নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

There will never be no love at all.

মাইনুল পাভেল

You say you love rain, But you use an umbrella to walk under it. You say you love sun, But you seek shade when it is shining. You say you love wind, But when it comes... you close your window. so.. that's why I'm scared when you say' you love me.....

মাইনুল পাভেল › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন ধনঞ্জয় বিশ্বাস । আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এ বাংলাদেশের প্রথম রুপা জয় ।

১৫ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৮

আমাদের চারপাশে সারাক্ষণই কোনও না কোনও দুঃসংবাদ । সংবাদপত্র আর প্রত্রিকার পাতায় পাতায় খুন ,হত্যা , গুম ইত্যাদি সংবাদে ভরপুর । এরই মাঝে কিছু কিছু মানুষ নিরবে নিভৃতে দেশের মানুষের মুখ উজ্জ্বল করে চলছে । তেমনি এক সুসংবাদ নিয়ে এসেছে ধনঞ্জয় বিশ্বাস ,আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এ বাংলাদেশের পক্ষে প্রথম রুপা জয় করার মাধ্যমে ।



আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের পক্ষে ২৫ নম্বর পেয়ে প্রথম রুপার পদক পেল ধনঞ্জয় বিশ্বাস। এ ছাড়া, বাংলাদেশ এবার দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে।

ধনঞ্জয় চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বাবা মিলন কান্তি বিশ্বাস একজন ব্যবসায়ী এবং মা স্বাস্থ্যসহকারী স্বপ্না রানী দে খুব খুশি ছেলের এই সাফল্যে। দুই ভাইয়ের মধ্যে ধনঞ্জয় বড়। দ্বিতীয়বারের মতো এবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেয় ধনঞ্জয়। উল্লেখ্য, গত বছর নেদারল্যান্ডে অনুষ্ঠিত ৫২তম আইএমওতে ব্রোঞ্জ পদক অর্জন করে ধনঞ্জয়। বড় হয়ে গণিত ও পদার্থ নিয়ে পড়তে চায় ধনঞ্জয়।

বাংলাদেশের এবারকার যাত্রা অষ্টমবারের মতো। ১৯৫৯ সাল থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আয়োজন শুরু হয়। ২০০৪ সালে গ্রিসে অনুষ্ঠিত ৪৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান যোগ দেন। বাংলাদেশ সেখানেই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পূর্ণ সদস্যপদ লাভ করে। ২০০৫ সালে মেক্সিকোয় অনুষ্ঠিত ৪৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম অংশ নেয়।

আইএমওতে বাংলাদেশের শিশুকাল কাটলেও এরই মধ্যে আমাদের অর্জন খুব একটা খারাপ নয়। ২০০৯ সালে জার্মানির ব্রিমেনে আইএমওর সুবর্ণজয়ন্তীর ৫০তম আয়োজনে সামিন রিয়াসাত ও নাজিয়া চৌধুরী প্রথমবারের মতো অর্জন করে দুটি ব্রোঞ্জ পদক, ২০১০ সালে কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত ৫১তম আইএমওতে তারিক আদনান এবং ২০১১ সালে নেদারল্যান্ডের আমস্টারডামে ৫২তম আইএমওতে ধনঞ্জয় বিশ্বাস ব্রোঞ্জ পদক পায়। গত ছয় বছরে চারটি ব্রোঞ্জ পদক এবং ১৩টি ‘অনারেবল ম্যানশন’ অর্জন করেছে বাংলাদেশের খুদে গণিতবিদেরা।

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি সারা দেশে গণিত উত্সবের মাধ্যমে আইএমওর জন্য বাংলাদেশ দলের সদস্যদের নির্বাচন করে থাকে।



এবার বোধহয় স্বর্ণপদক পাবার আশা করতেই পারি আমরা ।

এগিয়ে যাও ধনঞ্জয় , এগিয়ে যাও বাংলাদেশের খুদে গণিতবিদেরা।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১২ রাত ১২:২৪

মাইনুল পাভেল বলেছেন: পোস্টটি নির্বাচিত পোষ্ট এ স্থান দেয়ায় মোডারেটর কে অনেক ধন্যবাদ ।

২| ১৬ ই জুলাই, ২০১২ রাত ১২:৩২

আমি ছড়াকার বলেছেন:
আমাদের সমাজের হিরো হওয়া উচিত এই ধরনের প্রতিভারা। তা না হয়ে হয় যতসব চোর ছ্যাচড় আর গুন্ডার দল।

১৬ ই জুলাই, ২০১২ রাত ১২:৩৯

মাইনুল পাভেল বলেছেন: ঠিক বলেছেন । কিন্তু এর দায়ভার আমাদেরই নিতে হবে । আমরা এদের যথাযথ মূল্যায়ন করি না বলেই একদিন এরা আমেরিকা , ইউরোপ এ চলে যায় , আর দেশ হারায় অসাধারণ কিছু প্রতিভা । আর ভাই চোর ছ্যাচড় আর গুন্ডার দলকে কিন্তু আমরাই ভোট দেই ।

৩| ১৬ ই জুলাই, ২০১২ রাত ১:০১

িবদ্রোহী কন্ঠ বলেছেন: অভিনন্দন ।
!:#P !:#P !:#P !:#P

১৬ ই জুলাই, ২০১২ সকাল ৮:৫২

মাইনুল পাভেল বলেছেন: ধন্যবাদ ।

৪| ১৬ ই জুলাই, ২০১২ রাত ২:৫৫

ফেলুদার চারমিনার বলেছেন:

অভিনন্দন অভিনন্দন অভিনন্দন অভিনন্দন অভিনন্দন অভিনন্দন অভিনন্দন অভিনন্দন অভিনন্দন অভিনন্দন অভিনন্দন অভিনন্দন

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৬ ই জুলাই, ২০১২ সকাল ৮:১৩

মাইনুল পাভেল বলেছেন: আপনার ভক্তদের তালিকায় আমার নাম উপরের দিকেই থাকবে । আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ ভিজিট করার জন্য ।

৫| ১৬ ই জুলাই, ২০১২ ভোর ৬:৪২

এবিসি১০ বলেছেন: অভিনন্দন ধনঞ্জয় বিশ্বাস।

১৬ ই জুলাই, ২০১২ সকাল ৮:৫৪

মাইনুল পাভেল বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.