![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
ঘুমের সাথে শখ্যতা নিয়েই তো টিকে আছি। তুবও মাঝে মাঝে এই ঘুম যেন ফাকি দিয়ে অনেক কিছু বলতে যায়। সময়ের সুর সময়ে না বাজাতে পারার আক্ষেপ, আর অসময়ে সুরের ছন্দপতনের আঘাত বার বার জানান দিয়ে যায় যে, পারলে মানুষ হও এখনো সময় আছে।
ঘষামাজা অনুভুতিগুলোকে টিকিয়ে রাখার বৃথা চেষ্টা, আর অলসতার বিশাল চাদর নিয়ে জীবন কাটানো সত্যিই দু:খময়।
বিচিত্র প্রতিটি রজনীর কালো আধার যখন একই রকম মনে হবে তখন ভেবে নিয়ো তোমার দেখায় ভুল আছে, সে ভুল যেন শুধুই আনন্দের।
©somewhere in net ltd.