![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
প্রতিদিনের মতই নিরাপদ কাকা দুপুরে গোসল করতে নদীতে যাবে ঠিক এমন সময় আজও এসে হাজির হয় শ্যামলী।
হাসির ছলে বলে ফেলে,
"নিরাপদ ভাই, পদ পাঁচ প্রকার, তার মধ্যে আপনি কোন পদ !"
নিরাপদ কাকা বলে,
"তর কোন পদ পছন্দ আগে সেটা বল?
-"আমার তো সব পদই ভালো লাগে। তবে আপনি যে পদ সেই পদ বাদে।"
-"আমি কি পদ যদি তুই জানতি তাইলে এ কথা বলতিস না।"
-"আমার জানার দরকারও নাই।"
-"না জানতে চাইলে প্রতিদিন আসোস কেন?"
-"আমি আসি কাকির কাছে। আমারে কাকি অনেক আদর করে তাই, আপনি কি ভাবেন আপনার জন্য আসি?"
-"আমি তো তাই মনে করি।"
-"হইছে এখন যান, খালি গায়ে একটা মেয়ে সামনে দাঁড়িয়ে কথা বলতে আপনার শরম করা দরকার!"
-"আমার শরম কম, আমি গেলাম গোসলে, তর সাথে কথা বলার এত সময় নাই আমার।"
এভাবেই চলতে থাকে তাদের দিন। এদিকে একদিন শ্যামলীর বাবা তার মেয়ের বিয়ে দেয়ার জন্য ছেলে
ঠিক করল। ঠিক তখনই নিরাপদ কাকা আর শ্যামলী দুজনেই মনের মধ্যে এক ধরনের ক্ষরণ অনুভব হতে থাকল। তারা নিজেরাই জানে না যে, তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে।
নিরাপদ কাকা শ্যামলীকে জিজ্ঞেস করল, "শ্যামলী, তুই জানতে চেয়েছিলি আমি কি পদ, পাঁচটি পদের কথা বলেছিলি, আর বলেছিলি সব পদই তোর পছন্দ। তাহলে শোন আমি নিজেই পাঁচটি পদের পরিচয় বহন করি। কারণ আমি হচ্ছি নিরা-পদ। যদি বাংলা ব্যাকরণ না বুঝিস তাহলে কোন বাংলা শিক্ষকের নিকট থেকে জেনে নিস।"
কথা শেষ হতে না হতেই শ্যামলীর চোখ অশ্রুতে ভিজে গেল, শুধু একটা কথাই বের হল তার মুখ থেকে, "আমি আপনাকে চাই।"
নিরাপদ কাকার তখনকার অনুভূতি যদি দেখা যেত বা কাউকে দেখানো হত, তাহলে সে বুঝতো ভালোবাসায় কতটা টান, আবেগ, অনুভূতি, আনন্দ, সুখ মিশে থাকে।
নিরাপদ কাকা সাহস করে সবাইকে তাদের ভালোবাসার কথা জানালো, কি আশ্চর্য সবাই এক বাক্যে তাদের সম্পর্কটা মেনে নিল, অবশেষে তাদের বিয়ে হয়। একটা সুখের সংসার তৈরি হয়।
মাঝে মাঝে নিরাপদ কাকা ভাবে আমিতো অনেক সুখি, আমার ভালোবাসায় তো কোন বাধা বিপত্তি ছিল না, কিন্তু যাদের ভালোবাসায় বাধা বিপত্তি থাকে, অনেক দু:খ কষ্ট সহ্য করে ভালোবাসার জয় হয়, তারা কি আমার থেকেও বেশি সুখি হয় নাকি কম! হয়তো কম হবে।
নিরাপদ কাকার মত সবার সত্যিকারের ভালোবাসার জয় হোক।
ছবি: গুগল।
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩
মীর সাজ্জাদ বলেছেন: তাহলে তো ভালই।
২| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩
আর্কিওপটেরিক্স বলেছেন:
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪
মীর সাজ্জাদ বলেছেন: (y)
৩| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২২
হাবিব বলেছেন:
২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০১
মীর সাজ্জাদ বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ স্যার।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: নিরাপদ কাকা।
আমার এক কাকা আছেন- আমরা বলি লাল কাকা। তার সাথে নিরাপদ চাচার মিল আছে।