![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহান আল্লাহু আমাদেরকে পৃথিবীর সেরা ও শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন । আমাদের এত বড় একটি সম্মান জনক পদ দিলেন অথচ তার উপযুক্ত কি না তা নিয়ে আমার সন্দেহ আছে । একটি প্রবাদ নিশ্চয় আমাদের সকলের মনে আছে আর তা হলো মানুষ মানুষের জন্য । পত্র পত্রিকা থেকে শুরু করে টেলিভিশনের পর্দায় আমরা দেখেছি মানুষ মানুষের জন্য বলে যে কত হাজারো বিজ্ঞাপন দেওয়া হয়েছে । আর এতে হয়ত কেও কোন মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছে কেউবা আসেনি । তার কোন সঠিক পরিসংখ্যা আমার জানা নেই । আমাদের দেশের নয় শুধু যারাই আজ সাগরে ভার্সমান অবস্থায় আছে তারা সবাই আজ বড় অসহায় । আর অসহায় মানুষগুলোকে বাঁচানোর জন্য সকলকে এগিয়ে আসা উচিত যদি মনে করি আমরা মানুষ সৃষ্টির সেরা জীব । কারন আমরা জানি তাদের এ অসহায় অবস্থার বা এ কঠিন বিপদেজন্য মূল দায় হলো দারিদ্রতা । মানুষের অসহায় অবস্থা বা বিপদের শেষ নেই । আমরা অনেকে অনেক সময় বিভিন্ন কারনে অসহায় হয়ে পড়তে পারি আর এসব কথা চিন্তা করেই আমাদের তাদের পাশে দাড়ানো উচিত । আমরা এও জানি আমাদের সৃষ্টি কর্তা যখন আমাদের এই সুন্দর পৃথিবীতে পেরণ করেছেন তখন সৃষ্টিকর্তা কারো কোন জায়গা দেশ বা রষ্ট্র ফিক্সট করে দেন নাই বা কোন লাইসেন্স ও পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে দেন নাই বা কোন জাতিয় পরিচয় পত্র দেন নাই । তাহলে আজ কেন আমরা মানুষের চেয়ে বা তার জীবনের চেয়ে পাসপোর্ট ভিসা ও জাতিয় পরিচয়ের বেশি মূল্যায়ন করি । রোহিঙ্গা নামের একটি অসহায় জাতি আজ বিপদে আমাদের ভুলে গেলে চলবে না তারাও মানুষ । আমরা যদি একজন রোহিঙ্গাকে আমাদের নিজের সাথে মিলিয়ে দেখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আসলে একজন রোহিঙ্গা দিনের পর দিন কতটা অসহায় আর নিরুপায় হয়ে সাগরের এই মরন ফাঁদে পা দিয়েছেন । তাই আমি আবার বলছি জাতি ধর্ম ভুলে নিরবিশেষে আমাদের সকলকে সেই বিপদগামি অসহায় সাগরের ভেসে থাকা ভার্সমান মানুষগুলোর পাশে দাড়াতে হবে । চিরন্তর সত্য কথা মানুষ মানুষের জন্য ।
০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
মিনি বেগম বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২| ২২ শে মে, ২০১৫ দুপুর ১২:০৪
ব্লগার মাসুদ বলেছেন: আপনার সাথে সহমত ।
৩| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৪:৫২
চাঁদগাজী বলেছেন:
রেজিস্ট্রেশন করার পর, ২ সপ্তাহের মাঝে পোস্ট সামনের পাতায় আসার কথা; যদি সামনের পাতায় না আসে, এডমিনকে আপনার সমস্যা জানান।
৪| ২৪ শে মে, ২০১৫ সকাল ৮:৪৮
আরজু পনি বলেছেন:
অবশ্যই এদের পাশে আমাদের থাকা উচিত ।
মানুষ নিতান্ত অসহায় হয়েই এভাবে বিদেশে পাড়ি জমায় ।
তারপরও বলবো বোকারাই এমন করে...।
শুভেচ্ছা রইল।
৫| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:৩১
প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৫ রাত ১:৩৩
চাঁদগাজী বলেছেন:
আমাদের সরকার ও নেভীর উচিত সাগের থেকে মানুষকে কুলে নিয়ে আসা।
বিদেশীরা ঠিকই কিছু একটা করবে; আমাদেরগুলো খেয়ে দেয়ে গরুর মত ঘুমাতে যাবে।