নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো চিন্তায় করোনা।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৫


মানুষ হয়ে জন্ম নেওয়া
খোদার এক বিশাল দান,
মুসলিম হয়ে বেচে থাকা
ভাগ্যবানদের বাড়ায় মান।

মানুষ আমি এটাই সত্য
কেউবা আবার রুপধারী,
তারাও মানুষ বাস্তবতায়
নাগরিক বটে সরকারী।

মুসলিম হয় নির্যাতিত
খুন হয় রোজ শত শত,
রুপধারী সেই মানুষ যত
মারছে তাদের অবিরত।

তারই ফলে আসলো গজব
বসল ঘাড়ে, হল সংক্রামন,
সারা দুনিয়া উঠল কেপে
ঘর হতে বের হওয়া বারণ।

নিয়ম নীতির কথা বলে
সচেতনতা বাড়াতে চায়,
সুযোগ পেলে ছোবল মারে
নিরহ ওই জনতার গায়।

বরাদ্দ হচ্ছে লাখো টাকা
দিনমজুর এই মানুষের তরে,
সঠিক প্রয়োগ করো রে ভাই
নিজের ভাবনা ভেবো পরে।

মহামারী আসবে আসুক
নির্দেশনা মেনে চলবো,
খোদায় আদেশ পালন করে
রহমতের পানা চাইবো।

করোনার এই ভয়াল প্রবাহে
মনেতে বল রাখবো,
সুষ্ঠ ব্যবস্থাপনা, সুষ্ঠ পরিবেশ
গড়তে সহায়ত করবো।

ছবি:গুগল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৩

নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন । 

৩১ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৩

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ এত সুন্দরভাবে বলার জন্য।

২| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: এলোমেলো চিন্তা নয় ভালো চিন্তা।

৩১ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৪

মীর সাজ্জাদ বলেছেন: এলোমেলোভাবেই হইছে তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.