচনার বিষয়গুলো এইরূপ: "দেশটা গোল্লায় চইলা যাইতাছে" , "আওয়ামীলীগ কি জামাত নিষিদ্ধ করতে পারবে?" , "ভাই দ্যাশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ" , "সরকার এইসব কি করতাছে?" , "ভাই, শেয়ারে নাইমা কি যে ধরাটা খাইসি" , বিএনপি না বুইঝ্ঝাই হরতাল দিতাসে" , "জামাতরে না ছাড়লে বিএনপি উঠতে পারবো না" ইত্যাদি ইত্যাদি....



আগে মায়েরা তাদের বাচ্চাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তাদের শাড়ি, চুড়ি, হিন্দি/বাংলা টিভি সিরিয়ালের গল্প করতো। এখনও করে তবে খুব অল্প সংখ্যক ডিজুস মহিলাদের দলে এটা হয়ে থাকে। বরং ম্যাক্সিমামই এখন কন্সট্রাক্টিভ কাজ করছেন। এটা ভালো সাইন।



আর বাবারা যেসব আলাপে মেতে থাকছেন সেইসব আলোচনা কোন কাজেই আসবে না। শুধু শুধু সময় নষ্ট করছে।



তাই, এখন যুগ পাল্টেছে।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

বলাক০৪ বলেছেন: শুনে ভালো লাগলো।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

মিলটন বলেছেন: ধন্যবাদ।

২| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪

আবুল খায়ের বলেছেন: ভালো লাগলো।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭

মিলটন বলেছেন: ধন্যবাদ।

৩| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাচ্চাকে স্কুলে পৌছে দেয়ার পর সেখানে বসে থাকার কি দরকার। সরাসরি বাসায় এসে আবার ছুটির একটু আগে গেলেই তো হয়।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:১০

মিলটন বলেছেন: যাদের বাসা দুরে তারা থেকে যায় আবার দেখা যায় যে অনেক সময় অল্প কিছুক্ষণ ক্লাশ বা পরীক্ষা হবে সেক্ষেত্রেও থাকতে হয়।

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আসলেই


বাবাদের মায়েদের মতই ভাবা উচিত

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:১৩

মিলটন বলেছেন: :)

৫| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালোই লাগলো।

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:১৩

মিলটন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.