![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরু হইলো দেশে একি কারবার
কেন হইলাম ব্লগার
যখন তখন চইল্লা যাইবো জীবণ আমার
ওরা হয়ত ভেবেছে মারলে নিবো বিদায়
আর হয়ত লেখব না থেমে যাবে কলম
এ ভাবনা ওদের ভুল
কলম যতদিন থাকবে হাতে ফুঁটবে তা থেকে ফুল ।
জীবন এখন যাইবো যখন তখন
পেছনেও মরণ সামনেও মরণ
মৃত্যু এলে তাকে করে নেব বরণ
রেখ দেশের জয় গানে এ কথা স্বরণ ।
চলুন না ব্লগা ভাই
মোরা সকলে মিলে কলমের জোরে দেশের জন্য কিছু করে যাই ।
মরতে হলে মরবো
তবুও ব্লগার হিসেবে লেখক হিসেবে নিজেকে গড়বো
শত শত্রু এলেও তাদের সাথে লড়বো ।
১৩ ই মে, ২০১৫ রাত ৯:৫৮
মিনি বেগম বলেছেন: সকল লেখকের ঐক্যবদ্ধ ভাবে কলম চলবে ইনশাল্লাহ ।
২| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:৫৫
প্রামানিক বলেছেন: শুরু হইলো দেশে একি কারবার
কেন হইলাম ব্লগার
যখন তখন চইল্লা যাইবো জীবণ আমার
* * * *
এই দেশে বসত করে লাগছে চমৎকার!
১৩ ই মে, ২০১৫ রাত ৯:৫৯
মিনি বেগম বলেছেন: সকল লেখকের ঐক্যবদ্ধ ভাবে কলম চলবে ইনশাল্লাহ ।
৩| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:৫৫
মিনি বেগম বলেছেন: সকল লেখকের ঐক্যবদ্ধ ভাবে কলম চলবে ইনশাল্লাহ ।
১৩ ই মে, ২০১৫ রাত ৯:৫৯
মিনি বেগম বলেছেন: সকল লেখকের ঐক্যবদ্ধ ভাবে কলম চলবে ইনশাল্লাহ ।
৪| ১৩ ই মে, ২০১৫ রাত ১১:৪২
কালের সময় বলেছেন: চমৎকার অসাধারন কবিতা ৩ য় ভালো লাগা রেখে গেলাম ।
১৫ ই মে, ২০১৫ বিকাল ৪:২৪
মিনি বেগম বলেছেন: ধন্যবাদ কলম চলবে ।
৫| ১৪ ই মে, ২০১৫ রাত ১:১৪
ক্থার্ক্থা বলেছেন: কলম চলবে সহমত
১৫ ই মে, ২০১৫ বিকাল ৪:২৫
মিনি বেগম বলেছেন: সহমতে কৃতজ্ঞতা নিবেন ।
৬| ১৪ ই মে, ২০১৫ রাত ২:৫৯
আমাদের ইয়াহু বলেছেন: কলম চলবে চলুক, তবে কলম যেন ভালো কাজে চলে, মানুষের কল্যানে চলে। অন্যের বিশ্বাসকে ঠাট্যা বিদ্রুপ করার জন্য যেন না চলে। তাহলেই কলমওয়ালা মানুষের মাঝে অমর হতে পারবেন কাজী নজরুল কিংবা রবীন্দ্রনাথের মত। নইলে হিতে বিপরীত ও হতে পারে। কারন সবার কাছে কলম নেই, কারো কারো কাছে চাপাতিও আছে।
১৫ ই মে, ২০১৫ বিকাল ৪:২২
মিনি বেগম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য তবে আমি ভয় পেলাম ভাই আপনার হুমকি শুনে ।
৭| ১৪ ই মে, ২০১৫ রাত ৯:৩৯
মোহাম্মদ রফিকুল ইসলাম জসিম বলেছেন: কলম সৈনিক দেশের বড় প্রয়োজন । তবে নাস্তিক মুক্ত অনলাইনে ব্লগার চাই।
১৫ ই মে, ২০১৫ বিকাল ৪:২৩
মিনি বেগম বলেছেন: সহমত ভাই
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৫ রাত ৯:৫৩
জেন রসি বলেছেন: চাপাতির জবাব কলম।
কলম চলবে।