নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিনি বেগম

আমি মিণারা বেগম মিনি ।এর বেশি কিছু বলার নাই ।লক্ষ নিজেকে গড়ে তুলার ।আর আসা একজন সত মানুষের কাছে নিজেকে তুলে দেওয়া ।অলড্যা বেস্ট সকলে ভাল থাকুন ।এবং পারলে আমার মত ছলনা কারীদের কাছ থেকে দূরে থাকার চেস্টা করুন ।\nআমিও তাই করি।

মিনি বেগম › বিস্তারিত পোস্টঃ

এক সাংবাদিকসহ তিন ভাইয়ের দুঃখজনক মৃত্যু

১৮ ই মে, ২০১৫ সকাল ৯:৩৩

খাগড়াছড়ির মহালছড়িতে পায়খানার গর্তে পড়ে ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি প্রদীপ শশী চাকমাসহ তার অপর দুই ছোট ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে । সে সময়ে প্রতিবেশী আরো দুজন ব্যক্তি আহত হয় । রবিবার দিবাগত রাত ১২টার দিকে মহালছড়ি উপজেলার দূর্গম মনারটেক গ্রামে এই ঘটনা ঘটে । নিহত অপর দুই ভাইয়ের নাম হেভেন্তু চাকমা ৩৫ বছর এবং উভেন্টু চাকমা ৩২ বছর ।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ুন কবির মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । ঘটনার পর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন ।
প্রদীপ শশী চাকমার স্ত্রী উজ্জল চাকমা জানান, রাত ১২টার দিকে উভেন্টু চাকমা বাড়ির পাশে একটি টয়লেটে বাথরুম সারতে গেলে স্ল্যাপ ভেঙ্গে প্রায় ১৫ ফুট গভীরে পড়ে যায় । ছোট ভাইকে বাচাতে গিয়ে প্রদীপ শশী চাকমা এবং হেভেন্তু চাকমাও ঘটনার শিকার হন ।
প্রতিবেশী রত্ন উজ্জল চাকমা বলেছেন তারা খবর পেয়ে গর্ত থেকে তিন ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন । এ সময় রিপন চাকমা ২০বছর বয়স ও বাবলুক চাকমা ২২ বছর বয়স এ নামে আরো দুজন প্রতিবেশী টয়লেটের গ্যাসক্রিয়ায় অসুস্থ হন ।
মহালছড়ি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার তানজিল ফরহাদ জানান হাসপাতালে তিনজনকেই মৃত অবস্থায় আনা হয়েছে ।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেমায়ুন কবীর তিন ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৫:৫১

মুখ ও মুখোস বলেছেন: যারা ছেলে হয়েও মেয়ে নাম দিয়ে ব্লগিং করে ,তাদেরকেও ঐ পায়খানার গর্তে ফেলে মারা উচিত।

২| ১৯ শে মে, ২০১৫ রাত ১:০৩

প্রামানিক বলেছেন: দুঃখজনক ঘটনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.