![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানভীরুল হাকিম মিরাজের ব্লগ
রিক্সাওয়ালা বলল- মামা, জংলিরা নাকি বিদেশী লোক মাইরা ফালাইছে !
কিন্তু আমি একটা জিনিষ বুঝিনা, জংলীরা জঙ্গল থেইক্কা ঢাহা শহর আইলো কেমতে ?
আমি তো প্রশ্ন শুনে থ ! কয় কি এই লোক !!
কি উত্তর দিব, মজাকরে বললাম- জংলীরাও এখন চালাক হয়ে গেছে!!
ভদ্রলোকের মত স্যুট টাই পরে শহরে চলে আসছে!
- হ, তাই তো কই। আমি এতো বছর শহরে রিক্সা চালাই, কখন ও কোন জংলীতো দেখলাম না !!
পরে বুঝিয়ে বললাম- জংলী নয় মামা, এরা হল জঙ্গি !! যারা ধর্ম নিয়া বাড়াবাড়ি করে এবং এর ভুল ব্যাখা দিয়ে মানুষ কে হত্যা করে। যারা তাদের মতের বিরুদ্ধে বলে লিখে তাদের কে মেরে ফেলে।
রিক্সাওয়ালা মামা কি বুঝলো জানিনা তবে আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছিনা !
বাংলাদেশে যেসব ব্লগার হত্যা করা হল তাদের মধ্যে বেশকয়জন হিন্দুও ছিল। সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ ও ঢাকার নিহত নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়রা অন্য ধর্মালম্বি ছিলেন। যত টুকু জানি তারা ইসলাম ধর্ম মানার তো প্রশ্নই আসেনা নিজ ধর্ম ও মানতেননা। আমি মনে করি আমারা যারা ঈশ্বরে বিশ্বাস করি এটা যেমন একটা বিশ্বাস তেমনি যারা বিশ্বাস করেননা সেটা ও একটা বিশ্বাস।
প্রতিটা ধর্মই একটা বিশ্বাসের উপর বেড়ে উঠে। আমি মুসলমান তাই আল্লাহ ও তার রাসূলে বিশ্বাস করি , যিনি হিন্দু তিনি ভগবানে বিশ্বাস করেন। আর যিনি কোন ঈশ্বরে বিশ্বাস করেনা তার ও একটা বিশ্বাস আছে! সে বিশ্বাস করে তার কোন প্রভু নেই। সবই বিশ্বাসের খেলা। ইসলাম গ্রহণ করতে হলে সবার আগে আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনতে হবে অর্থাৎ বিশ্বাসস্থাপন করতে হবে।
বিশ্বাসের দিক থেকে চিন্তা করলে তার সাথে আমার সাথে কোন পার্থক্য নেই। আমার বিশ্বাস হল আল্লাহ আছে, তার বিশ্বাস হল খোদা নাই!
এসব নিয়ে তর্ক করা চলে কিন্তু আরেক জনের উপর আমার বিশ্বাস ছাপিয়ে দেয়া চলে না।
যিনি মুসলিম না তাকে যেমন আমার ধর্ম মানতে বলতে পারিনা তেমনি আমার ধর্মের সমালোচনা করলে তাকে শাস্থি ও দিতে পারিনা। কিন্তু আমরা সব বিশ্বাসীরা তাই করে যাচ্ছি অনবরত!
গোমাংস রাখার অভিযোগে চলতি মাসের শুরুতে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের দাদরিতে মুহাম্মদ আখলাক নামে ৫০ বছরের এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা হয়। তিনি মুসলমান ছিলেন। তার ধর্ম মতে গোমাংস রাখা খাওয়া অপরাধ নয়। এমনকি আখলাকের ২২ বছরের ছেলে দানিশকেও মারধর করা হয়।
রাষ্ট্রীয় সেবক সংঘের (আরএসএস) মুখপত্র ‘পাঞ্চজন্য’র সম্পাদকীয়তে লিখেছে, হিন্দুধর্মগ্রন্থ বেদে নির্দেশ দেওয়া আছে, যাঁরা এ দেশে থেকে গোহত্যা করছেন, তাঁদের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যু। গো হত্যা হিন্দুধর্মের অনেক মানুষের কাছে জীবন-মরণের শামিল বলেও উল্লেখ করেন প্রতিবেদনটিতে।
অবার যেখানে মুসলমানের শক্তি বেশী সেখানে তার ধর্ম মানতে বাধ্য করা হচ্ছে। ক্ষেত্রবিশেষে না মানলে হত্যা ও করা হচ্ছে।
যারা কোন ধর্মে বিশ্বাস করেননা তারা এই ভেবে খুশি হওয়ার কোন কারন নাই যে- আমারা যেহেতু কোন ধর্ম মানিনা তাই কাউকে মানতে বাধ্য ও করিনা। তাদের যদি ক্ষমতা ও শক্তি থাকতো তারাও মানুষকে বাধ্য করতো ধর্ম না মানতে। একদিন তাদের ক্ষমতা আসলে তারাও ঠিক একই কাজ অন্যদের মতই করবে।
কিন্তু আমি যে ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছিনা তাহল- যিনি আপানার ধর্ম বিশ্বাসই করছেনা তাকে কেন আপনার ধর্মের নিয়ম কানুন মানতে হবে? না মানলে হত্যা করতে হবে? প্রশ্নটা হয়তো খুব সরল হয়ে গেছে কিন্তু আমার কাছে এই সরল প্রশ্নটাই খুবই জটিল হয়ে উঠলো !!
২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৬
মি্রাজ বলেছেন: আচ্ছা ! চাঁদগাজী সাহেব কি আমাকে জংলী বলতে চাচ্ছেন নাকি জঙ্গি ?!! আমি নাহয় ছেড়েই দিলাম কিন্তু আপনি।
ছাড়ছেন তো?
যাই হোক মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
২| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধরুন কেউ আল্লাহ এবং রাসুলুল্লাহ (সঃ) কে নিয়ে খুবি নোংরা অশ্লীল আপত্তিকর মন্তব্য করলেন,তখন আপনি কি করবেন?
অনেকে আবার বঙ্গবন্ধু,জিয়াউর রহমান কিংবা রবীন্দ্রনাথের সমালোচনা সইতে পারেন্না।
আসল কথা হলো সহনশীলতা এবং পারস্পারিক সম্মানবোধ।
শুনার ক্ষেত্রে যেমন চাই তেমনি বলার ক্ষেত্রেও।
অন্ধ আক্রমন যেমন অপরাধ তেমনি আক্রমনে প্রলুদ্ধ করাও অপরাধ।
২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৬
মি্রাজ বলেছেন: কেউ আল্লাহ এবং রাসুলুল্লাহ (সঃ) কে নিয়ে খুবি নোংরা অশ্লীল আপত্তিকর মন্তব্য করলেও আমি আসলে কিছুই করবোনা, তার নোংরা গুলো তার মুখেই থাকবে। পাঠক তার বিচার করবে। তাকে মারা আমার দায়িত্ব নয়।
যে জীবন আমি দিতে পারিনি সে জীবন আমি নিতে ও পারিনা
কি করি আজ ভেবে না পাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৫
কানিজ রিনা বলেছেন: স্বারথ নিয়ে খুনা খুনি, মানবতা থুরাই মানি
ধরম নাই মানা মানি!
২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৯
মি্রাজ বলেছেন: একদম ঠিক বলেছেন kanizrina। আসলে খুন গুলো স্বার্থেই জন্যই করা হয়ে থাকে। সবই রাজনীতির গুটির চাল!!
আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭
মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১
মি্রাজ বলেছেন: ধন্যবাদ
-মাঘের নীল আকাশ
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:২১
চাঁদগাজী বলেছেন:
আপনি যে জংগি রিকসা-ড্রাইবার টের পেয়ে, পরোক্ষভাবে এসব কথা বলে গেছে; আপনি এগুলো ছেড়ে দেন