![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সিগ্ধ অনূভবের চুম্মনে
কালোর মাঝে আর কালো করবো তোমার ঐ কপালের তিলকে ।
রোজ ভোরে একবার দেখবে আয়নাতে মুখখানি
ভাববে আমার কথা থাকবো না আমি
কিছু অনূভব করবে
কততা ব্যথা দিয়েছ তুমি
আর তা সহ করে বুকে নিয়ে মরেছি আমি ।
তোমার ঐ কপালের কালো তিল
যা হোঁচত খেয়ে পরিপূর্ণ হয়ে ওঠবে
ভাববে তুমি কিছু ব্যথার রং হয় নীল ।
তোমার প্রেমের কাছে আমি হয়েছি যে শোসন
তাতে আমি ভেবে নিয়েছি হয়েছে আমার পূর্ণ জণমের সাপ মোচন
©somewhere in net ltd.