![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাম্প্রদায়িক মনভাবাপন্ন।
বিয়ে নামের অপ্রয়োজনীয় একটি প্রথা মরে পড়ে থাকবে একদিন। আগামী দিনের সমাজবিজ্ঞানীরা ইতিহাস খুঁড়ে বিয়ের ফসিল আবিস্কার করবেন, আলোকিত মানুষকে পুরোনো দিনের গল্প শোনাবেন। --‘পৃথিবীতে একটি যুগ ছিল, সে যুগের নাম অন্ধকার যুগ। সেই অন্ধকার যুগে একটি প্রথা দীর্ঘদীর্ঘকাল টিকে ছিল, প্রথাটির নাম বিয়ে’।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
আবু শাকিল বলেছেন: ভদ্র মহিলা জরায়ু স্বাধীনতা চান।
সো বোঝতে হপে
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১
আমি মিন্টু বলেছেন: ওর মাথায় মনে হয় কিছু গন্ডগোল ছিল ।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
রাজ খান ইমন বলেছেন: Pagol
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
রাজ খান ইমন বলেছেন: Beshha
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
আনন্দ কুটুম বলেছেন: বাহ.। উপরের কমেন্ট গুলোতে কি সুন্দর করে সবাই সবার পরিচয় দিয়ে গেল।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
shiponblog বলেছেন: @
কুটুম
চোর কে চোর বললেই দোষ।
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৬
রোলেন বলেছেন: চোরকে চোর বললে দোষ হয় না। মাগী বললে দোষ হয়। অবশ্য মেয়ে চোরকে মাগী বলে সম্বধন করা যেতে পারে। আমি এখনও অনেক গালাগালি করি কিন্তু কোন ছেলেকে মাগী বলে গালি দিই নাই।@ কুটুম সাহেবের কথা বুঝার মত লোক এখন এই ব্লগে বিরল প্রাণী।
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩০
দেবজ্যোতিকাজল বলেছেন: : তসলিমার সাথে বাংলাদেশ অন্যায় করছে
http://www.somewhereinblog.net/blog/debajyotikajal/30088469
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫
তট রেখা বলেছেন: চার চার টি বিয়ে করে নিজেদের চরিত্রগত কারণে যাদের বিয়ে অসফল হয় ও ফলশ্রুতিতে যারা পাবলিক প্রোপার্টিতে পরিণত হন, তারা বিয়ের বিরূদ্ধে বলতেই পারেন। এটা হলো সেই লেজ কাটা শিয়ালের গল্পের মত যে অন্য শেয়ালকে লেজ কাটতে আহবান করেন। আর হ্যাঁ, নারীবাদের তথাকথিত জননী মেরী ওলস্টোন ক্র্যাফটও চারটি বিয়ে করে ব্যার্থ হয়ে বিয়ে বিরোধী আওয়াজ তুলেছিলেন। তসলিমা নাসরিনের ভবিষ্যত বাণী সত্য হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। কিয়ামতের পূর্ব মুহুর্তে পৃথিবীতে কোনো নেক বান্দা থাকবেনা, তখন পৃথিবীতে থাকবে মহা পাপীদের রাজত্ব। সে সময় তসলিমা নাসরিন বা মেরী ওলস্টোন ক্র্যাফট এর গুণমুগ্ধ অনুসারীরা এ ধরাকে উন্মুক্ত বেশ্যালয়ে পরিণত করতেই পারেন। আমাদের সামনে কি সে লক্ষণ স্পষ্ট নয়?
০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
শ্রীঘর বলেছেন: তাসলিমা কিন্তু নিজের দোয স্বীকার করেছেন। এ পৃথিবীতে কেহই পূর্ণাঙ্গ বা সঠিক জীবন যাপন করতে পারে না। পৃথিবী জন্ম নেওয়ার পর ঠেকে ঠেকে শিখে...
এই বিষয়ে তাসলিমার বক্তব্যটি নিন্মরূপ...
যখন জানতাম না যে বিয়েটা আসলে নারীর ওপর পুরুষের প্রভুত্ব কায়েম করার একটা সামাজিক চুক্তিপত্র ছাড়া কিছু নয়। কেউ কেউ ঘা খাওয়ার আগে শেখে, কেউ কেউ আবার ঘা খেয়ে শেখে। আমার না হয় একটু ঘা খেয়েই শেখা হল। কিন্তু শেখা তো হল। কত কাউকে দিনরাত দেখছি, কোনওকিছুই যাদের কোনওকিছু শেখাতে পারে না।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩
অমিত অমি বলেছেন: তাহার মা মনে হয় বিয়ের আগেই তাকে জন্ম দিয়েছিল।