![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
মানুষের কিছু কাজের ফাঁকে, কিছু উদ্দেশ্য থাকে,
তাই আগ্রহটাকে সামনে রেখে, বাড়াতে চায় জ্ঞানের পরিধীকে।
মানুষের স্বভাবের এই আকাংখা, সব সময় ভালো নয়,
অন্যের অনিষ্ট করার চিন্তা যখন, এই মনের ভেতর রয়।
দেখিবার, জানিবার ও বুঝিবার, বিভিন্ন রুপে ও ছলে,
বিচিত্র কৌশলে তারা সর্বক্ষণ, থাকে ডানা মেলে।
মানুষ ভাবে না কেনো, কি তাহার দোষ,
অভাগারাই ভোগে শুধু, আর করে আফসোস।
জ্ঞানের পরিধী আজ, বাড়িয়াছে কত,
তবু কেনো জ্ঞানহীন, হয় শত শত।
২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ জগতারন ভাইয়া এত সুন্দরভাবে মন্তব্য করার জন্য।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর পোস্টে ভালো লাগা জানিয়ে গেলাম।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৮
জগতারন বলেছেন:
অনিষ্ট করার ইচ্ছা থাকা এই সমস্ত মানুষের মনের মাঝে ইবলিস শয়তান বাস করে।
সে একবারও বুঝার চেষ্টা করে না যার অনিষ্ট সে করতেছে তাকে এই পর্যন্ত আসতে কি পরিমান
কষ্ট ও পরিশ্রম করতে হয়েছে।
পরে দেখা যায় প্রকৃতি অনিষ্টকারিকে কি পরিমান সাস্তি দিয়েছে।
কবিতায় ভালো লাগা রহিল।
কবির প্রতি সুভেচ্ছা জ্ঞাপন করছি।