![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাগড়াছড়ির মহালছড়িতে পায়খানার গর্তে পড়ে ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি প্রদীপ শশী চাকমাসহ তার অপর দুই ছোট ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে । সে সময়ে প্রতিবেশী আরো দুজন ব্যক্তি আহত হয় । রবিবার দিবাগত রাত ১২টার দিকে মহালছড়ি উপজেলার দূর্গম মনারটেক গ্রামে এই ঘটনা ঘটে । নিহত অপর দুই ভাইয়ের নাম হেভেন্তু চাকমা ৩৫ বছর এবং উভেন্টু চাকমা ৩২ বছর ।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ুন কবির মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । ঘটনার পর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন ।
প্রদীপ শশী চাকমার স্ত্রী উজ্জল চাকমা জানান, রাত ১২টার দিকে উভেন্টু চাকমা বাড়ির পাশে একটি টয়লেটে বাথরুম সারতে গেলে স্ল্যাপ ভেঙ্গে প্রায় ১৫ ফুট গভীরে পড়ে যায় । ছোট ভাইকে বাচাতে গিয়ে প্রদীপ শশী চাকমা এবং হেভেন্তু চাকমাও ঘটনার শিকার হন ।
প্রতিবেশী রত্ন উজ্জল চাকমা বলেছেন তারা খবর পেয়ে গর্ত থেকে তিন ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন । এ সময় রিপন চাকমা ২০বছর বয়স ও বাবলুক চাকমা ২২ বছর বয়স এ নামে আরো দুজন প্রতিবেশী টয়লেটের গ্যাসক্রিয়ায় অসুস্থ হন ।
মহালছড়ি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার তানজিল ফরহাদ জানান হাসপাতালে তিনজনকেই মৃত অবস্থায় আনা হয়েছে ।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেমায়ুন কবীর তিন ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।
২| ১৯ শে মে, ২০১৫ রাত ১:০৩
প্রামানিক বলেছেন: দুঃখজনক ঘটনা।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৫ বিকাল ৫:৫১
মুখ ও মুখোস বলেছেন: যারা ছেলে হয়েও মেয়ে নাম দিয়ে ব্লগিং করে ,তাদেরকেও ঐ পায়খানার গর্তে ফেলে মারা উচিত।