নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

নিরাপদ কাকার বাড়ি ফেরার সেই রাত।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮



একদম অজপাড়া গাঁ বলতে যা বোঝায় তেমনি একটি গ্রামের ছেলে নিরাপদ কাকা। সাদামাটা গ্রাম যেন সবসময় ফসলের হাসিতে মুখরিত থাকে। গ্রামের রাস্তাগুলো কাঁচা তাতে গরুর গাড়ি আর ঠেলাগাড়ি ছাড়া অন্য কিছু চলে না। বাস স্টেশন যেতে হলে এসব গাড়িতে ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগে যায়। নিরাপদ কাকা কিছু পড়ালেখার করার সুবাদে শহরে একটা ছোট চাকরী পেয়েছিল, কিন্তু শহরে থাকতে তার কিছুতেই ভালো লাগত না। গ্রামের কথা মনে পড়লেই কষ্টগুলো সম্প্রসারিত হয়ে যেত। তাই মাকে প্রতিনিয়ত চিঠি লিখত, তার মা ও ছেলের চিঠির উত্তর পাঠাতো। একদিন চিঠিতে মা লিখেছিল তার নাকি শরীর অসুস্থ হয়েছে। এমনিতেই দূরে থাকা নিরাপদ কাকার মন আরো বেশি অস্থির হয়ে উঠল বাড়িতে যাওয়ার জন্য। সেবার ছিল বর্ষাকাল। বৃষ্টি বাদলের দিন। বৃহস্পতিবার বাড়িতে যাবে বলে সিদ্ধান্ত নিল। কিন্তু ওইদিন কাজের চাপ বেশি থাকায় রউনা দিতে রাত হয়ে গেল, অন্যসময় হলে সে কখনোই রাতে রউনা দিত না। যাই হোক অবশেষে সে বাসে উঠে পড়ল বাড়ির উদ্দেশ্য। এদিকে হালকা বৃষ্টিও হয়ে গেল। নিজেদের বাস স্টেশন এসে যখন পৌঁছালেন সে, তখন রাত কয়টা বাজে তা তিনি জানেন না, তবে আন্দাজ করতে পারছেন হয়তো রাত দুইটা কি তিনটা। এত রাতে কোনো ঠেলাগাড়ি পাওয়াও যাবে না। তাই হেঁটেই যেতে হবে বাড়ি পর্যন্ত। বুকে সাহস নিয়ে হাঁটতে থাকলেন। আমাবস্যার রাত চারিদিক হো হো করে বাতাস বয়ে যাওয়ার শব্দ, ঝি ঝি পোকার ডাক, আর মাঝে মাঝে ডাহুক পাখির কুহ কুহ আওয়াজ যেন ভয়কে কয়েকগুন বাড়িয়ে দিচ্ছে। আমি গ্রামের ছেলে এই বলে নিজেকে নিজে সাহস দিচ্ছেন। হঠাৎ দেখতে পেলেন ব্রিজের উপর একদল শিয়াল আড্ডা দিচ্ছে, কি করবেন ভেবে নিরাপদ কাকা পকেট থেকে ম্যাচ বের করে একটা বিড়ি ধরালেন, তারপর রাস্তার পাশে থেকে একটা বাঁশের টুকরা ভাঙলেন, ভাঙার পর বুঝলেন এটা একটা পুরানো কবরের খোটা। তারপর তা নিয়েই সামনে এগিয়ে গেলেন, কিন্তু শিয়ালদের ভাব চক্কর খুব একটা ভালো না, শিয়ালেরা আগুন দেখে ভয় পায় তাই চিন্তা করলেন আগুন জ্বালাই, খুঁজতে থাকলেন কোথাও কিছু পাওয়া যায় কিনা আগুন জ্বালানোর জন্য। অবশেষে রাস্তার পাশের এক বাড়ির উঠনে কিছু পাটখড়ি পেলেন, পাটখড়ি গুলো শুকিয়ে বান্ডিল করে দাড় করিয়ে রাখা হয়েছে। বৃষ্টি হওয়ায় উপরের পাটখড়ি গুলো ভিজে আছে, তাই উপরের গুলো সরিয়ে ভিতরের গুলো বের করার চেষ্টা করতে লাগলেন। তাতে এমন ঘটনাই ঘটল যে সব পাটখড়ির বান্ডিল নিচে পরে গেল, আর বাড়ির লোকজন চোর এসেছে ভেবে হারিকেন, লাইট, লাঠি-সোটা নিয়ে "চোর আইছে চোর আইছে ধর ধর" বলে চিৎকার করতে করতে বের হয়ে পড়ল, নিরাপদ কাকা ভয়ে বাড়ির বাহিরের দিকের অংশে চিপা বদ্ধ জায়গায় লুকিয়ে পড়ল, পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলে কাকা খেয়াল করল প্রচুর দুর্গন্ধ আসছে যেন কোথা থেকে, এমনিতেই বুক ধরপর ধরপর করতেছিল তখনই আবার একটা আলো নিয়ে কে যেন নিরাপদ কাকার দিকে আসতেছে, কাকা চুপ করে সেখানেই বসে রইলেন, তারপর খেয়াল করলেন একটা বুড়ো মহিলা হারিকেন নিয়ে কাকার ঠিক মাথার উপরের একটা টঙে বদনা হাতে প্রকৃতির কাজ করার জন্য বসে পরল। ঝুলন্ত উদ্যানের ঠিক পিছনেই যে কাকা লুকিয়েছেন তা ইত্যিমধ্যেই কাকা বুঝিতে পারিলেন। তবে আর একটু সামনে এগিয়ে বসলেই হয়তো জীবনে কি ঘটত তা কাকা কল্পনায়ও আনতে চাইবে না। পরিস্থিতি এমন যে কাকা না পারছে কোন শব্দ করতে, না পারছে সেখান হতে বের হতে, ধরা পরলে পরিচয় দেয়ার আগেই আধামরা করে ফেলবে। যেভাবে ছিলেন সেভাবেই বসে রইলেন। বাড়ির লোকজন যখন কাউকে না পেয়ে শান্ত হয়ে ঘুমাতে গেলে পরিস্থিতি ঠান্ডা হওয়ায় কাকা বের হলেন দেখলেন শিয়ালগুলোও ভয়ে পালিয়েছে। স্বস্তির নিশ্বাস ফেলে কাকা হাটতে শুরু করলেন, হাটছেন আর হাসছেন জীবনে কত রকমের যে অভিজ্ঞতা হয়, কত রকমের ঘটনা ঘটে তা মানুষের পক্ষে আগে থেকে জানা ধারনার বাহিরে। অবশেষে নিরাপদ কাকা নিরাপদভাবেই বাড়ি ফিরলেন। আর মনে মনে সিদ্ধান্ত নিলেন এত রাত করে আর কোনদিনও বাড়ি ফিরবেন না।

ছবিসুত্র-গুগল।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫

শায়মা বলেছেন: যাক নিরাপদকাকা নিরাপদেই বাড়ি ফিরলেন!!! :)

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪

মীর সাজ্জাদ বলেছেন: প্রতিবারের মতই।

২| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:


ভালো লাগেনি

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫

মীর সাজ্জাদ বলেছেন: পরবর্তীতে ভালো লেখার চেষ্টা অবশ্যই করবো। দোয়া করবেন।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনে কত রকমের যে অভিজ্ঞতা হয়,
কত রকমের ঘটনা ঘটে তা মানুষের পক্ষে আগে থেকে জানা ধারনার বাহিরে।

....................................................... সঠিক বাস্তবতা
জীবনটা মাঝে মাঝে এইরকম তেজপাতা মনে হয়

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১১

মীর সাজ্জাদ বলেছেন: সুখ দু:খ, আনন্দ বেদনা, বিরহ, ব্যথা, আবেগ নিয়েই তো জীবনটা সাজানো, প্রতিটা মুহুর্তই মেনে নেয়ার মানসিকতা থাকাটাই এখানে বড়।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী বলেছেন:ভালো লাগেনি

দুনিয়া আপনাকে আর কোন মজা দিতে পারবেনা।
সব বিস্বাদ লাগে!!

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১

মীর সাজ্জাদ বলেছেন: এভাবে বলছেন কেনো গুরু। লেখাটা আমার নিজের কাছেও ভালো হয়েছে বলে মনে হয়নি, ছোট ছোট এসব লেখা দিয়েই আপাতত চর্চা করছি লেখালেখির। আশা রাখি ভবিষ্যতে ভালো হবে।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫০

আরোগ্য বলেছেন: ভাগ্যিস! নিরাপদ কাকা নিরাপদ জায়গায় বসেছিল।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২২

মীর সাজ্জাদ বলেছেন: ভাগ্য সবই ভাগ্য। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৯

সাহিনুর বলেছেন: ভালো লিখেছেন

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৫

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ। আপনিও অনেক সুন্দর লিখতে পারেন।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: আমি মনে মনে ভাবছিলাম- আপনি বুঝি শুধু কবিতাই লিখেন।
গল্প মন্দ হয়নি।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪১

মীর সাজ্জাদ বলেছেন: চেষ্টা করি মাঝে মাঝে। ধন্যবাদ।

৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৪

হাবিব বলেছেন: সাজ্জাদ ভাই! নিরাপদ থাকুন সব সময় দোয়া করি।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৩

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার জন্য দোয়া রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.