নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুলাংশে নামানুষ!

মীর মোহাম্মদ আরিফুল হাসান

আমিও স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি!

মীর মোহাম্মদ আরিফুল হাসান › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গা সমস্যা এবং সমাধানে বাংলাদেশ এর করনীয়।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৪৮

রোহিঙ্গা সমস্যার মূলে রয়েছে এক
ধরনের সাম্প্রদায়িক রাজনীতি।
রাখাইন ষ্টেট তথা আরাকানের
ব্যাবসা বানিজ্য অনেক আগে থেকেই
রোহিঙ্গাদের দখলে। আল্লাহর অশেষ
রহমতে রোহিঙ্গাদের সন্তান
উৎপাদনের ক্ষমতাও বাঙালী
মুসলমানদের মতই ঈর্ষনীয়, ফলে
সেখানকার রাখাইনরা এমন এক
আশংকায় পড়ে গিয়েছিল যে
আরাকান অচিরেই ধনে জনে
রোহিঙ্গাপ্রধান হয়ে উঠবে। তাই সময়
থাকতেই রাশ টেনে ধরার এই ব্যাবস্থা।
এমনকি রোহিঙ্গা যুবক-যুবতীদের বিয়ে
করার জন্য সরকারী অনুমোদন নিতে হয়
এবং বলাইবাহুল্য, সে অনুমোদন
সাধারনতঃ মেলে না। আরাকানে এই
প্রকৃয়া বাস্তবায়নে সবচেয়ে সক্রিয়
গোষ্ঠী হলো সেখানকার বৌদ্ধ ভিক্ষু
সম্প্রদায়, তারা আবার সমগ্র
মিয়ানমারের ভিক্ষু সম্প্রদায়ের
আশির্বাদপুষ্ট। আর মিয়ানমারে বৌদ্ধ
জনগোষ্ঠীর মধ্যে ভিক্ষুদের প্রভাব খুবই
বেশী। সে কারনেই সেখানকার
সরকার, রাজনৈতিক দল, অং সান সুচি,
কেউই রোহিঙ্গাদের পক্ষে নেই।
যাই হোক, বাংলাদেশ এখন এ বিষয়ে
নিশ্চিতভাবেই এক গ্যাঁড়াকলে পড়ে
গেছে। ঘরে বাইরে বহু পক্ষ এর দায়
নির্বিকার চিত্তে বাংলাদেশের
উপরেই চাপিয়ে দিচ্ছে। সংযুক্ত
আমিরাত এতটাই ক্ষেপেছে যে
বাংলাদেশ থেকে শ্রমিক নেয়াই বন্ধ
করে দিয়েছে। দেশে বিদেশে সকল
সুশীল সমাজের ঐক্যকদ্ধ সিদ্ধান্ত-
মিয়ানমার যাই করুক, বাংলাদেশের
উচিৎ মানবতার স্বার্থে
রোহিঙ্গাদের আশ্রয় দেয়া।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

শিখণ্ডী বলেছেন: মিয়ানমার রোহিংগাদের বিয়ে বন্ধ করে ঠিক করছে না। রোহিংগা পুরুষদের খাসি করিয়ে বিয়ের অনুমতি দিতে পারে। তাহলে আর রোহিংগা বেড়ে যাওয়ার কোনো ভয় থাকে না।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫২

মীর মোহাম্মদ আরিফুল হাসান বলেছেন: হয়তবা।।।হতেও পারে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.