![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
থাকব না আর চুপটি করে, দেখবো এবার যাদুর ফাকে,
কেমন করে বাড়ছে মানুষ, সামুর এই ব্লগটাতে।
ভালো লাগলে পছন্দ করি, মন্তব্য পরে ঝাকে ঝাকে,
ভালো লেখার চেষ্টা করি, পরতে চাইনা ঘুর্ণিপাকে।
সামু মানে পাশে থাকা, মনের কথা খুলে বলা,
নিয়মিত উৎসাহ নিয়ে, এভাবেই পথে এগিয়ে চলা।
নোংরা কথা এড়িয়ে যাওয়া, ভালো লেখায় মনোনিবেশ ফেলা,
যুক্তি দিয়ে খন্ডন করে, চায়ের কাপে ঝড় তোলা ।
ভালো হয়ে বেঁচে থাকা, নিয়ম কানুন অনুসরন করা,
সময় বুঝে সময় দেয়া, এই হল ভাই সামুর সংকল্প ছড়া।
©somewhere in net ltd.