![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।
দৃশ্যপট ১:
জরুরী ভিত্তিতে আরবী থেকে ইংরেজী এবং নোটারী করার জন্য নেট থেকে ফোন নাম্বার নিয়ে একজন ভাষা অনুবাদকারী এবং নোটারী পাবলিককে ফোন করেছিলাম। কাজটা আমার খুব আর্জেন্ট ছিল। আমার প্রয়োজনীতা বুঝে সে আমাকে তার মেইলে স্ক্যান করে সেই কাগজটি পাঠিয়ে দিতে বলল। তার ঘন্টা দেড়েক পরে নিজে থেকেই আমাকে ফোন করে জানালো কাজ কমপ্লিট। আমি গিয়ে রেডি করা নোটারী এটেষ্টেট সহ অনুবাদ কপিটি নিয়ে আসলাম এবং তার দাম পরিশোধ করলাম। আমি তার একেবারে অপরিচিত লোক হলেও সে আমাকে অবিশ্বাস করেনি। আমার কাজটা ঠিকই করে রেখেছে। আমি তো ইচ্ছা করলে নাও যেতে পারতাম।
দৃশ্যপট ২:
রিক্সা থেকে নেমে মানিব্যাগে দেখলাম একশত টাকার নোট। রিক্সাওয়ালার কাছে ভাঙতি নেই। ভাড়া ত্রিশ টাকা। পাশের পান-সিগারেটের দোকানে বললাম, মামা একশত টাকা ভাঙতি করে দুইটা পঞ্চাশ টাকার নোট দেওয়া যাবে? উত্তর দিলো, “ভাঙতি নাই”। অথচ আমি নিজে দেখলাম তার ড্রয়ারটি খোলা আর সেখানে পর্যাপ্ত ভাঙতি আছে। যাইহোক আমাকে ৮ টাকা দিয়ে একটা সিগারেট কিনে ৯২ টাকা ভাঙতি নিতে হলো।
পর্যবেক্ষণ: দুটো ঘটনাই একই দিনের। সময়ের পার্থক্য ১৫/২০ মিনিট। কেউ সাহায্য করতে এগিয়ে আসে আর কেউ আসেনা। আলটিমেটলি গেইনার কিন্তু তারাই যারা, মানুষের প্রয়োজনীয়তা বুঝে সাহায্যের জন্য এগিয়ে যায়। আমি হলফ করে বলছি ভবিষ্যতে আবারো আমার নোটারী/অনুবাদ করা দরকার হলে (দুরত্ব সত্বেও) ঐ ভদ্রলোকের কাছে যাবো এবং অন্যকেও রেফার করবো।
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬
মিলটন বলেছেন:
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১
সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।
শুভ কামনা।
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৭
মিলটন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: একদম ঠিক বলেছেন ভাইয়া। এরকম ঘটনা আমার ক্ষেত্রেও ঘটেছে।
সেক্ষেত্রে আমি পরবর্তীতে আমি যতটা সম্ভব চেষ্টা করি ঐ দোকান বাদ দিয়ে একটু দুরে হলেও যে দোকানী প্রয়োজনীয়তা বুঝে তার কাছেই যাই।
মানুষের মধ্যে শুভ দৃষ্টির উদয় হোক।
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১
মিলটন বলেছেন: আসলেই মানুষে মানুষে কত তারতম্য!!
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫
মাথা ঠান্ডা বলেছেন: মানুষের প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২২
মিলটন বলেছেন: আসলেই
৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২
বাংলাদেশী দালাল বলেছেন:
১২ রকমের মানুষ
৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
আমি তুমি আমরা বলেছেন: পর্যবেক্ষনটা ভাল লাগল
৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বিষয়টা খুবি ভেবে দেখার মতন।
সুন্দর পর্যবেক্ষন আপনার
শুভ কামনা
৮| ০৭ ই মে, ২০১৩ রাত ৯:৩২
কালোপরী বলেছেন:
৯| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৪১
আরজু পনি বলেছেন:
মানুষ বড়ই বিচিত্র!
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯
মদন বলেছেন: +