![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
এখানে থাকি আমি গ্রাম গোয়ারিয়া,
দেখা দিবো প্রিয়া আজি
থেকো কিন্তু সাজিয়া।
কতো দিন কতো সাজ ওগো,
দিয়েছি তোমারে,
সব সাজে সেজে আজি,
এসো প্রিয়া মোর তরে।
সময় কাটে কেবলি,
তোমার আশায় আশায়,
পাইনা খুঁজে উত্তর কখনো যোগ্য ভাষায়।
উত্তর দিও আজি প্রস্তুত থাকিয়া,
আনন্দে ভাসাবো তরী,
নোঙ্গর ছাড়িয়া।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২০
মীর সাজ্জাদ বলেছেন: লিখে ফেলেন ভাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: আজ ব্লগে অনেক পোষ্ট আসছে। এর মধ্যে কবিতাই বেশি। ভাবছি আমি একটা কবিতা লিখে ফেলব নাকি।