![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিহ্যাব ফেয়ারে গিয়েছিলাম শনিবারে। যা অফার দেখলাম তাতে বেস্টওয়ে গ্রুপকেই সবচেয়ে রিলায়েবল মনে হল (বড় কোম্পানীগুলো বাদে)। বড় কোম্পনাীগুলো নাগালের বাইরে।
আমি New Dhaka Model Town Phase 3 তে প্লট কিনতে চাচ্ছি। হস্তান্তর ২০২০ এ। ১০ বছর মেয়াদী কিস্তিতে নেব, সে হিসেবে ২০২৩ সাল পর্যন্ত কিস্তি।
আমি জানতে চাচ্ছি বেস্টওয়ে গ্রুপের অতীত কার্যক্রম কেমন? কেউ প্রতারিত হয়েছেন কিনা। আদৌ প্লট বুঝে পাব কিনা। জমি নিয়ে ঘাপলা আছে কিনা।
ধন্যবাদ সবাইকে।
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩০
মাইনাস টু বলেছেন: তাতে সমস্যা নাই ভাই। আমি ২০২০ সালে পাব তো?
৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩১
নাহিদ তামিম বলেছেন: যদিও বসুন্ধরা আমার পছন্দ না কিন্তু একমাত্র বসুন্ধরা ছাড়া অন্য কেউ এই পর্যন্ত প্লট দিতে পারছে বলে আমার মনে হয়না।
দেশে এত প্রতারনা দেখার পর আপনারা কিভাবে সাহস পান এইসব প্রজেক্টে প্লট কেনার??
৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৮
রাজীব বলেছেন: নাহিদ তামিম বলেছেন: যদিও বসুন্ধরা আমার পছন্দ না কিন্তু একমাত্র বসুন্ধরা ছাড়া অন্য কেউ এই পর্যন্ত প্লট দিতে পারছে বলে আমার মনে হয়না।
দেশে এত প্রতারনা দেখার পর আপনারা কিভাবে সাহস পান এইসব প্রজেক্টে প্লট কেনার??
বসুন্ধরাও তাদের বারিধারা প্রজেক্ট ছাড়া অন্যগুলোতে প্লট হস্তান্তর করে নি। হাতে গোনা কিছু হাউজিং (যেমন: ইস্টার্ন হাউজিং, আমিন মোহাম্মদ, মোহাম্মদিয়া হাউজিং ইত্যাদি) ছাড়া অন্য কোন হাউজিং এর রেজাল্ট ভালো নয়।
পারলে হাউজিং ছাড়া অন্য কোন জায়গা দেখে শুনে কিনুন যেখানে এখনই দখল বুঝএ পাবেন।
৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৪
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: নগদ এ বিশ্বাসী হন............. কিস্তি থেকে ১০০ ............. থাকুন তা যত ভাল কোম্পানী হয়
ভাই কোম্পানী আইনে বিলোপসাধন বলে একটা কথা আছে....
৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৪
আউটকাস্ট বলেছেন: ভাই, নগদ কিনুন, বা টাকা অন্য কোথাও খাটান...
আমার রুপা্য়ন হাউজিং নিয়ে অভিগ্গতা আছে...আপনার পরিচিত সবাইকে রুপায়ন থেকে কিছু কেনার আগে, ১০০০ বার চিন্তা করতে বলবেন...
৭| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৬
আরিফ আহমেদ বলেছেন: এডভেটাইজ মনে হচ্ছে
৮| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪
রাজীব বলেছেন: একবার রুপয়নে একটি বুকিং প্রায় দিয়েই ফেলেছিলাম, অনেক চিন্তা করে পরে আর বুকিং দেই নি।
আউটকাস্ট ভাই রুপায়ন নিয়ে বিস্তারিত জানান।
৯| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৩
মাইনাস টু বলেছেন: নগদে কেনা আরও বেশী রিস্কি নয় কি? আমি পুরো টাকা দিয়ে দিলাম, তারা ডেভলাপমেন্ট করলো না, তখন কি হবে? নগদ বা কিস্তি যাইই কিনি না কেন, প্লট তো হস্তান্তর ২০২০ এ।
নগদে কিনলে তো এখনই রেজিঃ করে দেবে বলছে, কিন্তু আমি নগদে কিনতে আগ্রহী না। কিস্তিতে যে দাম পড়ছে, নগদ টাকা ব্যাংকে FDR করে রাখলে ১০ বছর পরে কিস্তির দামের সমানই হয়। তারমানে কিস্তিতে নিলেও time value of money হিসেবে আমাকে বেশী দিতে হচ্ছে না।
আর বেস্টওয়ের তো আরও অনেক প্রজেক্ট আছে, সেগুলো এই বছরের শেষ থেকে হস্তান্তর শুরু হবে। আমি প্রধানত এইসব প্রজেক্টের ক্রেতাদের ফিডব্যাকটা চাচ্ছিলাম, তারা কোন প্রতারণার স্বীকার হয়েছেন কিনা। সেরকম কেউ নেই মনে হচ্ছে।
১০| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৫
মাইনাস টু বলেছেন: পূর্বাচলের ৯৯% কোম্পানীতেই সমস্যা আছে সেটা জানি, কিন্তু বেস্টওয়েকে আমার মোটামুটি জেনুইন মনে হয়। কোন পত্রিকায় এদের সম্পর্কে খারাপ কিছু পড়ি নি। আর, এদের অন্য ভেন্ঞ্চারও আছে, শুধু রিয়েল এস্টেট না। এজন্যই একটু আগ্রহী।
১১| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৭
আউটকাস্ট বলেছেন: @রাজিব, রুপায়ন নিয়ে আমার অভিগ্গতা আমার আগের পোস্ট গুলো পড়েন, পেয়ে যাবেন...
১২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৮
রাজীব বলেছেন: কেন হাউজিং থেকেই কিনতে হবে? প্রইভেট ল্যান্ড, উচু জমি, যেখানে গাড়ি নিয়ে যাওয়া যায়, এরকম জায়গা কাগজ-পত্র দেখে কিনুন।
যে জমির অস্তিস্ত নেই, শুধু ম্যাপ ও বিগ্গাপন দেখে সেসব জমি কিনবেন না।
ঢাকার আশে পাশে, সাভার, গাজিপুর, ডেমরা, রুপগন্জে ২-৩ লাখ করে শতাংশ অনেক জমি পাবেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:০০
পাকাচুল বলেছেন: ২০২০ সালে হস্তান্তর?
দেখা যাবে, আপনাকে যে জায়গা দেখালো, সেই জায়গা এখনো ২০ ফুট পানির নিচে, অন্য কারো মালিকানায়।
আপনার থেকে টাকা নিয়ে তারা ঐ জায়গা কিনবে, তারপর আপনাকে বিক্রি করবে।