নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিনি বেগম

আমি মিণারা বেগম মিনি ।এর বেশি কিছু বলার নাই ।লক্ষ নিজেকে গড়ে তুলার ।আর আসা একজন সত মানুষের কাছে নিজেকে তুলে দেওয়া ।অলড্যা বেস্ট সকলে ভাল থাকুন ।এবং পারলে আমার মত ছলনা কারীদের কাছ থেকে দূরে থাকার চেস্টা করুন ।\nআমিও তাই করি।

মিনি বেগম › বিস্তারিত পোস্টঃ

দারিদ্র্য আর প্রলোভন দেখিয়ে কিছু অসাধু দালাল চক্র করছে মানবপাচার

১৯ শে মে, ২০১৫ রাত ২:১০


আজ কদিন ধরেই দেখছি সকল পত্রপত্রিকা ও ফেসবুক এবং ব্লগে ইত্যাদি সমাজব্যাবস্থার যোগাযোগ মাধ্যমগুলোতে একটি খুবয়ই গুরুত্বপূর্ণ সংবাদ আর তা হলো মানব পাচার । বেকারত্ব ও দারিদ্র্য আর জীবিকার সন্ধান ঘিরে চলছে আমাদের দেশেও মানবপাচারের ব্যবসা । এর কারন হিসেবে বলা চলে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা সাথে হতাশা ও কর্মসংস্থানের অভাব আছে এবং কখনো কখনো উচ্চাকাক্সক্ষাতাড়িত হয়ে মানুষ জীবনের ঝুকি নিয়ে পাড়ি দিচ্ছে সমুদ্র পথ । এর সাথে জরিত আছে আমাদের দেশেরই কিছু দালাল চক্রের মারণ ফাদ । মানুষের এসব সমস্যাকে পুজি করে দালাল চক্র উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে সর্বস্বান্ত করছে হাজার থেকে ছাড়িয়ে লাখ মানুষের জীবন ।
মানবপাচারে বিপর্যস্ত বিভিন্ন এলাকার লোকজনের সাথে কথা বলে মানবপাচারের পেছনে এ ভয়াবহ চিত্র বেরিয়ে এসেছে । কেউ কেউ জানিয়েছেন সরকারিপর্যায়ে মালয়েশিয়ায় জনশক্তি রফতানি বন্ধ হয়ে যাওয়ার কারনেই দালাল চক্র এ ধরনের সুযোগ নিচ্ছেন ।
থাইল্যান্ডের গভীর জঙ্গলে পাচার হওয়া বাংলাদেশী এবং রোহিঙ্গা মুসলমানদের গণকবরের সন্ধান ও সাগরের ভাসমান হাজার হাজার অসহায় মানুষের খবর এখন গোটা বিশ্বের একটি মূল আলোচিত বিষয় হয়ে দাড়িয়েছে । প্রশ্নের মুখে পড়েছে মানবতা এবং ইমেজ সঙ্কটের মুখোমুখি এখন বাংলাদেশ ।

মানবপাচারের যে চিত্র এখন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা এক কথায় ভয়াবহ রূপ নিয়ে দাড়িয়েছে । বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী গণমাধ্যমে নানা ধরনের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হচ্ছে আমাদের বাংলাদেশের মানবপাচার নিয়ে । কক্সবাজার ও সিরাজগঞ্জ এবং যশোরসহ যেসব এলাকা থেকে ব্যাপকভাবে মানবপাচারের ঘটনা ঘটছে সেখানে ঘরে ঘরে হাহাকার বিরাজ করছে । বাংলাদেশের বিভিন্ন এলাকায় মহামারী আকার ধারণ করে দাড়িয়েছে মানবপাচারের এই ঘটনা গুলো ।

সত্যয় বলতে লজ্জা লাগছে কোথায় আজ দেশের মানবধিকার কোথায় দেশের মন্ত্রী মহাদয়গণ কোথায় সরকারি দলের বা বিরধী দলের নেতাকর্মী ও আমলা কামলারা আজ আপনেরা চোখে দেখতে পান না । আপনাদের চোখে কি আজ মরিচের গুরা উড়ে পরছে সে জন্য চোখ বন্ধ রেখেছেন । বড়ই লজ্জা হয় আপনাদের জন্য । যখন ভোট নেওয়ার প্রয়োজন হয় তখন মানুষের ঘরে ঘরে যেয়ে ভোট ভিক্ষা
চান একেকজনের পায়ে ধরেন মা বাপ ডাকেন । যখন ক্ষমতায় চলে যান তখন আর কাউকে চিনেন না সব ভুলে যান ।
আমি মনে করি আজকের এই মানব পাচারের জন্য সরকার সহ বিরধী দল সকল রাজনৈতিক নেতা কর্মীরাই দায় । এবং এক ক্ষমতায় কেউ চিরস্থীনা । ক্ষমাতা বদল হবে ।
আজ না হয় কাল,কাল না হয় পরশু মানবপাচার বিষয়ে সরকারকে এবং বিরোধী দল সহ সকল রাজনীতি নেতা কর্মীদের ঠিকয় জবাবদিতে হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.