![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
যদিও চোখের আড়ালে ছিলে
মোর মনের আড়ালেতো নয়,
যখন আজ ধরা দিলেই ছলে
থাকুক না অটুট এই পরিচয়।
কিছু সময় না হয় দিলে
যদিও চোখের আড়ালে ছিলে,
মোর মনের আড়ালেতো নয়
স্মৃতি হয়ে থাকবে হৃদয়ের বিনিময়।
যখন মনের দুয়ার খুলিলে ওই হাতে
এই চাঁদের জ্যোসনা মাখা রাতে,
মিলন বাসর সাজাবো একসাথে
রহিলে তুমি দুটি আঁখিপাতে।
প্রভাতি সুর্য কিরণের উজ্জ্বলতায়,
রাঙিয়ে দেয় মুগ্ধ সকালে,
যদিও চোখের আড়ালে ছিলে
মোর মনের বাহিরে তো নয়।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০১
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ গুরু
৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ নুর ভাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৭
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।