![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
মনের অন্তরালে বিষাদিনী ইচ্ছেরা,
ভাগ্যের অযুহাতে হয়ে যায় অসহায়,
রাখতে পারিনা আবেগকে অদৃশ্য,
কেনো বিধাতা হয়না আমার সহায়।
বুঝতে শিখেছি যখন,
দেখিলাম চারপাশে শুধু কষ্ট,
সুখ ভেবে যাকে ধরতে যাই,
সেই করে দেয় জীবনটা নষ্ট।
জানি সহস্র কষ্ট এসেও পারবেনা,
করতে আমায় দু:খী,
অল্প সুখেই হারিয়ে বেড়াই,
আমি যে চরম সুখি।
হাসতে জানলে জীবন সহজ,
পাওয়া যায় অনেক মজা,
কান্না অনেক কষ্টের,
তা বাড়িয়ে দেয় দু:খের বোঝা।
আমার মধ্যে আমাকে আমি,
তুমি বলে ডাকি,
জানি আমি আমার আমি আমাতেই,
আমারই স্বপ্ন দেখে থাকি।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাইজান।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১
ইয়োডা বলেছেন: ক্লাস ফাইভের বাচ্চার লেখা কবিতা পড়লাম । সেই সময় লিখেছিলেন? শিরোনাম ভাল হয়নি।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৬
মীর সাজ্জাদ বলেছেন: লিখেছি অনেক আগে। ভালো একটা শিরোনাম বলে দেন লেখি।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল কবিতা।