![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
জীবনে চলার পথে রয়েছে,
হাজারো বাধা আর বিপত্তি,
তাই বলে কি থেমে রয়েছে কারো,
পথ চলার আপত্তি।
সুখ আসুক আর দু:খ আসুক,
ব্যাথা আসুক আর কান্না আসুক,
আমারা চাই অতীতকে পেছনে ফেলে,
শুধুমাত্র ভবিষ্যৎ দিনগুলী হাসুক।
দু:খ তো আসবেই, তা না হলে
কি করে সুখের স্বাদ পাবো,
অন্ধকার না কাটিয়ে কি করে,
আলোকে শীঘ্রই দেখতে পাবো।
তবে দিন আসে দিন যায়,
সেই দিন তবু আসে না,
প্রতিদিন হাসি তবু,
মন কেনো হাসে না।
২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
মীর সাজ্জাদ বলেছেন: সে আশাতেই আছি ভাই।
২| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
চাঙ্কু বলেছেন: মন হাসুক!
২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫০
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।
৩| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২১
আশিকুজ্জামান শাহীন বলেছেন: মন হাসে না
২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫১
মীর সাজ্জাদ বলেছেন: আশায় আছি ভাই, কোন এক সময় হয়তো হাসবে।
৪| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৭
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তবে দিন আসে দিন যায়,
সেই দিন তবু আসে না,
প্রতিদিন হাসি তবু,
মন কেনো হাসে না।
.............................................................................
মনের ইচ্ছা পূরন হলে মন হাসবে