নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিনি বেগম

আমি মিণারা বেগম মিনি ।এর বেশি কিছু বলার নাই ।লক্ষ নিজেকে গড়ে তুলার ।আর আসা একজন সত মানুষের কাছে নিজেকে তুলে দেওয়া ।অলড্যা বেস্ট সকলে ভাল থাকুন ।এবং পারলে আমার মত ছলনা কারীদের কাছ থেকে দূরে থাকার চেস্টা করুন ।\nআমিও তাই করি।

মিনি বেগম › বিস্তারিত পোস্টঃ

কচ্ছপ আর খরগোশের আর বাকশাল সরকারের রম্য গল্প

২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১০

আজ হঠাৎ কেন জানি সেই যে ছোট বেলায় কচ্ছপ আর খরগোশের রম্য গল্প পড়েছিলাম সে গল্পের কথা মনে পড়ে
গেল । কেন জানি আমার কাছে মনে হচ্ছে আমাদেশের বর্তমান সরকারের অবস্থান আর সেই খরগোছ আর কচ্ছপের রম্য
গল্পের পুরোপুরি মিলে যাচ্ছে ।
একবার ভেবে দেখুন যখন কচ্ছপ আর খরগোছ তারা দুইজন প্রতিযোগিতা করলেন তখন কচ্ছপ আর খরগোছ দৌড়দিলেন
খরগোছ যখন দেখলেন কচ্ছপ আস্তে আস্তে হেঁটে যাচ্ছে তখন খরগোছ এক দৌড়ে অনেক দূরে একটি গাছের নিচে বসে ভাবলেন কচ্ছপ এ পযন্ত আসতে তার অনেক সময় লাগবে তাই আমি একটু বিশ্রাম নিয়ে নেই । তখন সে বিশ্রাম করতে যেয়ে এমন এক ঘুম দিলেন সে ঘুম ভেঙ্গে দেখল কচ্ছপ তার অনেক
আগে তার গন্তর্ব্যে পৌঁছে গেছেন । আর খরগোছ পিছু পড়ে রইলেন ।
ঠিক আমাদের দেশের সরকারও একয়ই অবস্থা সে দেখছে তার সামনে রাস্তা খোলা তাই তার মন মতো সে দৌড়াচ্ছে ।
কিন্তু সোঁজা রাস্তায়ও গর্ত আছে আর সেখানে যে কোন দৌড় দেওয়া খেলোয়ার পা পিছলে ভুল ক্রমে হলেও পড়তে পারে
আর সে পড়ার জন্যই তাকে অনেক সময় জীবনের দৌড় প্রতিযোগিতায় অনেক পিছনে পড়ে যেতে হয় ।
ঠিক আওয়ামীলিগ সরকারেরও একদিন এই দৌড় প্রতিযোগিতায় সেই গর্তে পরে যেতে হবে যে গর্ত থেকে
আওয়ামীলিগ আর ওঠতে পারবে না ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৮

কাবিল বলেছেন: দৌড়াচ্ছেতো--- খরগোশের মতো ঘুমিয়ে নেই।

২| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩১

Suhag al Ahsan বলেছেন: আওয়ামী নয় আওয়ামী ইজ বেস্ট। ম্যাংগ পার্টিইতো গর্তে পরছে।

৩| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:

ঐ গল্পের সাথে মিল নেই।

আপনি কি বাকশাল সম্পর্কে কিছু জানেন, কে করতে চেয়েছিলেন, কি করতে চেয়েছিলেন?

৪| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৯

আলী আকবার লিটন বলেছেন: আফা কারে ভালা কমু ...আওয়ামীলীগ + বি এন পি + জাতীয় পার্টি+ জামাত+ বাম, রাম= বিষ


সুতরাং বিষের আবার ভাল মন্দ কি ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.