![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কদিন ধরেই দেখছি সকল পত্রপত্রিকা ও ফেসবুক এবং ব্লগে ইত্যাদি সমাজব্যাবস্থার যোগাযোগ মাধ্যমগুলোতে একটি খুবয়ই গুরুত্বপূর্ণ সংবাদ আর তা হলো মানব পাচার । বেকারত্ব ও দারিদ্র্য আর জীবিকার সন্ধান ঘিরে চলছে আমাদের দেশেও মানবপাচারের ব্যবসা । এর কারন হিসেবে বলা চলে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা সাথে হতাশা ও কর্মসংস্থানের অভাব আছে এবং কখনো কখনো উচ্চাকাক্সক্ষাতাড়িত হয়ে মানুষ জীবনের ঝুকি নিয়ে পাড়ি দিচ্ছে সমুদ্র পথ । এর সাথে জরিত আছে আমাদের দেশেরই কিছু দালাল চক্রের মারণ ফাদ । মানুষের এসব সমস্যাকে পুজি করে দালাল চক্র উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে সর্বস্বান্ত করছে হাজার থেকে ছাড়িয়ে লাখ মানুষের জীবন ।
মানবপাচারে বিপর্যস্ত বিভিন্ন এলাকার লোকজনের সাথে কথা বলে মানবপাচারের পেছনে এ ভয়াবহ চিত্র বেরিয়ে এসেছে । কেউ কেউ জানিয়েছেন সরকারিপর্যায়ে মালয়েশিয়ায় জনশক্তি রফতানি বন্ধ হয়ে যাওয়ার কারনেই দালাল চক্র এ ধরনের সুযোগ নিচ্ছেন ।
থাইল্যান্ডের গভীর জঙ্গলে পাচার হওয়া বাংলাদেশী এবং রোহিঙ্গা মুসলমানদের গণকবরের সন্ধান ও সাগরের ভাসমান হাজার হাজার অসহায় মানুষের খবর এখন গোটা বিশ্বের একটি মূল আলোচিত বিষয় হয়ে দাড়িয়েছে । প্রশ্নের মুখে পড়েছে মানবতা এবং ইমেজ সঙ্কটের মুখোমুখি এখন বাংলাদেশ ।
মানবপাচারের যে চিত্র এখন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা এক কথায় ভয়াবহ রূপ নিয়ে দাড়িয়েছে । বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী গণমাধ্যমে নানা ধরনের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হচ্ছে আমাদের বাংলাদেশের মানবপাচার নিয়ে । কক্সবাজার ও সিরাজগঞ্জ এবং যশোরসহ যেসব এলাকা থেকে ব্যাপকভাবে মানবপাচারের ঘটনা ঘটছে সেখানে ঘরে ঘরে হাহাকার বিরাজ করছে । বাংলাদেশের বিভিন্ন এলাকায় মহামারী আকার ধারণ করে দাড়িয়েছে মানবপাচারের এই ঘটনা গুলো ।
সত্যয় বলতে লজ্জা লাগছে কোথায় আজ দেশের মানবধিকার কোথায় দেশের মন্ত্রী মহাদয়গণ কোথায় সরকারি দলের বা বিরধী দলের নেতাকর্মী ও আমলা কামলারা আজ আপনেরা চোখে দেখতে পান না । আপনাদের চোখে কি আজ মরিচের গুরা উড়ে পরছে সে জন্য চোখ বন্ধ রেখেছেন । বড়ই লজ্জা হয় আপনাদের জন্য । যখন ভোট নেওয়ার প্রয়োজন হয় তখন মানুষের ঘরে ঘরে যেয়ে ভোট ভিক্ষা
চান একেকজনের পায়ে ধরেন মা বাপ ডাকেন । যখন ক্ষমতায় চলে যান তখন আর কাউকে চিনেন না সব ভুলে যান ।
আমি মনে করি আজকের এই মানব পাচারের জন্য সরকার সহ বিরধী দল সকল রাজনৈতিক নেতা কর্মীরাই দায় । এবং এক ক্ষমতায় কেউ চিরস্থীনা । ক্ষমাতা বদল হবে ।
আজ না হয় কাল,কাল না হয় পরশু মানবপাচার বিষয়ে সরকারকে এবং বিরোধী দল সহ সকল রাজনীতি নেতা কর্মীদের ঠিকয় জবাবদিতে হবে ।
©somewhere in net ltd.