নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন আমি...........

কি লিখবো , আমি তো তোমাদের ই একজন .বলো কি বলবো কেউ কি আমার সাথে একমত,আমার নিজের ব্যাপারে কিছুই বলার নাই।

শাহারিয়া বাংলা

কিংকত্যববিমুঢ়

শাহারিয়া বাংলা › বিস্তারিত পোস্টঃ

ভয় পাইছে............

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শাহবাগ গণজাগরণ আন্দোলনের স্থানীয় সমর্থকরা সোমবারই এ শাখা ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছিল।



এর আগে তারা জামায়াত নেতাকর্মীদের পরিচালিত নেত্রকোনা আইডিয়াল হাসপাতাল প্রাইভেট লিমিটেড, আইডিয়াল স্কুল ও রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজে তালা ঝুলিয়ে দেয়।



তরুণদের ওই ঘোষণার পর মঙ্গলবার সকালে ব্যাংক খোলার আগেই হিসাব বন্ধ করতে গ্রাহকরা শহরের ছোট বাজারের হাশেম প্লাজায় ব্যাংক কার্যালয়ে ভিড় করতে থাকেন।



সকাল ৯টায় ব্যাংকের কার্যালয় খুলতেই গ্রাহকরা তাদের হিসাব প্রত্যাহারের আবেদন শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জটলাও বাড়তে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।



পঁচাত্তর বছর বয়সী জুবায়েদুল ইসলাম দুপুর সাড়ে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় তিনি ব্যাংকে এসেছেন।



দুপুর পর্যন্ত দুই থেকে তিনশ জন হিসাব প্রত্যাহার করে টাকা তুলে নিয়ে গেছেন বলে তার ধারণা।



আরেক গ্রাহক হেনা আক্তার জানান, যে কোনো সময় ব্যাংকটি বন্ধ হয়ে যেতে পারে- এমন আশঙ্কা থেকেই তিনি হিসাব প্রত্যাহার করে জমা টাকার পুরোটাই তুলে নিয়েছেন।



ব্যাংকের ব্যাপস্থাপকও ব্যাংক বন্ধ না হওয়ার নিশ্চয়তা দিতে না পারায় হিসাব প্রত্যাহার করেছেন বলে জানান গ্রাহক আব্দুল মোতালেব। একই কথা বলেন গ্রাহক মিনা আক্তারও।



ইসলামী ব্যাংকের নেত্রকোনা শাখার সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক জানান, সকাল থেকে বেশ কিছু গ্রাহক তাদের হিসাব প্রত্যাহার করে নিয়েছেন।



তবে ঠিক কতোজন হিসাব প্রত্যাহার করেছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন এই ব্যাংক কর্মকর্তা।



নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুর রহমান জানান, ব্যাংকটির নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.