নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনঠে বাহে জাগো! রেঁনেসা চাই! ধর্মহীন বাংলাদেশ গড়ে তুলুন, আড়মোড়া ভেঙ্গে জেগে উঠুন।

শ্রীঘর

অসাম্প্রদায়িক মনভাবাপন্ন।

শ্রীঘর › বিস্তারিত পোস্টঃ

বিয়ের প্রয়োজনীয়তা আদৌ আছে কি? লেখক তাসলিমা নাসরিন

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০

মানুষ বিয়ে করে কেন? নির্বিঘ্নে যৌন সম্পর্ক করা, সন্তান জন্ম দেওয়া-–এর জন্য বিয়ের তো দরকার নেই!

মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনও প্রাণীর মধ্যে বিয়ের কোনও রীতি নেই, অথচ দিব্যি তারা একত্রবাস করছে, সন্তান জন্ম দিচ্ছে, সন্তানকে খেটে খুটে বড় করছে। পরস্পরেরর প্রতি বিশ্বস্ত থাকার জন্যও বিয়েটা জরুরি নয়।

অনেক প্রাণী আছে যারা যৌবনের শুরুতে যে সঙ্গী বেছে নেয়, সেই সঙ্গী নিয়েই দিব্যি সুখে শান্তিতে বাকি জীবন কাটিয়ে দেয়। অন্য কারও জন্য লোভ করে না, কাউকে নিয়ে আবার নতুন সংসার পাতার কোনও স্বপ্ন আর দেখে না। অবিশ্বাস্যরকম বিশ্বস্ত, একগামী। যত দূরেই যাক, যত সমুদ্রই পেরোক, যত বয়সই বাড়ুক, ঘরে ফিরে পুরোনো সেই সঙ্গীকেই চুমু খায়, তার বুকেই মাথাটা রাখে। পরকীয়া কাকে বলে, বহুগামিতা কাকে বলে, বিশ্বাসঘাতকতা কাকে বলে জানেই না।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

মাধব বলেছেন: সেটাই।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

সখীন লোক বলেছেন: মজা পাইলাম

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

লেখোয়াড়. বলেছেন:
যার ইচ্ছা হয় বিয়ে করুক, ইচ্ছা না হয় বিয়ে না করুক মাগার ফাজলামি করা চলবো না।

বুঝছেন??

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

লাজুক লতা আমি বলেছেন: তাহলে তার এতগুলা স্বামী হইল কি করে? কিংবা তার পিতার এতগুলো সন্তান হইলে কি করে?

তাসলিমা বাপ হই তো ভাবছে সেই দিন কেন তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম না ;)

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

সালমান মালিক বলেছেন: তাই ত কই.......তাসলিমা ত মাল খাইয়া এত মোটা হইছে.....

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪০

পিচ্চি হুজুর বলেছেন: আমি দেখছি যাদের নিজের ঘর টিকে না, যারা স্বামী জুটাইতে পারে না ঠিকমত তারাই এসব কথা বলে। আমার পরিচিত ফেমিনিস্ট মহিলারা, বিবাহ প্রথার বিরোধী মহিলারা হয় স্বামীর গুতা খাইয়া ঘর ছাড়ছে আর নইলে বিয়া হয় নাই দেইখা চ্যাটাং চ্যাটাং কথা কয়। সব হইল ভন্ড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.