![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
ইচ্ছা ছিল কবি হবো, হতে পারিনি,
লিখলেই যে হয়ে যাবো, সেটাও মানিনি।
অভ্যাসটা রপ্ত করা এখনও হয়নি,
মনের অবস্থা কিন্তু কেউ বোঝেনি।
লিখে যাচ্ছি প্রতিটি চরণ, ইচ্ছের অযুহাতে,
মনের আবেগ তবু পাচ্ছে না তৃপ্তি তাতে।
উড়ে বেড়াচ্ছে শব্দমালা, মনের ঝরনাতে,
অলসতা উকি মারে, প্রতিটি সময়ের রাতে।
এভাবেই ডুবে যাচ্ছে, শব্দের স্বাচ্ছল্যতা,
বেকে যাচ্ছে প্রতিটি চরণ, অসুস্থ হচ্ছে ডাইরীর পাতা।
©somewhere in net ltd.