নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনঠে বাহে জাগো! রেঁনেসা চাই! ধর্মহীন বাংলাদেশ গড়ে তুলুন, আড়মোড়া ভেঙ্গে জেগে উঠুন।

শ্রীঘর

অসাম্প্রদায়িক মনভাবাপন্ন।

শ্রীঘর › বিস্তারিত পোস্টঃ

সৎ নাস্তিকেরা পাপের শাস্তি থেকে পরিত্রাণ পাবে: পোপ। সুত্র: প্রথম আলো

২৫ শে মে, ২০১৩ রাত ৯:৫৬

সুত্র: প্রথম আলো পোপ বলেন, ওই ক্যাথলিক এক যাজককে জিজ্ঞেস করছিলেন, যিশু নাস্তিকদেরও পরিত্রাণ করবেন কি না। তখন পোপ বলেন, ‘হ্যাঁ তাদেরও, এবং প্রত্যেকের জন্যই করবেন।...আমাদের সবার কাজ হলো ভালো কাজ করা।’

ভ্যাটিক্যান রেডিও জানায়, পোপ উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, ‘ভালো কাজ করলেই শুধু মুক্তি মিলবে।’

গত বুধবার নাস্তিক ও ধর্মে অবিশ্বাসী এমন ব্যক্তিদের সঙ্গে দেখা করেন পোপ। তাঁর এ দৃষ্টিভঙ্গি সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের আচরণের বিপরীত। বেনেডিক্ট ক্যাথলিক নন, এমন লোকজনকে দ্বিতীয় শ্রেণীর বিশ্বাসী বলে মনে করতেন।

হাফিংটন পোস্টের সঙ্গে কথা বলার সময় ফাদার জেমস মার্টিন পোপ ফ্রান্সিসের হিতোপদেশের ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘পোপ ফ্রান্সিস আগের যেকোনো সময়ের চেয়ে পরিষ্কারভাবে বলেছেন, যিশু সবার জন্য আত্মত্যাগ করেছেন...এত প্রবলভাবে, আনন্দচিত্তে খুব কম ক্যাথলিককেই এ ধরনের কথা বলতে দেখা গেছে।’

জেমস মার্টিন আরও বলেন, ‘ধর্ম নিয়ে বিতর্কের এই যুগে ঈশ্বরকে ক্ষুদ্র বিবেচনায় আটকে না রাখাই সময়োচিত।’

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:০০

কষ্টবিলাসী বলেছেন: প্রথম আলো থেকে কপি করলেন অথচ সুত্র উল্লেখ করলেন না।

এনিওয়ে, পোপকে আগে পরিত্রাণ পেতে বলেন তারপর নাস্তিকদের বিষয়ে সবক দিতে বলেন। আর ঐ খবরে এতো লাফানোর কিছু নাই।

২| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:১৬

জাগরূ৪৯ বলেছেন: কষ্টবিলাসী বলেছেন: পোপকে আগে পরিত্রাণ পেতে বলেন তারপর নাস্তিকদের বিষয়ে সবক দিতে বলেন।

সার কথা।

৩| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:২৬

হাসান বৈদ্য বলেছেন: সব ধর্মের অনুসারীরা ভাবে অামরাই ঠিক অন্য সবাই কাফের, নাস্তিক। আল্লাই ভালো জানেন তিনি কাকে মাফ করবেন।

৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:২৮

শ্রীঘর বলেছেন: আসলে আল্লাহ ছাড়া আর কোন পরিত্রান দাতা নাই। আমিন।

৫| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:৪৬

আহসান ০০১ বলেছেন: পোপকে আগে পরিত্রাণ পেতে বলেন তারপর নাস্তিকদের বিষয়ে সবক দিতে বলেন। আর ঐ খবরে এতো লাফানোর কিছু নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.