![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা বলিতে চায় আমার এ মন
তাহা বলিতে না পারায় কষ্টে ভরলো জীবন ।
চাইনি বন্ধু অতটুক
পেয়েছি তোমার দেওয়া দুঃখ যতটুক ।
সে দুঃখ হলো আমার সুখের নীলা
কেউ কারো সাথে করে না যেন এমন প্রেমের খেলা ।
বহু আসা নিয়ে হলো দূর আসা
চাইনি বন্ধু আমি এমন কষ্টের ভালোবাসা ।
২৩ শে জুন, ২০১৫ সকাল ৭:৩১
মিনি বেগম বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রথম কমেন্টে ।
২| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০১
চাঁদগাজী বলেছেন:
অপেক্ষা করেন, সময় আছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৫ সকাল ৭:১৭
বাড্ডা ঢাকা বলেছেন: ভালো লাগলো কবিতা ।