![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
বিসাধ শান্ত এ মন,
ঘুচিছে নিশার হরণ,
এ বুঝি চৈত্রেরও গগণ।
অনিমেষ রুপকথা আজ, আষাড়ে উদিলো,
এ যেন আলো বুঝি তার, আসল রুপে ফিরিলো।
বিজনো সান্ত হীয়া, দীন শেষে এল বেলা,
কিছুতেই নাহি বুঝি, এ মনে চলছে কি খেলা।
বুঝেছি আলোর স্বপন, যাবে না মিছে বারণ,
দিপ্ত রেখা যে তার, এখনো বিরল,
জ্বলিবে অশ্ব শিখা, চির অবিরল।
হয়েছি উম্মাতাল এ আলোড়নে,
জানিনা কি আছে কপালে,
কাটাতে পারি যেন দিন রাত শয়নে স্বপনে,
এ প্রার্থনা করি মনে মনে।
©somewhere in net ltd.