![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
ভাবী হয়ে আসো তুমি জীবনের ভোরে,
রুপে রসে বন্যা তুমি বহাও গো জোরে।
নহ মাতা, নহ বধু, নহ তুমি কন্যা,
দেবরের তরে তবু পৃথি রসে বন্যা।
স্নেহের পরশ তবু কতই না মধুর,
তোমারে বাসে না ভালো কোন সে অসুর?
মাতা যদি সর্গে হাসে মর্তে তুমি কাঁদো,
দেবর ননদ সব স্নেহ ডোরে বাধো।
রুপে গুনে রসে তব মনোহর বেশ,
শাসনের ছলে মিলে প্রীতি রয় রেশ।
মনের কথাটি যবে বলি মৃদু সরে,
লহ বুঝে সব কথা বধু আনো ঘরে।
সাজাও তাহারে তুমি ছো্ট বোন যথা,
সালাম করি তোমাদের ভাবী শেষ করি কথা।
©somewhere in net ltd.